![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্য সবসময় খুব নিষ্ঠুর হয়, সত্যচারী কখনো নিষ্ঠুর হয় না। তাই সত্যকে ঘৃণা কর, সত্যচারীকে নয়
৭ম পর্ব
এই ধারাবাহিকের প্রথম পর্বে আমি যে বাজেট দিয়েছিলাম তার আন্গিকে গত কয়েকটা পোষ্ট দেয়া হয়েছিল, এই পোষ্টে আমি উল্ল্যেখ করব পেনাং বীচ এবং ল্যন্কাওয়ী আইল্যান্ডের কিছু বিবরন, আর এই পোষ্ট অনুসরন করতে হলে আপনাকে বেশ কিছু টাকা বাজেট বাড়াতে হবে, বাজেট কত হবে তা পোষ্ট পড়েই আন্দাজ করুন,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
পেনাং বীচ ঘুরতে যেতে আপনাকে প্রথমেই আন্তঃনগর বাস ধরে পেনাং এর উদ্দেশ্যে রওয়ানা দিতে হবে, পেনাং এর বাস পাবেন বুকিত জালিল বাস স্ট্যন্ড থেকে, সেক্ষেত্রে আপনি যদি কে.এল থাকেন তাহলে পুডুরায়া (পুরোনো বাস স্ট্যান্ড, এখন স্থানান্তরিত হয়ে বুকিত জালিল) থেকে রেপিড কে.এল এর স্পেশাল বাস আছে, ২.০০ রিংগিত ভাড়া দিয়ে চলে যান বুকিত জালিল বাস স্টেষন। সেখান থেকে পেনাং এর বাস টিকেট কেটে নিন, ভাড়া ৩০.০০ -৩৫.০০ রিংগিত এর মত পড়বে, প্রায় ৪.০০-৪.৩০ ঘন্টায় পৌছে যাবেন পেনাং (এর মাঝে রাস্তায় ১ বার যাত্রা বিরতি পড়বে)। পেনাং আপনি নামবেন butterworth/ বাতুয়া স্টেষন। ট্রেনে করেও যেতে পারেন, সেক্ষেত্রে কে.এল.সেন্ট্রাল থেকে টিকেট কেটে বাতুয়া স্টেষন নামতে হবে, ট্রেনে তিন ক্লাসের টিকিট পাওয়া যায়, ইকোনমি=১৭ রিংগিত, ২য় ক্লাস( একটুখানি রিলাক্সেবল সিট)=৩০ রিংগিত, ঘুমিয়ে যাবার সিট (দোতলা খাট)= উপরে-৩৮ রিংগিত, নীচে-৪৩ রিংগিত। সকাল এবং রাতে দুটো ট্রেনই আছে। বাতুয়া পৌছে পাশেই পাবেন জেটি, সেখানে ফেরীতে করে নদী পার হতে হবে। ফেরীর টিকেট কেটে পুলাউ পেনাং/পেনাং আইল্যন্ড ঢুকে যান, ফেরীতে টিকিটের মুল্য ১.২০ রিংগিত, ১৫ মিনিট সময় লাগবে নদী পার হতে। এবার নদী পার হওয়ার পর ফেরী থেকে নেমে একটু সামনে এগুলেই পাবেন লোকাল বাস স্টেষন, রেপিড কে.এল এবং অন্যান্য লোকাল কিছু বাস পাবেন, সেই বাস ধরে চলে যান বাতু ফিরিন্গি নামক স্থানে, সেখানেই রয়েছে পেনাং বীচ। জেটি থেকে বাতু ফিরিন্গি যেতে বাসের টিকিট পড়বে ৩.০০- ৪.০০ রিংগিত। বাস আপনাকে নামিয়ে দেবে বীচের খুব নিকটেই, এবার ঘুরে দেখুন পেনাং বীচ
, থাকার জন্য এখানে রয়েছে ৩-৫তারা হোটেল, রিসোর্ট, এবং কটেজ, বীচের ঠিক পাশেই আপনি পাবেন কিছু উন্নতমানের কমদামী কটেজ, সেখানে ভাড়া পড়বে ৬০.০০-৯০.০০ রিংগিতে রুম, সেখানে ৩ জন থাকতে পারবেন, এছাড়াও সুবিধামত বিভিন্ন হোটেলগুলোতেও থাকতে পারবেন, ভাড়া ১২০-২৫০ রিংগিত পর্যন্ত হতে পারে, এর চেয়ে বেশীদামের পাবেন সুবিধাজনক হোটেল। ঘুরে দেখুন পেনাং বীচ, এখানে পাবেন জেট স্কি, প্যরাগ্রাইডিং সহ বেশ কিছু ইভেন্ট। খাওয়া-দাওয়া এখানে কে.এল এর তুলনায় তুলনামূলক একটু বেশী দাম। তবে খুব বেশী নয়।
পেনাং বীচ ছাড়াও আছে কেবল কার এবং জর্জটাউনে বেশ কিছু দর্শনীয় স্থান। সময় হলে ওগুলো ঘুরে দেখতে পারেন।
ল্যন্কাওয়ী ঘুরতে যেতে হলে আপনাকে যেতে হবে মোটামুটি একিভাবে। সেক্ষেত্রে বুকিত জালিল থেকে বাসে করে যেতে হবে কুয়ালা কেডাহ নামক স্থানে টিকিটের দাম পড়বে ৪৫.০০-৫০.০০ রিংগিত। সময় লাগবে ৬ ঘন্টার মত, এছাড়াও আপনি ট্রেনে করে যেতে পারেন, সেক্ষেত্রে ভাড়া পেনাংএর ভাড়া থেকে ১০.০০-১৫.০০ রিংগিত বেশী হবে (সিট ভেদে)। ট্রেন আপনাকে পৌছে দিবে আলোস্তা নামক স্টেষনে, সেখান থেকে লোকাল বাসে করে আপনাকে যেতে হবে কুয়ালা কেডাহ জেটি তে, সকাল ৬ টা থেকে রাত ৮টা পর্যন্ট জটিতে রয়েছে ফেরী এবং বোট, ফেরীতে করে আপনি চলে যাবেন ল্যন্কাওয়ী এর কুয়াহ নামক মেইন ফেরী টার্মিনালে। সময় লাগবে ১.৪০-১.৫০ ঘন্টা। আর ফেরীর ভাড়া পড়বে ১৫.০০ রিংগিত। ল্যন্কাওয়ী ফেরী টার্মিনাল থেকে আপনি ট্যক্সি বা মোটরসাইকেলে করে চলে যাবেন কুয়াহ মেইন টাউনে, যেখানে আছে হোটেল, রিসোর্ট ইত্যাদি। ল্যন্কাওয়ীতে আপনি কোন বাস সার্ভিস আশা করবেন না, দিনে দু-একবার বাসের দেখা মেলে, আপনাকে নির্ভর করতে হবে ট্যক্সি বা মোটরসাইকেল এর উপর। এখানে ট্যাক্সি মিটারে নয় বরং ফিক্স রেটে চলে, প্রতিটি স্থানের জন্য নির্ধারিত ভাড়া ঠিক করা রয়েছে, এছাড়াও মোটরসাইকেল ঘন্টায় ৪০-৪৫ রিংগিতে আপনাকে ঘুরিয়ে দেখাবে। বউ-বাচ্ছা থাকলে আমার মতে গাড়ী ভাড়া নিয়ে নেওয়া ভাল, কারন এখানে আপনি ভাড়ায় গাড়ী পাবেন, মারূতি, হোন্ডা, টয়োটা, মার্সিডিজ হরেক রকমের গাড়ী পাবেন ৫০-১৭০ রিংগিতে, ল্যন্কাওয়ী ডিউটি ফ্রী যায়গা, সেখানে আপনি যেকোন কিছুই কিনতে পারেন কম মুল্যে, সেখানে খাবার-দাবার মোটামুটি কে.এল এর চাইতে একটু বেশী দাম পড়বে (প্রতিবেলা দুপুর বা রাতের স্বাভাবিক খাবার ৬-১০ রিংগিত), থাকার জন্য সেখানে হোটেলের ভাড়া একটু বেশী, ২০০.০০-৪০০.০০ রিংগিতে পাবেন উন্নতমানের হোটেল, আছে কিছু মোটেল আর কটেজ, ভাড়া ৭০-১০০ রিংগিতে পড়বে। এছাড়াও বিভিন্ন মুল্যের রিসোর্ট রয়েছে, তবে ফেমিলী নিয়ে গেলে সেখানে এপার্টমেন্ট বা কনডো ভাড়া পাওয়া যায়, ২ বা ৩ দিনের জন্য ভাড়া নিয়ে নিতে পারেন আপনি। সেক্ষত্রে ভাড়া পড়বে প্রতিদিন ১০০-১৮০ রিংগিত। ঘুরতে যেতে পারেন ওরিয়েন্টাল ভিলেজে, মুলত ডিউটি ফ্রি দোকাংুলো সেখানেই পাবেন। খুব সুন্দর করে সাজানো অনেক গোলু রিসোর্ট নিয়ে ওরিয়েন্টাল ভিলেজ। ওরিয়েন্টাল ভিলেজের খুব কাছেই পাবেন ক্যাবল কার স্টেষন, ৩৬০ ডিগ্রীর এই ক্যাবল কার টি মালয়েশিয়ার সর্ববৃহৎ ক্যবল কার
