নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মামুনুর রশী২৪৩৭

বাস্তবতায় বিশ্বাসী

মামুনুর রশী২৪৩৭ › বিস্তারিত পোস্টঃ

আওয়াজ তুলো তারুণ্যের প্রাণে

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৯







ব্যানার, ফেস্টুন, প্লাকার্ড, মোমবাতি প্রজ্জ্বলন বরং ফাঁসি চাই স্লোগানে মুখরিত রাজধানীর প্রাণকেন্দ্র শাহবাগ মোড়। তারুন্যের উচ্ছ্বলতা, উদ্যমতা যেন আজ বাংলাদেশ পরিবর্তনের অগ্রযাত্রার পথিক। সকলের কন্ঠে প্রতিবাদের আওয়াজ। এই প্রতিবাদের কন্ঠস্বর শুরু হয়েছে একাত্তরের মানবতাবিরোধী একটি বিচারের রায়কে কেন্দ্র করে। ঢাকার শাহবাগ মোড় থেকে সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনার, চট্রগ্রামের প্রেসক্লাব চত্ত্বর থেকে রাজশাহীর আলুপট্টির মোড়। খুলনার শিববাড়ি মোড় থেকে বরিশালের কেন্দ্রীয় শহীদ মিনার, বগুড়ার সাতমাথা মোড় থেকে যশোরের পালবাড়ি থেকে চিত্রার মোড়, কুমিল্লার কান্দির পাড় মোড় থেকে কুষ্টিয়ার চেীড়হাস মোড় সবখানেই যেন প্রতিবাদী কন্ঠ আজ জেগে উঠেছে।

বসন্তের উদাস হাওয়া এবং কুয়াশার চাদরে মোড়া শীতের ¯িœগ্ধ সকাল যেন গগণবিদারী স্লোগানে স্লোগানে প্রকম্পিত হচ্ছে প্রতিনিয়ত বাংলাদেশের শাহবাগ স্কয়ার। সকল মতের মানুষের ঠিকানা আজ একটাই যুদ্ধাপরাধীদের সঠিক বিচারের দাবীতে চেতনার যে প্রদীপ জ্বেলেছে তারুন্য তা আগ্নেয়গিরির লাভার মতো ছড়িয়ে পড়েছে সারা দেশে।

শাহবাগ স্কয়ারের এই জনতার ঢলের সাথে আরব বসন্তের কিছু মিল রয়েছে । আরব বসন্তের মাধ্যমে মধ্যপ্রাচ্য যে পরিবর্তন হয়েছে সেটা সকল মতের মানুষের মিলনমেলায় সংঘটিত হয়েছে। মিশরে পরিবর্তনের জন্য সেদেশের জনগন তাহরির স্কয়ারে একত্রিত হয়েছিল। আর আজ বাংলার জনগন শাহবাগ স্কয়ার ব্যবহার করছে শুধু একটাই লক্ষ্য ‘ফাঁসি চাই’। সে লক্ষ্য আদায় না হওয়া পর্যন্ত এই প্রজন্ম একটুকু পিছপা হবে না। দেশের সকল অন্যায় , অপরাধের বিরুদ্ধে রুখে দাড়াবার জন্য তারুন্যের একটি দীপ্ত শিখা রয়েছে সেটা প্রমান করার এখনই সঠিক সময়।

সুযোগে সদ্ব্যবহার করে যুদ্ধাপরাধীর বিচার প্রক্রিয়া সঠিকভাবে সমাপ্ত করার লক্ষ্যে তারুন্য আবারও ৭১’ সালের মুক্তিযুদ্ধের মত করে গর্জে উঠেছে। শহীদ জননী জাহানারা ইমামের স্বপ্ন বাস্তবায়ন এবং গণআদালতের গণরায় প্রতিষ্ঠার জন্য যে আন্দোলন অব্যহত ছিল একই ভাবে ৭১’ এর পরাজিত শক্তিকে রাজনৈতিক, সামাজিকভাবে প্রশ্রয় দিয়ে লাখো শহীদদের রক্ত মাখা লাল গালিচার সাথে বেঈমানি করছে তাদের বিরুদ্ধে আন্দোলনের সময় হয়েছে।

