![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রবীন্দ্রনাথ ঠাকুরের ‘শাস্তি’ গল্পের চন্দরা, ‘সুভা’ গল্পের সুভার পর পূর্ণিমা এবার ত্যাগ নাটকের কুসুম চরিত্রে অভিনয় করছেন। পঁচিশে বৈশাখ উপলক্ষে চ্যানেল আইয়ের জন্য নির্মিত হলোত্যাগ নাটকটি। এটি পরিচালনা করেছেন মাহবুবা ইসলাম সুমী। নাটকটির চিত্রায়ণ হয়েছে কালিয়াকৈরে।
পূর্ণিমা বললেন, ‘এর আগে চলচ্চিত্রে রবীন্দ্রনাথের ‘শাস্তি’ ও ‘সুভা’ গল্প অবলম্বনে চন্দরা ও সুভার চরিত্রে অভিনয় করেছি। নাটকে এবারই প্রথম রবীন্দ্রনাথের গল্প নিয়ে নাটকে কাজ করছি। ত্যাগ নাটকের গল্পটি পড়েছি। কুসুম চরিত্রে ভালো কাজ করার সুযোগ আছে। সেভাবেই কাজটি করেছি।’
নাটকে হেমন্ত চরিত্রে অভিনয় করছেন শোয়েব।
©somewhere in net ltd.