। রয়েছে স্কাই ব্রীজ। ৭০০ মিটার উচুতে অবস্থিত এই ব্রীজ থেকে আপনি থাইল্যান্ড সহ বেশ কিছু সুন্দর দৃশ্য অবলোকন করতে পারবেন, দর্শনার্থীদের জন্য রয়েছে বিশ্রাম নেয়ার স্থান, ক্যাবল কার এবং স্কাই ব্রীজ
মিলে ভাড়া পড়বে ৩০.০০ রিংগিতের মত। রয়েছে কাম্পুং আয়ের হান্গাত (আয়ের হান্গাত ভিলেজ), চমৎকার সুন্দর পরিবেশ, এখানে আপনি দেখতে পাবেন মালায়সিয়ান কালচারাল কিছু প্রোগ্রাম, ঐতিহ্যবাহী কিছু খেলা, ইত্যাদি ইত্যাদি। কুয়াহ থেকে ১৪ কিমি দুরে এই গ্রামে আপনি ট্যাক্সি বা গাড়ীতে করে যেতে পারেন। আপনি আরো যেতে পারেন আন্ডারওয়াটার ওয়ার্ল্ডে, এটি পান্তাই চেনাং বীচের কাছেই অবস্থিত, এখানে প্রায় ১৫ মিটার লম্বা টানেলে আপনি পাবেন সমুদ্রতলের স্বাদ
, প্রায় ৬.৫ একর জায়গার উপর অবস্থিত এই আন্ডারওয়াটার ওয়ার্ল্ডে রয়েছে একুয়ারিয়াম আকৃতির বিশাল কৃত্তিম সমুদ্র যেখানে রয়েছে ১১৭ প্রজাতির সামুদ্রিক বড়ছোট মাছ। এখানে রয়েছে প্রায় ৭ টি উল্ল্যেখযোগ্য বীচ, এগুলোর প্রায় সবকটিই দর্শনীয়। এর মাঝে পান্তাই কক (কুয়াহ হতে ২৮ কিম), এবং পান্তাই চেনাং (কুয়াহ হতে ১৮ কিমি) বীচ
দুটি বেশী জনপ্রি এখানে প্যরাগ্রাইডিং, স্কুবাডাইভিং সহ বেশ কয়েকটি মজাডার ইভেন্ট আছে। এছাড়াও দাতাই বীচ এবং পান্তাই পাসির হিতাম, পান্তাই টুজুং রুহ উল্ল্যেখযোগ্য, সবগুলোতেই যাওয়ার জন্য আপনি পাবেন ট্যক্সি, অথবা ভাড়া গাড়ীতে করে আপনি নিজেও ড্রাইভ করে যেতে পারেন, চিন্তার কোন কারন নেই, প্রায় সব রাস্তায় আপনি পাবেন পথ নির্দেশক ইংরেজীতে লেখা।
এছাড়ও ল্যান্কাওয়ীতে গুহা, ঝরনা সহ আপনি পাবেন হাজার-হাজার দর্শনীয় স্থান, যা দেখতে দেখতেই ক্লান্ত হয়ে পড়বেন।
১০ ই অক্টোবর, ২০১০ দুপুর ১:১৭
সত্যচারী বলেছেন: অনেক ধন্যবাদ কামাল ভাই, ভাবিরে নিয়া ঘুরে যাওয়ার আমন্ত্রন রইল
২| ১০ ই অক্টোবর, ২০১০ দুপুর ১২:১৮
মন মণষা বলেছেন: দারুন...এইবার পর্ব ০০৯ এর অপেক্ষা...
১০ ই অক্টোবর, ২০১০ দুপুর ১:১৮
সত্যচারী বলেছেন: হমমমমমমমমম................. অবশ্যই
৩| ১০ ই অক্টোবর, ২০১০ দুপুর ১২:৫৪
ফজলুল করিম বলেছেন: ল্যন্কাওয়ী ইজ মাষ্ট।
পেনাং বাদ দিলাম।
ল্যন্কাওয়ী গেলে ক্যাবল কার , স্কাই ব্রীজ, আন্ডারওয়াটার ওয়ার্ল্ডে, পান্তাই কক এবং পান্তাই চেনাং বীচ ঘুরতে পারবো।
গাড়ী ভাড়া করলে তারা কোন সিকিউরিটি টাকা জমা রাখেনা?
১০ ই অক্টোবর, ২০১০ দুপুর ১:২৬
সত্যচারী বলেছেন: কোথাও কোথাও রাখে, তবে সব জায়গায় না, কোথও কোথাও ভাড়া নিতে ড্রাইভিং লাইসেন্সও লাগে না, শুধু কতদিনের জন্য ভাড়া নিবেন সেই টাকা টা হিসেব করে এডভান্স করতে হয়, তবে ওখানে গাড়ী ভাড়া কেএলের তুলনায় অনেক কম
মার্সিডিজ ১৪০-১৬০ রিংগিতে পাবেন, বি.এম পাবেন ২০০-৩০০ রিংগিতে, ( এক বন্ধুর মারফত জানতে পারলাম কোথায় নাকি ল্যম্বোরগিনি ও পাওয়া যায়, প্রতি ঘন্টা ৭৫০-৮০০ রিংগিত। সাধারানত শ্যুটিং বা ফটো সেশনের জন্য ইউজ করা )
আর গাড়ী ভাড়া নেয়া সহজ, কেননা ওখান থেকে কোন বাই রোড নেই, পালাতে হলেও ওরা জানতে পারবে। মনে হয় সেই কারনেই ওদের অতটা টেনশন নেই
৪| ১০ ই অক্টোবর, ২০১০ দুপুর ১:৪১
ফজলুল করিম বলেছেন: মার্সিডিজ ১৪০-১৬০ রিংগিতে ঘন্টা না দিন হিসেবে?
ফুয়েল লোড না আমায় কিনতে হবে?
১২ ই অক্টোবর, ২০১০ সকাল ৭:০৪
সত্যচারী বলেছেন: দিন হিসেবে, আর ফুয়েল কোন লোড নাই, আপনার পকেটের টাকায় কেনা লাগবে জনাব
৫| ১০ ই অক্টোবর, ২০১০ রাত ৮:৫৭
সব যদি আজ বদলে যেত বলেছেন: ভাই মালয়েশিয়া থেকে অন্য দেশে বাই রোডে যাওয়ার উপর কিছু তথ্য দেন।
ভিসা লাগলে কোথা থেকে নেয়া লাগবে জানাবেন। দেশ থেকে ভিসা নিয়ে না গেলে মালয়েশিয়া থেকে করা যায় কিনা জানাবেন( অন্য দেশে যাওয়ার জন্য)।বিস্তারিত জানাইয়েন। ভাড়া, হোটেল,রেস্তারা, ঘোরার স্থান।
১২ ই অক্টোবর, ২০১০ সকাল ৭:০৬
সত্যচারী বলেছেন: দেশ থেকে ভিসা নিয়ে আসা সবচেয়ে উত্তম, বাই রোডে সিংগাপুর, তাইল্যান্ড যাওয়ার ব্যাবস্থা আছে
৬| ১১ ই অক্টোবর, ২০১০ সন্ধ্যা ৭:২১
জসিম বলেছেন: মালয়েশিয়া যাওয়ার জন্য আপনার পোস্টগুলা সত্যিই জ্ঞান সঞ্চার করবে।
মালয়েশিয়া গাইড ১ থেকে সর্বশেষ। একটি পোস্টে লিংক দিয়ে আপডেট করলে ভাল হতো।
একসঙ্গে পুরো মালয়েশিয়া সংগ্রহে থাকতো।
১২ ই অক্টোবর, ২০১০ সকাল ৭:০৭
সত্যচারী বলেছেন: পোষ্ট এখনো শেষ হয়নি, শেষ হলে আপনার ইচ্ছা মত একটা পোষ্ট দেয়ার ইচ্ছা আছে
৭| ১৩ ই অক্টোবর, ২০১০ সকাল ৭:৫৪
জুন বলেছেন: এটা খুব ভালোলিখেছেন সত্যচারী একেবারে নিশ্চিন্ত মনে ঘুরে আসা যাবে
নো টেনশন মনেই হবেনা আমি এখানে প্রথম এসেছি ....হারিয়ে যাবার ভয় নেই ...।
প্লাস
১৩ ই অক্টোবর, ২০১০ সকাল ৮:২৭
সত্যচারী বলেছেন: ধন্যবাদ, আপনাদের এত টুকু ভালো লাগলেও এই পোষ্ট লেখার স্বার্থকতা।
৮| ১৩ ই অক্টোবর, ২০১০ সকাল ৯:০৯
হুপফূলফরইভার বলেছেন: কলিগের কাছে মালয়েশিয়ার অনেক গল্প শুনেছি~ আপনার পোস্ট-বর্ননা দেখে লোভটা আরো বেড়ে গেল~ ধন্যবাদ এমন সুস্বাদু পোস্ট দেয়ার জন্য~
১৩ ই অক্টোবর, ২০১০ সকাল ৯:১২
সত্যচারী বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য
৯| ১৫ ই অক্টোবর, ২০১০ রাত ৯:১১
ফজলুল করিম বলেছেন: আমার যাওয়া নিয়ে শংকায় আছি।
আমার প্লান হচ্ছে ডিসে ১৫ থেকে ২০ = ৫ দিন
যার জন্য যাওয়া তার প্লান হচ্ছে ডিসে ২০ থেকে ২৫ এ সময়টা আমার অফিসের সমস্যা
আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে আমি যদি টিকেট
ডিসেম্বর ২০ থেকে ডিসেম্বর ২৫ বুক করি.........
