![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্য সবসময় খুব নিষ্ঠুর হয়, সত্যচারী কখনো নিষ্ঠুর হয় না। তাই সত্যকে ঘৃণা কর, সত্যচারীকে নয়
মনে পড়ে অনেকদিন আগের একটা স্মৃতি। আমার বয়স তখন হয়ত দশ কি বার বছর। আম্মার এক হিন্দু বস ছিলো, নাম কানু লাল শীল। আম্মা তাকে কানু দাদা ডাকত, সেই সুবাদে আমরাও সবাই কানু দাদা ডাকতাম। এক সকালে অফিশিয়াল কোন এক সমস্যার কারনে সাহায্যের জন্য আম্মা তার বাড়ীতে দেখা করতে গেলেন। সাথে দশ বছরের আমাকেও নিয়ে গেলেন। চিড়া মুড়ী খই নারিকেল সব একসাথে মাখিয়ে খুব সুস্বাদু একটা খাবার বানিয়ে দিলেন কানুদাদার বউ। আমি খাচ্ছিলাম। আম্মা কথা বলছিলেন। ড্রইংরুমে বসাই ছিলাম আমরা। হঠাৎ পাশের বাড়ীতে মনে হয় কোন মন্ত্র বা প্রাতঃকালীন পূজা দেওয়া হচ্ছিলো বা ভজন গাওয়া হচ্ছিলো মনে হয়। রামো রামো হরে রামো এই ধরনের কিছু।
আমি ভজন শুনে খুব খুশী হয়ে চিৎকার দিয়ে বললাম হরে কৃষ্ন হরে রাম, খ্যাতার তলের মালতীর আম। হঠাৎ সব নিস্তব্ধ। কানুলাল আর তার স্ত্রী একে অপরের দিকে চোখাচোখী করছে, আম্মা আমার দিকে কটমটিয়ে তাকালেন।
সেদিন সত্যিকার অর্থে আম্মার চোখ রাঙানো বুঝতে পারিনাই।
তবে আজ যখন হেফাজতের কর্মীরা ধর্মানুভূতিতে আঘাতের শাস্তি মৃত্যুদন্ড করার দাবী তুলছে তখন মনে পড়ে গেল, সেদিনের দশ বছরের আমি কানুলালের ধর্মানুভূতিতে আঘাত দিয়ে যে অপরাধ করেছিলাম, সেটার শাস্তি কি মৃত্যদন্ড ছিলো?
ধর্মানুভূতি শুধুমাত্র মুসলমানদের একার না। সব ধর্মেরই ধর্মানুভূতি থাকে। প্রতিনিয়ত হিন্দুদের আমরা যে মালাউন বলে গালি দিচ্ছি, বৌদ্ধদের বাড়ীঘর পুড়িয়ে দিচ্ছি। মূর্তি ভেন্গে দিচ্ছি। হেফাজতের ভাইদের কাছে প্রশ্ন, সেসব কি কারো ধর্মানুভূতিতে আঘাতের পর্যায়ে পড়ে না? যদি পড়ে, তবে বিশ বছর পর বাঙলাদেশে মানুষ খুজে পাওয়া যাবেনা। কারন সব ধর্মের মানুষই মনে করে তার ধর্ম ব্যাতীত অন্য সকল ধর্ম নিকৃষ্ট। অন্যের স্থান হবে জাহান্নাম অথবা নরকে। সে হিসেবে সব ধর্মের লোকেরাও অন্য ধর্মের লোকদের ধর্মানুভূতিতে আঘাত দিয়েই যাচ্ছে।
পবিত্র কোরান মজীদে কি কোথাও ধর্মানুভূতিতে আঘাতের শাস্তি মৃত্যুদন্ড দেয়ার কথা লেখা আছে? পবিত্র সহীহ সিত্তা হাদীসে কি লেখা আছে? আপনারা বলবেন না। বরং পবিত্র কোরানের সূরা নিসায় পরিষ্কার লেখা আছে