তারুন্যর স্কয়ারের প্রতিবাদী কন্ঠস্বরে দেশের অভ্যন্তরীন রাজনীতিতে একটি নবদিগন্তের সূচনা হতে পারত। কিন্তু সেটা কতটুকু সম্ভব? এখন সকল বিশ্লেষক, সমালোচক,লেখকদের চোখ শাহবাগের প্রজন্ম চত্ত্বরে। বর্তমান সরকারের সফলতার ৪ বছরে যুদ্ধাপরাধীর বিচার প্রক্রিয়া একটি। বিচারের ছলচাতুরির নামে সর্বশেষ যে রায় ঘোষণা হলো তার প্রতিবাদে জনগন ব্যস্ত। এই রায় হওয়া দরকার ছিল সরকারের সফলতার একটি। কিন্তু শাহবাগ স্কয়ারের প্রতিবাদী কন্ঠস্বর শুনে মনে হচ্ছে না এই রায় সরকারের সফলতার অন্তর্ভূক্ত! ক্ষমতার শেষে এসে তাড়াহুড়ো করে বিচার প্রক্রিয়া শেষ করে রায় দেয়া কতটুকু রাজনৈতিক কূটকৌশল! কিংবা কতটুকু সফলতা সেটা এই জনগনের চিন্তার বিষয়। তাড়াতাড়ি বিচার প্রক্রিয়া শেষ করে জনগনের নিকট জনপ্রিয়তা অর্জন করে পুনর্বার ক্ষমতা দখলের পাঁয়তারা দেশের নিরীহ জনগনের জন্য কতটুকু কল্যাণকর সেটা এই উচ্ছ্বসিত জনতার বিবেকের কাছে প্রশ্ন রইল।

দেশের অভ্যন্তরীন রাজনীতি যখন নোংরা হয়ে ডাস্টবিনের রাখার উপযোগী হয় তখন এই তারুন্যের জোয়ার কোথায় থাকে? যখন একটি স্বাধীন দেশের সীমান্তে আরেকটি দেশের সীমান্ত রক্ষীরা একের পর এক আঘাত করছে এবং নিরীহ জনগনের প্রাণনাশ করছে। কোথায়, তখন তো আমাদের তারুন্য জেগে ওঠেনা? যদি তারুন্যই হবে পরিবর্তনের মূল হাতিয়ার তাহলে কেন এই নোংরা কিছু রাজনৈতিক দলের অধীনে দেশ বারবার শাসিত হচ্ছে! আর কেনইবা আমরা বারবার তাদেরকে নির্বাচিত করছি? এই প্রতিবাদী কন্ঠ যদি কোন রায়কে পরিবর্তনের জন্য শুধু জন্ম হয়ে থাকে তাহলে দেশে পুরাতন তন্ত্র ভেঙ্গে আর কোনদিন নতুনের হাতছানি জাগবে না। আর যদি নতুনের হাতছানি না জাগে তাহলে নোংরা রাজনীতিতে মেধাবীদের প্রবেশ সম্ভব নয়। এমনকি মানবতাপরাধের বিচার প্রক্রিয়ায় স্বচ্ছতা সম্ভব নয়। তাই এই জ্বালাময়ী তারুন্যের কন্ঠে ফাঁসির স্লোগানের সাথে দীপ্তভাবে আরো একটি জিনিস উঠে আসা দরকার সেটা হলো স্বচ্ছ রাজনীতি। যার মাধ্যমেই একমাত্র সম্ভব দেশ ও দশের কল্যাণ।



মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৭

নাহিদ ৭৮৯ বলেছেন: এক খন্ড শাহাবাগ নামা

প্রিয় বন্ধুরা চলমান শাহাবাগ আন্দোলনের সকল খবরাখবর এখন একসাথে। বিভিন্ন পত্রিকা ঘুরে ঘুরে বিভিন্ন সংবাদগুলো আমরা একসাথে জড়ো করেছি। এই পেজটি নিয়মিত আপডেট করা হবে। বিশ্বাস না হলে একবার ঘুরে আসতে পারেন। বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.