আমি পাচ্ছি
ডিসেম্বর ২১
ডিসেম্বর ২২
ডিসেম্বর ২৩
ডিসেম্বর ২৪
ডিসেম্বর ২৫ হাফ ডে
আপনার পুর্বের এবং আগামী বর্ণনা অনুযায়ী ৪.৫০ দিন কি পর্যাপ্ত?
না আরও ২ দিন না হলেই নয়...............
প্লিজ একটু বিস্তারিত জানাবেন কারণ অফিস ম্যানেজ করতে হবে।
৫ দিন হয়ে গেল পরবর্তী পোষ্ট কই? বেশী ব্যাস্ত নাকি জনাব
১৬ ই অক্টোবর, ২০১০ সকাল ৭:২৩
সত্যচারী বলেছেন: ৪.৫০ দিন মানে ৪ দিন, হাফ ডে তে আপনি কোথায় ঘুরবেন?? আর ঘুরলেও বেশ তাড়াহুড়া হয়ে যায় না??
ল্যন্কাওয়ী না ঘুরলে ৪ দিন যথেষ্ট বাকীগুলো ঘুরে দেখার জন্য (কে.এল এর কাছাকাছি যায়গা গুলো)
আর যদি ল্যন্কাওয়ী ঘুরতে চান তবে এয়ারপোর্ট থেকে সরাসরি ল্যনকাওয়ী চলে যাওয়া ভাল। এয়ারপোর্ট থেকে সরাসরি ফ্লাইট আছে, ১++ হবে ভাড়া, প্লেনে করে গেলে পুরো ৪টি দিনই আপনি ল্যনকাওয়ী ঘোরার সুযোগ পাবেন, আর বাস বা ট্রেন ধরে গেলে যাওয়া-আসা মিলে ১ দিন জার্নিতেই শেষ। বাকী পাবেন ৩ (আরো বেশীও পেতে পারেন, নির্ভর করবে আপনার ফ্লাইট সিডিউলের উপর) দিন,
তবে আরো দুটো দিন বাড়ালে অনেক যায়গাই ঘুরে দেখতে পারবেন, আসলে ভ্রমন কখনো তাড়াহুড়ো করে হয়না, তাতে সহজেই ক্লান্ত হয়ে পড়বেন।
হাল্কা ব্যস্ততা আছে, তবে শীঘ্রই দিচ্ছি নতুন পোষ্ট।
১০| ১৫ ই অক্টোবর, ২০১০ রাত ৯:১৮
ফজলুল করিম বলেছেন:
এয়ার এশিয়া দেখলাম রিটার্ন টিকেটের চার্জ + সকল চার্জ+ট্যাক্স সহ
৳১৫,১২০/= হচ্ছে
তাহলেতো আমার মনে হচ্ছে ২৫,০০০ টাকাতেই এ ট্রিপ সম্পন্ন করা যাবে। (আপনার বর্ননা অনুযায়ী সকল সুলভ ব্যাবস্থা অনুযায়ী)
বিদ্র: আমার টুইন টাওয়ার কিনার ইচ্ছা নাই
১৬ ই অক্টোবর, ২০১০ সকাল ৭:২৭
সত্যচারী বলেছেন: জ্বী ভায়া,
শুধু পোষ্ট০০৮ বাদে অন্যগুলো ঘুরুন, খরচ ওরকমই লাগবে, তবে পোষ্ট০০৮ ফলো করতে চাইলে আরো ১০-১৫ হাজার বাড়াতে হয় যে
।
১১| ২১ শে অক্টোবর, ২০১০ দুপুর ১:০৫
ফজলুল করিম বলেছেন: পরবর্তী পোষ্ট এত দেরী হচ্ছেযে?
২১ শে অক্টোবর, ২০১০ দুপুর ২:৫৫
সত্যচারী বলেছেন: স্বল্প ব্যাস্ততার মাঝে আছি, ফ্রী হয়েই দিচ্ছি
১২| ২৪ শে অক্টোবর, ২০১০ সকাল ১১:৫৬
আন্ধার রাত বলেছেন: আমি রেডি হচ্ছি ঢাকা-কুয়ালালামপুর-ল্যান্কাওয়াই-কুয়ালালামপুর-ঢাকার জন্য । আমি জানতে চাচ্ছি ল্যান্কাওয়াই থেকে সোজা ঢাকায় ফিরে আসার সুযোগ আছে কিনা, তাহলে আমাকে আর কষ্ট করে ল্যান্কাওয়াই থেকে কুয়ালালামপুর আসার কষ্ট ও সময় অপচয় করতে হবেনা, ল্যান্কাওয়াই একটু বেশি সময় পাবো।
আরো পোষ্টের অপেক্ষায় চাতক হয়ে আছি।
২৪ শে অক্টোবর, ২০১০ দুপুর ১:০২
সত্যচারী বলেছেন: ল্যন্কাওয়ী থেকে সোজা ঢাকা ফেরার কোন ব্যবস্থা নেই, আপনাকে কুয়ালালুমপুর আসতেই হবে,
তবে সময় বাচাতে চাইলে ল্যান্কাওয়ী থেকে এয়ার এশিয়া সহ কিছু ডোমেস্টিক বিমান ফ্লাই করে, সেগুলো ধরেও আসতে পারেন, সকালের/দুপুরের ফ্লাইট ধরে কে.এল এয়ারপোর্টে এলেন, তার পর বিকালের ফ্লাইট ধরে ঢাকা।
আর আসলে এই ধারাবাহিকের শুরুতে অসংখ্য টপিকস মাথায় ছিল লেখার জন্য, কিন্তু এখন কিছুই মনে করতে পারছিনা, তাই কোন টপিক্সের উপর লিখব বুঝে উঠতে পারছিনা।
ভাবছি কেনা-কাটার উপর একটা পোষ্ট দিয়েই শেষ করে দিব, আর এই ধারাবাহিকের বাইরে অন্য কিছু জানতে চাইলে আমাকে সরাসরি জিগ্গেস করতে পারেন.............. কি বলেন??
১৩| ২৫ শে অক্টোবর, ২০১০ সকাল ১১:৪৫
পাখা বলেছেন: ভাই সপিং ( কেনা-কাটার) উপর একটা পোষ্ট দিয়েন প্লীজ..
কে এল এর কোন মল গুলোতে ডিস্কান্ট চলে ও সস্তা বিভিন্ন দ্রব্য পাওয়া যায়
আর ইলেট্রনিকস জিনিসের মা্র্কেট কোথায়...
কারন বিদেশ গেলে বিভিন্ন জনের জন্য গিফট আন্তে হবে??
ভালো থাকাবেন..
২৫ শে অক্টোবর, ২০১০ দুপুর ১:০৬
সত্যচারী বলেছেন: জ্বি, উপরের কমেন্টে সেটাই বলেছি,
ইনশাল্লাহ খুব শীঘ্রই দেব
১৪| ২৫ শে অক্টোবর, ২০১০ সকাল ১১:৫৭
সুবিদ্ বলেছেন: চমৎকার সিরিজ...
অনেক ধন্যবাদ শেয়ারের জন্য।
জানিনা ঠিক কবে নাগাদ যাওয়া হয়ে উঠবে, তবে যাওয়ার আগে অবশ্যই আপনাকে 'নক' করবো
শুভকামনা...
২৫ শে অক্টোবর, ২০১০ দুপুর ১:০৮
সত্যচারী বলেছেন: জানেন না কেন??
খুব অল্প খরচে কিভাবে ঘুরে যাবেন তা এই পোষ্টেই তো আছে, তবে ব্যাস্ততা থাকলে অন্য কথা,
যাই হোক বেড়াতে এলে এই অধমকে স্মরন করলে খুশি হব
১৫| ২৫ শে অক্টোবর, ২০১০ দুপুর ১২:৩৩
কুন্তল_এ বলেছেন: অত্যন্ত তথ্যবহুল সিরিজ। আমার মত ভ্রমণপিপাসুর খুব কাজে লাগবে। অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন এবং লিখতে থাকুন প্লিজ।
২৫ শে অক্টোবর, ২০১০ দুপুর ১:০৯
সত্যচারী বলেছেন: কুন্তল_এ এর মত ভ্রমনপিপাসুদের কাজে লাগবে....খুব ভাল লাগল শুনে,
অনেক ধন্যবাদ
১৬| ২৭ শে অক্টোবর, ২০১০ সকাল ১১:২০
আন্ধার রাত বলেছেন: ১. ভাইয়া ডিসেম্বরে কে এল, গ্যান্টিং, পোর্ট ডিকসন এবং ল্যান্কাওয়াই এর আবহাওয়া কেমন থাকে, আমরা কি ধরনের জামা-কাপড় আনলে ভাল হবে?
২. ইমিগ্রেশনে দেখানর জন্য প্রতি পাসপোর্টে জনপ্রতি কত ডলার এনডোর্স করাতে হবে? এনডোর্স করা কি বাধ্যতামূলক? নাকি এনডোর্স না করে শুধু ডলার সাথে রাখলেই হবে?
৩. আমি যদি ডলার না রেখে রিংগিত সংগে রাখি তাহলে কি ঠিক হবে?
৪. বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় বৈধভাবে কত রিংগিত পর্যন্ত সাথে রাখা যায় বা নেয়া যায়? (ইমিগ্রেশনের নিয়মানুযায়ী)
৫. এয়ার এশিয়া কে এল সময় রাত ১১/১২ টায় সম্ভবতঃ পৌঁছায়। তারপর ইমিগ্রেশনে চলে যাবে আরো ১ ঘন্টা সময়। সব কিছু শেষ করে হয়তো রাত ১/২টা হতে পারে। তখন কে এল যাওয়ার জন্য এয়ারপোর্টে বাস পাওয়া যাবে?