" তোমরা যদি কোথাও কাউকে ইসলামের বিরুদ্ধে কুৎসা/অপবাদ বা গালিগালাজ করতে দেখো, তবে তার প্রতিবাদ করো, যদি এতেও সে ক্ষান্ত না হয়, তবে সেস্থান ত্যাগ করো।"
১১ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:৪৫
সত্যচারী বলেছেন: হেফাজত বা আলীগের কর্মী নয়, যে যেখানে ধর্মীয় অপরাধ করে, তারই শাস্তি কাম্য। হেফাজতের ভাইয়েরা যদি ইসলাম ধর্মের অবমাননার পাশাপাশি মূর্তি ভাঙ্গার শাস্তিও দাবী করত, তবে ভালই হত।
২| ১০ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:১৫
বিষন্ন পথিক বলেছেন: হিন্দুদের ধর্মানুভূতিতে আঘাত দিয়েছেন? ব্যাপারসনা, হেফাজতের সাথে দেখা করে আপনার কাহিনী জানাতে পারেন, পুরস্কার স্বরুপ বড় পজিশনও পেয়ে যেতে পারেন।
১১ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:৪৭
সত্যচারী বলেছেন: হেফাজতের এক উচ্চপর্যায়ের নেতাকে একবার জিগ্গেস করা হল, ব্লগে যারা মহানবীর নামে কূৎসা রটিয়েছে তাদের ব্লগ কি আপনি পরেছেন? তিনি জানালেন তিনি নিজে পড়েন নি, আর না পড়লেও কোন ক্ষতি নেই, কারন তারা যাদের দায়িত্ব দিয়েছেন, তারা পড়ে জানিয়েছে।
তা এরকম কেউ যদি আমার কাহিনীটা পড়ে তাদের জানাতেন!!!!!
৩| ১১ ই এপ্রিল, ২০১৩ ভোর ৫:৩২
আশিক মাসুম বলেছেন: " তোমরা যদি কোথাও কাউকে ইসলামের বিরুদ্ধে কুৎসা/অপবাদ বা গালিগালাজ করতে দেখো, তবে তার প্রতিবাদ করো, যদি এতেও সে ক্ষান্ত না হয়, তবে সেস্থান ত্যাগ করো।"
ত্যাগ করার পায়তারা চলছে
১১ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:৪৮
সত্যচারী বলেছেন: তাই নাকি ভাই? আমিতো দেখছি দিনে দিনে হরতাল আর আন্দোলন আম পাব্লিকের জীবন অতিষ|ঠ করছে।
©somewhere in net ltd.
১|
১০ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:০৩
কপোতাক্ষের তীরে এক অসামাজিক বলেছেন: "ধর্মানুভূতি শুধুমাত্র মুসলমানদের একার না। সব ধর্মেরই ধর্মানুভূতি থাকে। প্রতিনিয়ত হিন্দুদের আমরা যে মালাউন বলে গালি দিচ্ছি, বৌদ্ধদের বাড়ীঘর পুড়িয়ে দিচ্ছি। মূর্তি ভেন্গে দিচ্ছি।"
এগুলোতো সবই খারাপ কাজ, এ ব্যাপারেতো কারো দ্বিমত নাই।
হেফাজতের ভাইদের কাছে প্রশ্ন, সেসব কি কারো ধর্মানুভূতিতে আঘাতের পর্যায়ে পড়ে না? পড়ে।
এখন আপনি বলেন, হেফাজতের কর্মি বা মাদ্রাসার ছাত্ররা এগুলো করেছে, কোথাও কোনো মন্দিরের মুর্তি ভেংগেছে?
সরকার কি বাল ছেড়ে নাকি, যে একটাকেও ধরতে পারলো না, সেখানে বালের কর্মিরে পাগল সাজিয়ে ছেড়ে দিয়েছে।