কে এল সেন্ট্রাল থেকে এল আর টি ট্রেন দিয়ে পাসার সেনি যাওয়ার জন্য এল আর টি ট্রেন এতো রাতে চালু থাকে? তারপর পাসার সেনিতে পছন্দসই হোটেল এর খোঁজ পাওয়া যাবে নাকি বেশি রাত হলে আমরা এয়ারপোর্টে বসে বসে রাত কাটালে ভাল বা নিরাপদ হবে?
৬. মালয়েশিয়ার কোন আবাসিক হোটেলে বিদেশী হিসাবে কি আমাদের পাসপোর্টের ফটোকপি রাখতে চাইবে?
৭. কে এল এয়ারপোর্টে কি মোবাইল সীম পাওয়া যাবে বা সীম কি সহজলভ্য? সীম কিনতে আমাদের দেশের মত কোন নিয়ম আছে?
৮. মালয়েশিয়া অবস্হানের দিন বাড়াতে/কমাতে হলে টিকেট পাসপোর্ট নিয়ে কোন্ ধরনের এজেন্সীতে যেতে হবে? এই এজেন্সীকে মালয়ী ভাষায় কি বলে?
৯. কুয়ালালামপুর শহর ঘুরে দেখার জন্য টুরিষ্টদের ইউরোপের মত খোলা ছাদওয়ালা কোন বাস থাকে? থাকলে কোথা থেকে উঠতে হয়?
১০. যদি পেনাং বা ল্যান্কাওয়াই সী বিচ যাই তবে পোর্ট ডিকসন গিয়ে সময় নষ্ট করা ঠিক হবে? নাকি পোর্ট ডিকসনের স্বাদ আলাদা?
১১. গ্যান্টিং হাইল্যান্ড মনে হয় পুরো ২৪ ঘন্টাই খেয়ে ফেলবে। সেক্ষেত্রে কে এল হোটেল ছেড়ে গ্যান্টিং যেয়ে কোন হোটেলে উঠা ভাল হবে? গ্যান্টিং এ হোটেল ভাড়া কেমন হতে পারে? গ্যান্টিং ১ দিন থাকার পর আবার কে এল ফিরে এসে নতুন করে হোটেল ভাড়া করবো না যে হোটেলে ছিলাম ওটাই ভাড়া ধরে রাখা যুক্তিসংগত হবে? একলা হলে সমস্যা ছিলনা। কিন্তু ৩/৪ জন মানুষ + বোচকা-বোচকি+খালি পেট নিয়ে হোটেল খোঁজা ঝামেলার কথা চিন্তা করে বলছি।
ঈশ রে ! আপনাকে প্রশ্ন করে ভাসিয়ে দিয়েছি। আমি জানি না আপনি বিরক্ত হচ্ছেন কিনা। প্লীজ বিরক্ত হবেন না আপনিই তো সুন্দর সুন্দর পোস্ট দিয়ে আমাদের উস্কাইলেন
ধন্যবাদ আর ভাল থাকুন।
১৭| ২৭ শে অক্টোবর, ২০১০ দুপুর ১:২৫
সত্যচারী বলেছেন: ভাল প্রশ্ন করেছেন, একে একে সেগুলোর উত্তর দিতে চেষ্টা করছি : : : :
১. মালয়েশিয়ার আবহাওয়া নিয়ে চিন্তার কিছুই নেই। এক সিজনের দেশ। তবে গ্যন্টিং বা ল্যান্কাওয়ীর কিছু যায়গা আছে প্রচন্ড শীত, সেক্ষেত্রে কিছু শীতের (হালকা জ্যাকেট টাইপের) কাপড় নিয়ে এলেই হল।
২.ইমিগ্রেশনে দেখানোর জন্য জনপ্রতি ৩৫০-৫০০ ডলার শো করলে আর কোন সমস্যা হয়না। তবে যদি ফ্যামিলি নিয়ে আসেন, তবে টোটাল ৫-৭০০ ডলার শো করলেই হল, এর চেয়ে কম করলে এন্ট্রি নিয়ে সমস্যা হতে পারে, তবে সাথে বাচ্চা-কাচ্চা থাকলে অতটা সমস্যা করেনা, আর এনড্রোস বাধ্যতামূলক নয়, ক্যাশ আনাই ভাল।
৩. সাথে রিংগিত রাখাই সর্বোত্তম পন্থা, কারন দেশ থেকে ডলার করা, তারপর এখানে ডলার ভাগিয়ে রিংগিত করা, অনেকগুলো টাকা লোকসান হয়ে যাবে। সরাসরি রিংগিত করা আনা ভাল নয় কি??
৪.ইমি. নিয়মঅনুযায়ী তেমন কোন বাধা নেই, তবে ৩-৪ জনের ভ্রমনের জন্য যদি আপনি ৫০ লাখ টাকা নিয়ে আসেন, সেক্ষেত্রে সমস্যা হতে পারে বৈকি।
৫. সঠিক সলয়ে এয়ার এশিয়া এসে পৌছুলে কোন সমস্যা নেই, এখানে হোটেলগুলো ১২ টা অব্দি (কিছু কিছু হোটেল ২৪ ঘন্টা) খোলা থাকে,যদি কোন কারনে এয়ার এশিয়া ডিলে করে বা ইমিতে কোন কারনে দেরী হয়, তবে অত রাতে রাস্তায় রাস্তায় হেটে হোটেল খুজে বেড়ান খুব বেশী সুবিধার হবে বলে মনে হয়না।
এয়ারপোর্ট থেকে রাত ৩-৪ টা অব্দি বাস যাতায়াত করে, আর সেন্ট্রাল থেকে ট্রেন পাসার সেনি রাত ১০টায় বন্ধ হয়ে যায়। সো আপনি চাইলে এয়ার পোর্টে বা কে.এল সেন্ট্রালে এসে সকাল অব্দি অপেক্ষা করতে পারেন, দু জায়গাতেই(ভেতরে) ১০০% নিরাপদ।
৬. পাসপোর্টের ফটোকপি রাখলে আপনার সমস্যা কি?? আপনি কি অপরাধী নাকি সে ভয় পাবেন
?? কোথায় ফটোকপি রাখেনা, তবে আপনার ইনফো তো অবশ্যই রাখবে, (দেশ থেকে সবার পাসপোর্ট ৩ সেট ফটোকপি নিয়ে আসবেন, এবং কিছু ছবি, কারন অনেক ক্ষেত্রেই লাগে, তখ কপি মেশিন খুজাখুজি ঝামেলা)
৭.এয়ারপোর্টে সীম পাওয়া যাবে, সীম কেনা সহজলভ্য, সেক্ষেত্রে পাসপোর্টের কপি (১ম,২য়, এবং ভিসা পেজ) এবং ছবি লাগবে।
৮. থাকার দিন বাড়াতে হলে যেকোন ট্রাভেল এজেন্সীতে যোগাযোগ করতে পারেন, তবে সাধারানত এজেন্সীতে না যাওয়াই ভাল, আপনি ইচ্ছা করলে ১ মাস আপনার ভিসার মেয়াদ বাড়াতে পারেন, সেক্ষেত্রে আপনি সোজা চলে যাবেন পুত্রাজায়া ইমিগ্রেশন, সেখানে ভিসার মেয়াদ বাড়াতে পারবেন ফ্রী, সাথে পুত্রাজায়া শহরটাও ঘুরে দেখে আসবেন।
৯. অবশ্যই আছে, তবে পুরোপুরি ছাদ খোলা নয়, পেছনে একটু খানি লেজ খোলা থাকে, মানে দোতলার অর্ধেকটা খোলা আর অর্ধেকটা কাভারড। সেটা আপনি পুডুরায়ার কাছাকাছি পাবেন, তবে সেধরনের বাস এখানে তেমন এভেইলেবল না। কদাচিৎ দেখা মেলে, আপনি চাইলে আমি ঠিকানা যোগাড় করার চেষ্টা করব।
১০. সব জায়গার স্বাদই আলাদা-আলাদা, তবে পেনাং ল্যান্কাওয়ীর তুলনায় কম, পেনাং বা ল্যান্কাওয়ী গেলে পোর্ট ডিকসন গিয়ে সময় অপচয় করবার মানে হয় না (আপনি ঘুরে দেখতে চাইলে অন্য কথা)
১১. গ্যান্টিং গেলে হোটেল ভাড়া ২৫০-৫০০ রিংগিত হতে পারে। তবে ২৪ ঘন্টা যাবে কে বলল?? আপনি ভোরে ভোরে রওয়ানা দেবেন, রাতে ৮-৯টার দিকে ফিরে আসবেন (রাইড না করলে ৫-৬ ঘন্টায় সব দেখে শেষ করে ফেলতে পারবেন), বিকেলেও ফিরে আসতে পারেন। সেটা নির্ভর করবে আপনার উপর, তবে যদি রাতে গ্যাম্বলিং করার শখ থাকে তো অন্য ব্যাপার
, সেক্ষেত্রে আলাদা করে হোটেল ভাড়া করার দরকার নেই, পুরোনো হোটেলে ফিরে যাওয়াই শ্রেয়।
বিরক্ত হব কেন?? আমি মালয়েশিয়ায় আছি, আমার মাধ্যমে যদি কোন স্বদেশীর মালয়েশিয়া ভ্রমনে এতটুকু উপকার না হয়, তবে এই হাজার ক্রোশ দুরে থাকার স্বার্থকতা কোথায়??
আশা করি অন্য কোন বিষয়ে সমস্যা হলে জানাতে কার্পন্য করবেন না, যতটুকু জানি তা দিয়েই না হয় সাহায্য করার চেষ্টা করব।
১৮| ২৭ শে অক্টোবর, ২০১০ বিকাল ৩:৫১
ফজলুল করিম বলেছেন: অনেক কিছু জানলাম।
ধন্যবাদ আন্ধার রাত ও সত্যচারী।
আমার যাওয়ার সম্ভাবনা ক্ষীণ
২৮ শে অক্টোবর, ২০১০ সকাল ৭:১০
সত্যচারী বলেছেন: কন কি??................শুইনা দুঃখ পাইলাম,
তয় চান্স পাইলে মিস কইরেন না কইলাম।
১৯| ২৭ শে অক্টোবর, ২০১০ বিকাল ৩:৫৯
স্বপ্নশিকারী বলেছেন: আমার প্রিয় বীচ লাংকা্য়্যী।
২৮ শে অক্টোবর, ২০১০ সকাল ৭:১৩
সত্যচারী বলেছেন: আমারো, তবে নিরিবিলি সময় কাটাতে হলে পেনাং বীচ ভাল পছন্দ। আর মাত্র ৬০-৭০ রিংগিতে সাগর পাড়ের কটেজগুলোতে রাতে খুব মজা করা যায় (যদি সবাই ব্যাচালর হয়, ফ্যামিলী নিয়া গেলেও অনেক মজা)। তবে ল্যান্কাওয়ী আমার ভাল লাগে স্পেশালী স্কাই ব্রীজ আর আন্ডারওয়াটার ওয়ার্ল্ডের জন্য।
২০| ০১ লা নভেম্বর, ২০১০ দুপুর ২:১২
এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: পরের পর্বের অভাবে দম অাটকে এলো যে !
০১ লা নভেম্বর, ২০১০ বিকাল ৩:২১
সত্যচারী বলেছেন: আর একটা পর্ব দিয়েই শেষ করার আশা করেছিলাম,
ব্যাস্ততার কারনে ওই পর্বটা না লিখতে পেরে আমারো দম আটকে আসছে যেন............ধন্যবাদ কামাল ভাই
২১| ০১ লা নভেম্বর, ২০১০ রাত ১১:২১
আন্ধার রাত বলেছেন: ২/৩ দিন সময় বাড়ানোর জন্য স্হানীয় ট্র্যাভেলস এজেন্সী কি উপযুক্ত নয়? কত ফি নিতে পারে?
২২| ০২ রা নভেম্বর, ২০১০ সকাল ৭:২৫
সত্যচারী বলেছেন: কত ফি নিতে পারে তা সঠিক জানা নেই,
তবে ইমিগ্রেশন থেকে আপনি ফ্রী করে নিতে পারেন, ২/৩ দিন অথবা সর্বোচ্চ ১ মাস মেয়াদ বাড়ানো যায়।
২৩| ০২ রা নভেম্বর, ২০১০ সকাল ৮:২৩
আন্ধার রাত বলেছেন: পুত্রজায়ার একটু বর্ণনা জানতে চাই। আপনার "শপিং" বিষয়ক পোষ্টের অপেক্ষা করছি।
০২ রা নভেম্বর, ২০১০ সকাল ৯:০৮
সত্যচারী বলেছেন: ভাই, পোষ্ট লেখার মত সময় করে উঠতে পারছিনা, তবে আপনার আসার আগেই দিয়ে দিব ইনশাল্লাহ
২৪| ০৩ রা নভেম্বর, ২০১০ সকাল ১১:৩৯
আন্ধার রাত বলেছেন: আজকে একটা খবর শুনলাম যে মালয়েশিয়ায় নাকি তামিলরা বাঙ্গালীদের ছিনতাই করে বেশি। কিছু না পেলে সাকি আহতও করে যায়। তামিলরা নাকি বেশি ছিনতাই করে পাবলিক বাসে। তাদের শরীর স্বাস্হ্য ভাল থাকায় কেউ তেমন প্রতিরোধও করতে সাহস পায় না। মালয় পুলিশও নাকি বাঙ্গালীদের পাত্তা দেয় না।
আমার মনে ভয় ঢুকে গেল ফ্যামিলি নিয়ে যদি কোন নাজুক পরিস্হিতির শিকার হই ! পাসপোর্ট, টাকা পয়সা কেড়ে নিলে তো অথই সাগরে পড়বো।
আচ্ছা আইন-শৃঙ্খলা কি বাংলাদেশের মত না আরো খারাপ?
আপনি একটা জুৎসই পরামর্শ দেন যে কোন্ কোন্ ক্ষেত্রে বা কি ধরনের ব্যাপার এড়িয়ে চলতে হবে। মনে বেশ টেনশন ঢুকে গেল। বেড়াতে যাওয়ার মনকে যদি আতন্ক ঘিরে রাখে তাহলে তো মহা প্রবলেম বৈকি।
আচ্ছা মালয়েশিয়া থেকে তো সিংগাপুর যেতে হলে বর্ডারে স্পট ভিসা দেয় না বাঙ্গালী দেখলে পত্রপাঠ বিদেয় করে দেয়। ফ্যামিলি দেখলে হয়তো পত্রপাঠ করে খামে ভরে দিতে পারে। আপনি একটু সময় থাকলে বয়ান দিন না।
২৫| ০৩ রা নভেম্বর, ২০১০ দুপুর ১২:৫৩
সত্যচারী বলেছেন: আপনাকে উটকো খবরটা দিলো কে?? যেই দিয়েছে, সে হয়ত কারো কাছ থেকে শুনেছে (চিলে কান নেয়ার মত), আর নয়ত সে জীবনে মালয়েশিয়ায়ই আসেনি।
যাই হোক, প্রতি বছর মালয়েশিয়া লক্ষ সাদা চামড়া বেড়াতে আসে, তাদের কেউ হাইজ্যাক না করলে আপনাকেও করবেনা, তবে হাইজ্যাকের ঘটনা যে ঘটছেনা,তাও একেবারেই না, সাধারনত গ্রামান্চল বা পাম বাগানের দেকে এগুলো হয়ে থকে, শহরেও মাঝে মাঝে হয়, বিশ্বের সব দেশেই হয়ে থাকে। মালয়েশিয়ার টুরিষ্ট স্পট গুলোতে ওসব নেই।
মালয়েশিয়ার প্রতিরক্ষা ব্যাবস্থা বাংলাদেশের সাথে কোন ক্রমেই তুলনাযোগ্য নহে।
সম্ভব হলে টাকা পয়সা খুব বেশী সাথে না রাখাই ভাল। হোটেলে বা অন্য কোথাও রাখতে পারেন। সম্ভব হলে চিপা গলিতে না ঢুকাই শ্রেয়।
এটা সত্য বাংগালীরদের এদেশের পুলিশ পাত্তা দেয়না, সেটাও আমাদেরই কারনে। তবে ছাত্র / টুরিষ্টদের পাত্তা না দিয়ে যাবে কোথায়??
আসলে মালয়েশিয়া যারা জিবীকার কারনে আসে তারা বেশীর ভাগই অশিক্ষিত, গ্রাম্য চাষা শ্রেনীর মানুষ। দেশে যেমন সরল জীবন যাপন করত, এখানে এসেও তার ব্যতিক্রম হয়নি, চকচকে জামা আর তেল চটচটে মাথায় কেউ যদি পাংকু মেরে রাস্তায় বের হয়, পুলিশ বুঝে নেয় এটাই তো মুরগী, যাই হোক সে কথা, বুঝলেন তো??
ভ্রমন নিয়ে টেনশনের কিছু নেই, লক্ষ লক্ষ মানুষ বিভিন্ন দেশ থেকে ঘুরতে আসছে এদেশে।
সিংগাপুর যেতে ওই একি কথা। আসলে সব দেশেই যারা টুরিষ্ট সেজে কাজের উদ্দেশ্যে যায়, তাদের প্রথম দেখেই চেনা যায়। তারা বিভিন্ন সমস্যায় পড়ে। আপনার সব কিছু ঠিকঠাক থাকলে বাংলাদেশ ইমিগ্রেশন ছাড়া কোথাও সমস্যা হওয়ার কথা নয়।
ভালো থাকবেন
২৬| ০৪ ঠা নভেম্বর, ২০১০ সকাল ১০:২৮
আন্ধার রাত বলেছেন: আহ্ আরাম পেলাম আপনার কথা শুনে। অসংখ্য ধন্যবাদ।
২৭| ০৪ ঠা নভেম্বর, ২০১০ সকাল ১০:২৯
আন্ধার রাত বলেছেন: আহ্ আরাম পেলাম আপনার কথা শুনে। অসংখ্য ধন্যবাদ।
২৮| ০৫ ই নভেম্বর, ২০১০ রাত ১০:৫৬
ফজলুল করিম বলেছেন:
আন্ধার রাত ভাই,
আমার যাওয়ার যে ক্ষীণ সম্তাবনা ছিল, তা আপনার মন্তেব্যর পড়ে এ্যাটোম বোমার মতো রিয়েকশন হয়েছিল।
ধন্যবাদ সত্যচারীকে যে ক্ষীণ সম্তাবনা বজায় রাখার জন্য
২৯| ০৮ ই নভেম্বর, ২০১০ সকাল ১০:১৫
আন্ধার রাত বলেছেন: ফজলুল করিম ভাই, ডরাইবেন না আর ক্ষীণ সম্ভাবনাকে স্হূল সম্ভাবনায় পরিনত করুন।
সত্যচারী ভাই আছে না!
৩০| ১৯ শে নভেম্বর, ২০১০ রাত ৮:০৬
আন্ধার রাত বলেছেন: সত্যচারী ভাই আপনি কোথায়? চায়না টাউন/পিতালী ষ্ট্রিট/জালান আলর ইত্যাদি ইত্যাদির বর্ণনা দেন। হঠাৎ করে ঠান্ডা হয়ে গেলেন কেন? কেউ কিছু বলেছে নাকি?
পাসার সেনির কয়েকটি ৬০/৭০ রিংগিতের মধ্যে হোটেলের নাম-ধাম দেয়া সম্ভব?
২০ শে নভেম্বর, ২০১০ সকাল ৭:৫৬
সত্যচারী বলেছেন: না ভাই, খুব শীঘ্রই শপিং এর উপর একটা পোষ্ট দিয়ে দেব ইনশাল্লাহ, পাসার সেনীর দু-একটা হোটেল বাদে সবগুলোই ৬০-১০০ রিংগিতের মধ্যে।
৩১| ২০ শে নভেম্বর, ২০১০ রাত ১২:৪৩
ফজলুল করিম বলেছেন:
হ আপনি গেলেন কই। আজ নভেম্বরের ২০
যদি যাই তাবে হাতে বেশী সময় নাই।
২০ শে নভেম্বর, ২০১০ সকাল ৭:৫৭
সত্যচারী বলেছেন: হিরো মার্কা ছবি করিম ভাই, সেরাম লাগতাসে..........।
ইনশাল্লাহ শীঘ্রই নতুন পোষ্ট ছারতাসি
৩২| ২০ শে নভেম্বর, ২০১০ সকাল ১০:২২
ফজলুল করিম বলেছেন: মালোয়েশিয়া যাওনের আগে হিরোর ট্রাই মারতাছি
তবে একটা মালোয়েশিয়ান হিরোয়িন থাকলে খারাপ হইতো না
৩৩| ২০ শে নভেম্বর, ২০১০ দুপুর ১২:২০
আন্ধার রাত বলেছেন: শুনেছি মালয় টু সিংগাপুর বাসে ৩ ঘন্টার রাস্তা। সবুজ পাসপোর্ট নিয়া সারাদিনের জন্য যাওয়া যায়? স্পট ভিসা দেয় না চোখ রাঙিয়ে বিদেয় করে দেয়?
২০ শে নভেম্বর, ২০১০ বিকাল ৪:১৮
সত্যচারী বলেছেন: ডকুমেন্ট সব ঠিক থাকলে কোথাও কোন অসুবিধা হওয়ার কথা না, তবে সবচেয়ে ভাল হয় আপনি যদি বাংলাদেশ থেকে সিংগাপুরের ভিসা নিয়ে আসেন তো। ঝামেলাহীন
৩৪| ২০ শে নভেম্বর, ২০১০ রাত ১০:১৫
ফজলুল করিম বলেছেন: আমি চীনে সেনজিন-্ে এক দোকান পেযেছিলাম, যাই কিনি দাম ২ আরএমবি।
এ রকমের দোকান ভালো অল্প টাকায়, আনেককে গিফট দেয়া যায়।
আমার আবার ছেলে, মেয়ে, ভাতিজি, ভাতিজা, ভাগনা, ভাগনি, ভাই বোন, ভারীর সংখ্যা বেশী
২১ শে নভেম্বর, ২০১০ সকাল ৮:১৯
সত্যচারী বলেছেন: এরকম দোকান এখানেও আছে, যাই কিনবেন আর.এম ২ । কিন্তু কোয়ালিটি মনে হয় খারাপ??
৩৫| ২২ শে নভেম্বর, ২০১০ সকাল ১১:৫০
ফজলুল করিম বলেছেন:
আরেকটি আবদার
আপনার পোষ্টগুলোতে(১-৮) আমারা কোথায় কোথায় যাচ্ছি তা যদি এই মেপে দেখানো যেত, তাহলে আমাদের ভ্রমন আরও প্লান মাফিক হতো।
কি আর করা বাঙ্গালী, খাইতে দিলে শুইতে চায়, এ রকমের আবদার আরকি
২২ শে নভেম্বর, ২০১০ দুপুর ২:২৫
সত্যচারী বলেছেন: ম্যাপে কিভাবে দ্যাখালে খুশী হন?? ম্যাপের যায়গার নাম উল্ল্যেখ করে দিলে হবেতো??
৩৬| ২২ শে নভেম্বর, ২০১০ দুপুর ১২:৫৩
আন্ধার রাত বলেছেন:
৩১শে ডিসেম্বর রাতে পেট্রনাসের গুড়ায় কোন মৌজ হয় নাকি?
২২ শে নভেম্বর, ২০১০ দুপুর ২:২৮
সত্যচারী বলেছেন: ৩১ ডিসেম্বর রাতে প্রায় কে.এল এর অনেক গুলো স্পটেই মঅুজ-মাস্তি হয়, ক্লাব গুলোতে হয় চরম মৌজ, তবে ফ্রীতে মৌজ করতে পেট্রোনাসের গুড়া খারাপ না, কনসার্ট-টনসার্ট হয় আর কি,
আর ফ্রীতে বুকিত-বিনতাং এলাকায় প্রচুর মাস্তি হয়
৩৭| ২৪ শে নভেম্বর, ২০১০ রাত ৯:২০
ফজলুল করিম বলেছেন: আন্ধার রাত এ কি তথ্য দিলো?
আফসুস কোন ভাবেই ৩১ ডিসেম্বর পর্যন্ত থাকা যাবে না
২৫ শে নভেম্বর, ২০১০ সকাল ৭:২২
সত্যচারী বলেছেন: মিস করলেন
৩৮| ২৪ শে নভেম্বর, ২০১০ রাত ১০:২০
ফজলুল করিম বলেছেন: প্রয়োজনে একই ছবি বারবার পোষ্ট করে আপনার পোষ্ট লনুযায়ী বর্ণনা দিতে পারবেন, যেমন আমি গাইড ৮ ও ৮ উল্লেখ করেছি। আপনি আরও ডিটেইল দিতে পারবেন কারণ আপনার সব জানা।
২৫ শে নভেম্বর, ২০১০ সকাল ৭:২৭
সত্যচারী বলেছেন: ধন্যবাদ করিম ভাই, আপাতত আমার কাছে স্ক্যানার নেই। কয়েকদিন লাগবে, ওটা হাতে পেলেই দিয়ে দেব
৩৯| ২৫ শে নভেম্বর, ২০১০ বিকাল ৫:৩৩
ফজলুল করিম বলেছেন: স্ক্যানারের দরকার কেন বুঝলাম না।
ছবিটি কপি করে সেইভ এস দিয়ে দিয়ে
মালয়েশিয়া ভ্রমণ গাইড - ০০২
মালয়েশিয়া ভ্রমণ গাইড - ০০৩
মালয়েশিয়া ভ্রমণ গাইড - ০০৪
মালয়েশিয়া ভ্রমণ গাইড - ০০৫
মালয়েশিয়া ভ্রমণ গাইড - ০০৬
মালয়েশিয়া ভ্রমণ গাইড - ০০৭
মালয়েশিয়া ভ্রমণ গাইড - ০০৮
ফাইল বানালেই হলো।
২৭ শে নভেম্বর, ২০১০ সকাল ৭:৪০
সত্যচারী বলেছেন: তাতো বুঝলাম, কিন্তু দাগ দেয়ার ব্যাপারটা?? জায়গাগুলো চিহ্নিত করব কিভাবে?
৪০| ২৭ শে নভেম্বর, ২০১০ বিকাল ৩:১৪
ফজলুল করিম বলেছেন: আমি যেভাবে করেছি
Start>Program>Accessories>Paint.
আমি উপরে যে ছেবিটি দিয়েছি সেটএক কপি করি যে কোনা প্রগ্রামেরর মাধ্যমে দেখুন
আমি ২টি জায়গা হাইলাইট করিছি। র
৪১| ২৮ শে নভেম্বর, ২০১০ সকাল ৭:০৬
সত্যচারী বলেছেন: ওকে বস, দিয়া দিমুনে,
আইতাসেন কবে??
৪২| ২৯ শে নভেম্বর, ২০১০ দুপুর ২:১৭
ফজলুল করিম বলেছেন:
কেন জানি খালিই প্যাচগি লাগতাছে আমার মালয়েশিয়ার যাওয়ার ব্যাপারে।
যে মামা আমারে নিয়ে যাবে, তিনি আমেরিকায় এখন হসপিটালাইস
উনার বাংলাদেশে আসার কথা ছিল ডিসে-১০ এবং মালেয়েশিয়ায় ডিসে-১৮
জানিনা এখন কি পরিকল্পনা হয়
২৯ শে নভেম্বর, ২০১০ বিকাল ৩:৪৪
সত্যচারী বলেছেন: আহহারে............ :-< :-< :-< :-<
৪৩| ৩০ শে নভেম্বর, ২০১০ বিকাল ৩:০২
ফজলুল করিম বলেছেন: মালয়েশিয়ার যাওয়ার ব্যৗপারে
প্লান যখন করেছি
প্লান আরও করবো,
তবুও মালয়েশিয়ায় একদিন ল্যান্ড করবো ইনশাল্লাহ
৩০ শে নভেম্বর, ২০১০ বিকাল ৪:১৪
সত্যচারী বলেছেন: ছুম্মা আমিন
৪৪| ০৫ ই ডিসেম্বর, ২০১০ বিকাল ৩:১৮
ফজলুল করিম বলেছেন:
এই ছবিটা কি মালায়েশিয়ার? এখানে জুমার নামাজ পড়তে চাই। এটা কোথায়, মসজিদ জামেক এর আশেপাশে?
৪৫| ০৫ ই ডিসেম্বর, ২০১০ বিকাল ৩:২০
ফজলুল করিম বলেছেন:
০৫ ই ডিসেম্বর, ২০১০ বিকাল ৩:৩৯
সত্যচারী বলেছেন: আহহারে কি সোন্দর মসজিদ, জুম্মার নামাজ পড়লে কইলজা ঠান্ডা হইব
আমার কোন ভুল না হইলে মসজিদটা পুত্রাজায়ায়। সত্যই সৌন্দর্য। শুধু ঐখানের আশে পাশেই ঘুরতে লাগব ১ দিন। যাইতে চাইলে সোজা বাসে উইঠা যাইবেন। কোতারায়া মে ব্যাংকের বড় বিল্ডিংটার সামনে রাস্তার অজিট পাশ থেকে বাস ছাড়ে (মেট্রো বাস), বাস নাম্বার মনে করতে পারছিনা। জনপ্রতি ৩ রিংগিত ভাড়া নিবো। প্রধানমন্ত্রীর বাড়ী, সংসদ ভবন, আরো বহূ দর্শনীয় স্থান আছে এক-দুই কিলোমিটারের মাঝে।
৪৬| ০৬ ই ডিসেম্বর, ২০১০ সকাল ১১:৩৭
ফজলুল করিম বলেছেন: ১ম দিন মসজিদ জামেক না থেকে কেলসিসি থাকা যায় না? কারণ আমরা রাত ১টা/২টায় পৌছাবো এবং পরদিন সকাল সকাল কেলসিসি যাবো, তাহলে কেএলসিসি তেই থাকা যায়। কেলসিসি কি এয়ারপোর্ট ও সেন্ট্রালের মধ্যে পড়ে?
০৬ ই ডিসেম্বর, ২০১০ দুপুর ১:৪৮
সত্যচারী বলেছেন: কেএলসিসি কেএল এর ভেতরেই, তবে এয়ার পোর্ট ও সেন্ট্রালের মধ্যে পড়ে না, আর অত রাতে আপনি কেএল সিসি গিয়ে কি করবেন?? আর মনে হয়না রাত ১টা ২ টা লাগবে,
আপনার ফ্লাই কয়টায়??
৪৭| ০৮ ই ডিসেম্বর, ২০১০ বিকাল ৫:৩৫
ফজলুল করিম বলেছেন:
টিকেট করবো আগামীকাল ।
++
পর্যটকদের আকর্ষণ করতে কুয়ালালামপুর কনভেনশন সেন্টারে গড়ে তোলা হয়েছে ‘অ্যাকুরিয়া কেএলসিসি’। বিশ্বের বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করা জীবন্ত মাছ রাখা হয়েছে এখানে স্থাপন করা অ্যাকুরিয়ামে। টাইগার শার্কও রয়েছে এখানে। রয়েছে ব্যাঙ, সাপসহ বিভিন্ন প্রজাতির জীব। ৯০ মিটার লম্বা টানেল রয়েছে, যার ভেতর দিয়ে পর্যটকেরা হেঁটে বা চলন্ত সিঁড়ি দিয়ে চলাচল করতে পারে। টানেলের মাথার ওপর হাঙর ভেসে চলছে, ডানে-বাঁয়ে সব সামুদ্রিক মাছ।
++
উপরের অংশটি একটি সাইটে পেলাম।
০১. এই আকুরিয়ামটিকি ল্যন্কাওয়ী আন্ডারোয়াল্ড থেকে ছোট ?
০২. ল্যন্কাওয়ী যেতে হলে নাকি আমাকে পেনাং যেতেই হবে........?
০৩. বন গবেষনা কেন্দ্র, কেনাপি ওয়াকওয়ে কি কাছাকাছি একই জায়গা?
০৪. বন গবেষনা কেন্দ্র , কেনাপি ওয়াকওয়ের রাস্তা কি ল্যন্কাওয়ীর দিকে?
০৫. আমকে কি পাসার সেনির হোটল চ্যাঞ্জ করতে হবে ল্যন্কাওয়ীর যাবার আগ পর্যন্ত?
০৯ ই ডিসেম্বর, ২০১০ সকাল ৭:২৪
সত্যচারী বলেছেন: ১. অবশ্যই ল্যান্কাওয়ী থেকে ছোট।
২. ঢাকা থেকে চট্রগ্রাম যেতে হলে তো ফেনীর উপর দিয়ে যেতে হয়, তখন ফেনীতে না থামলেও চলে। অনেকটা ওরকমই।
৩. দুটো একিই জায়গায়
৪. কেনাপি ওয়াক কেএল এর ভেতরে, সুন্গাই কান্চিং ঝহরনার কাছাকাছি।
৫. বিশেষ কোন অসুবিধা না থাকলে হোটেল চেন্জ করার কারন দেখছিনাতো।
৪৮| ০৯ ই ডিসেম্বর, ২০১০ রাত ১২:৪৫
ফজলুল করিম বলেছেন:
বড়ভাই
দেখেনতো প্নানটা ঠিক আছেকিনা?
পাসার সেনির যে কোন হোটেলে ১৭ তারিখ চে ইন এবং ১৯ তারিখ চেক আউট
১৭ তারিখ : টুইন টাওয়ার সকাল থেকে দুপুর
১৭ তারিখ : পুত্রাজায়া দুপুর থেকে বিকেল/রাত । (মেইনলি শুক্রবারের নামাজটা পড়ার জন্য)
১৮ তারিখ : গ্যান্টিং হাইল্যান্ড
১৯ তারিখ : কে এল টাওয়ার / বাতু কেভস / রাওয়াং টেম্পল পার্ক/ সুন্গাই কান্চিং ঝরনা /বন গবেষনা কেন্দ্র / কেনোপি ওয়াকওয়ে { জানিনা কয়টাতে যেতে পারবো এবং কোনটা আগে ও কোনটা পরে }
২০ তারিখ : বুকিত জলিল হতে বাসে পেনাং যদি সম্ভব হলে সে দিনই ল্যন্কাওয়ী। আমার একটু কনফিউশন আছে। শুনেছি ল্যন্কাওয়ী যেতে হলে পেনাং যেতেই হবে, তারপর ল্যান্কাওয়ী।
পেনাং হলে আমি নামবো বাতুয়া ষ্টেষন
ল্যান্কাওয়ী হলে আমি নামবো কুয়ালা কেডাহ
প্রশ্ন হচ্ছে বাতুয়া ষ্টেষন থেকে কুয়ালা কেডাহ কত দুর
পেনাং রাতে না খেকে বিকেল থাকতেই ল্যান্কাওয়ী যাওয়া ভালো কি বলেন?
২১ তারিখ : ল্যান্কাওয়ী> ওরিয়েন্টল ভিলেজ/ক্যাবল কার/স্কাই ব্রীজ/আয়ের হান্গাত/.........
২২ তারিখ : ল্যান্কাওয়ী> আন্ডারওয়াটার ওয়াল্ড/পান্তাই চেনাং বীচ/ এবং বিকেলের মধ্যেই ল্যান্কাওয়ী হতে বের হওয়া এবং রাতের মধ্যেই কেএল চলে আসা।
ল্যান্কাওয়ী হতে কেএল এর ফ্লাইট খরচ কত?
২৩ তারিখ : শপিং এবং বিদায় আপনার মালয়েশিয়া।
একটু ঘষা মাজা করে দেন বেটার প্লান এর জন্য।
আপনার সাথে দেখা হবে কখন? আমি এয়ারপোর্ট নেমেই ডিজি সিম নিবো। ৭১১ এ রিটার্জ
আপনার সেল নাম্বার আমারে জানায়ে দিয়েন। প্রতি রাতেই আমাদের সাথে ডিনারের আপনার দাওয়াত। (নো এনি এক্সকিউজ)
৪৯| ০৯ ই ডিসেম্বর, ২০১০ সকাল ৭:৫০
সত্যচারী বলেছেন: ভাইজান,
১৭ এবং ১৮ তারিখের প্ল্যান পুরা ঠিক আছে, তবে কেএলসিসি থেকে পাসার সেনী এসে তার পর বাসে চড়ে পুত্রাজায়া পৌছাতে ২-৩ ঘন্টা লেগে যাতে পারে, তাই জুম্মার নামাজ পড়তে হলে ১.৩০ এর আগে পৌছাতে হবে। সেই হিসেব করবেন।
১৯ তারিখ আপনি কেনোপি ওয়াকে যেতে পারেন সকাল-সকাল, কারন ওটা আপনার হোটেল থেকে কাছে হবে। দুপুরের দিকে সুন্গাই কান্চিং ঝরনাতে যেতে পারেন, যদি ভাগ্য ভালো হয় তো কড়া রোদ পাবেন, দুপুরের মান্ডি (গোসল) টা ঝরনার পানিতে করে নিতে পারেন।, আর রাতে যাবেন কেএল টাওয়ার।
২১ এবং ২২ তারিখের প্ল্যান পারফেক্ট। তবে আপনি ল্যান্কাওয়ি থেকে কেএল প্লেনে করে আসতে চাইলে এয়ার এশিয়ার ওয়েবসাইটে গুতা মারেন। তবে ১২০-১৬০ রিংগিতে মাঝেই এর ভাড়া উঠানামা করে। তবে হ্যা ল্যান্কাওয়ী যেতে চাইলে ১৯ তারিখ সব দেখা শেষ হলে রাতেই ০৯-১০ টার দিকে বুকিতজলিল গিয়ে আলোস্তা বা কুায়ালা কেডাহ এর যে কোন বাসে উঠে পড়ুন, সকালের দিকে পৌছে যাবেন। অথবা সবচেয়ে বেষ্ট হয় যদি ট্রেনে উঠে পড়েন, ৪৫ রিংগিতের মত ভাড়া নেবে তেম্পাত তিডৌ (দোতালা বেড)। রাতে ৮ টার দিকে কেএল সেন্ট্রাল থেকে ট্রেন ছাড়ে। ট্রেনে উঠে ঘুমিয়ে পড়বেন, সকাল সকাল দেখবেন পৌছে গেছেন। বাসের সিটগুলোও খারাপ না, তবে সেটা সিট দেখে উঠতে হবে। তবে বাংলাদেশের মত এখানেও টিকিট বিক্রির দালাল আছে, তাই টিটকিট কাটলে কাউন্টার থেকে কাটবেন, দালালের কাছ থেকে নয়।
হুমমম ২৩ তারিখ শপিং করবেন ভালো কথা। এর পর চলে যাবেন?? :-< :-<
আপনি আগে আসেন, সময় করে কল দিয়েন, দেখাতো হবেই। ফোন নম্বর মেইলে জানায়া দিবো
৫০| ২২ শে ডিসেম্বর, ২০১০ দুপুর ১২:১৩
আন্ধার রাত বলেছেন: ২৯ ডিসেম্বর আসছি ইনশাআল্লাহ। মেইলটা চেক করবেন। আমারেও একটা প্ল্যান বানাইয়া দেন। সহজ করে দিয়েন, আমার তো ফজলুল করিম ভাইয়ের মত ঘুরাঘুরির তেমন অভিজ্ঞতা নাই, নতুন মানুষ তার উপর আবার একটু হাটুঁ সমস্যা।
২২ শে ডিসেম্বর, ২০১০ দুপুর ১:৩৪
সত্যচারী বলেছেন: মেইলে জবাব দিছি............. চেক কইরেন
৫১| ০৬ ই জানুয়ারি, ২০১১ রাত ১০:২৬
আন্ধার রাত বলেছেন: মাউস দিয়ে টোকা দেন
০৭ ই জানুয়ারি, ২০১১ সকাল ৭:২৬
সত্যচারী বলেছেন: হূউউউমমমমমম..................দিতাসি
৫২| ২১ শে জানুয়ারি, ২০১১ বিকাল ৪:২১
বুবলা বলেছেন: সত্যচারী ভাইকে অনেক ধন্যবাদ। আমার কতগুলি জিনিস জানবার ছিল।
১> আমি যদি ৩-৫ দিন কুয়ালালামপুরে থাকি তাহলে আমার কে এল পাশাপাশি কোন কোন জায়গায় ভ্রমন সুবিধা হবে।
২>মালয়েশিয়া থেকে সিন্গাপুর ভ্রমন করাটা সুবিধাজনক? এজন্য কি কোন বাস বা ট্রেন সার্ভিস আছে?
২২ শে জানুয়ারি, ২০১১ সকাল ৭:৩৫
সত্যচারী বলেছেন: পূর্বের পোষ্টগুলোতে এ নিয়ে বহূ আলোচনা হয়েছিল, তআরপরও আপনার সুবিধার্থে বলছি :
১> ৩-৫ দিন শুধু কুয়ালালুমপুর থাকলে আমার ৩, ৪,৫,৬ পর্বগুলো ভালো করে পড়ে দেখতে পারেন ওখানে বিস্তারিত তথ্য পাবেন আশা করি, এছাড়াও পুত্রাজায়া ঘুরে দেখতে পারেন।
২> মালয়েশিয়া থেকে সিন্গাপুর ভ্রমন খুবিই সুবিধাজনক, যদি আপনি বাংলাদেশ থেকে সিন্গাপুরের ভিসা করে নিয়া আসেন, চাইলে এখান থেকেও করে নিতে পারেন, তবে আমার মনে হয় বাংলাদেশ তঃেকে করাটাই সবচেয়ে সুবিধা জনক, কুয়ালালুমপুর থেকে সিন্গাপুরে বাস এবং ট্রেন দুটোই রয়েছে, আপনি ইচ্ছা করলে যেকোনটাতে করে যেতে পারেন।
৫৩| ২২ শে জানুয়ারি, ২০১১ সকাল ৮:৩১
বুবলা বলেছেন: সত্যচারী ভাই মন্তব্য লেখার পরে দেখি আমার প্রশ্নের জবাব আপনার আগের পোস্টগুলিতে আছে। সরি। আর একটা কথা আমি ভারতীয় আমাকে ভিসা করতে গেলে ভারত থেকে করতে হবে।
কুয়ালালুমপুর থেকে সিন্গাপুর বাস/ট্রেন কি রকম সময় লাগে?
২২ শে জানুয়ারি, ২০১১ সকাল ১১:০৩
সত্যচারী বলেছেন: ভারত অথবা বাংলাদেশ যেখান থেকেই সুবিধা হয় করা নিন,
কুয়ালা লুমপুর থেকে দিনে দুবার (সকাল এবং বিকেল) এবং রাতে একবার ট্রেন ছাড়ে, আর বাস পাবেন দিনে এবং রাতে দু সময়ই,
দিনের বেলায় ৬-৭ ঘন্টা লাগতে পারে, আর রাতে ৮ ঘন্টায় আপনি সরাসরি কেএল থেকে সিন্গাপুর পৌছাতে পারবেন।
অনেক ধন্যবাদ।
৫৪| ২৭ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৪
জুেয়ল ইওউ বলেছেন: কুয়ালালামপুর থেকে কুয়ালা-পারলিস টাক্সি কার রেনট করে যাওয়া যাবে ? আমি ১৩ feb মালায়সিয়া যাবো।Malaysia Air ছাড়ার সময় 9,00 pm (বাংলাদেশ থেকে) Arrival time 14 feb 3.00am(মালয়েশিয়া সময়). তারপর আমি langkawi যেতে চায়.
২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩৮
সত্যচারী বলেছেন: আসার আগে আমারে মেইল দিয়েন
৫৫| ২২ শে জুলাই, ২০১৩ দুপুর ২:২৩
ভুং ভাং বলেছেন: সোকেজে রাখলাম ।
৫৬| ২০ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৮:০০
১১স্টার বলেছেন: চলেন ঈদে কোথাও ঘুরে আসি।
৫৭| ১৩ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১:০৪
রকি শাহানূর বলেছেন: ভাই আপনার লেখা খুব ভালো লাগলো। অনেক তথ্য বহুল। আমার একটা তথ্য লাগবে সেটা হল কুলালাম্পুর থেকে থাইল্যান্ড যাওয়া যায়ে কি। গেলে কিভাবে বাসে না ট্রেন এ। ভাড়া কত সময় কত লাগে ?
৫৮| ২৬ শে অক্টোবর, ২০১৫ সকাল ৮:৩৯
যোবায়ের,ঢাকা বলেছেন: ভাই বর্তমানে মালয়েশিয়া আছি। আমি ও আমার কলেজ ফ্রেন্ডরা মিলে সিংগাপুর,থাইল্যান্ড ও ব্রুনেই বাই রোডে যেতে চাই বাট আমরা সকল প্রসেসিং নিজেরাই করতে চাই কোন এজেন্টের মাধ্যমে না। কি কি ডকুমেন্ট আর কিভাবে করতে হবে বিস্তারিত জানালে সবাই খুব খুশি হতাম। আর যদি কম্বোডিয়া এবং ইন্দোনেশিয়া বাই রোড যাওয়ার কোন উপায় থাকলে যানাবেন।
২৩ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:০৯
সত্যচারী বলেছেন: ভিসা এপ্লিকেশনের জন্য ১ম আপনার পাসপোর্টের মেয়াদ অন্তত ৬ মাস থাকতে হবে। সিঙাপুরের ভিসার জন্য বুকিত বিন্তাং উইজমা কসওয়ে হিয়ে ভিসা এপ্লাই করতে পারেন। তার আগে হোটেল বুকিং করা লাগবে। আর থাইল্যান্ডের ভিসার জন্য আমপাং থাই এমবেসীতে গিয়ে এপ্লাই করতে পারেন। ইন্দোনেশীয়া ভিসা পাওয়া একটু কষ্টসাপেক্ষ, তবে পাওয়া যায়। বাই রোডে যাওয়ার উপায় নাই, প্লেনে যেতে পারেন, চাইলে জহর বারু থেকে অথবা পোর্ট ক্ল্যাং থেকে জাহাজে করেও যেতে পারেন।
৫৯| ০৫ ই মে, ২০১৮ বিকাল ৫:১৪
Noor Sadi বলেছেন: আপনার পুরো টুর তা একেবারে পড়তে চাচ্ছিলাম, আমাকে সেন্ড করতে পারেন
[email protected]
©somewhere in net ltd.
১|
১০ ই অক্টোবর, ২০১০ দুপুর ১২:০২
এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: ইহা অতিশয় উপাদেয় পর্ব। প্লাস। আমি বেরসিক অফিসিয়াল ট্যুরে গেছি বলে সময়াভাবে এইসব মজা মিস করেছি। তবে আবার যাবার জন্য মুখিয়ে আছি।