নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

madam

I am trying to publish my story, poem etc

মঞ্জু রানী সরকার

I am a house wife, I love to write something

মঞ্জু রানী সরকার › বিস্তারিত পোস্টঃ

বিশ্ব নারী দিবসে নারীদের কথা

০৮ ই মার্চ, ২০১৫ সকাল ৯:৩২


আমার প্রথম সন্তান মেয়ে। আমরা ২য় সন্তান নিই সন্তানের আশায়। পুত্র সন্তানের আশায় নয়। একটা সুস্থ, সু সন্তানের আশায়। আমার বড় মেয়ের তখন ৩ বছর ২/৩ মাস বয়স। তখন ওর এ্যপেন্ডিসাইটিস অপারেশন হয়। ধানমন্ডি ক্লিনিকে।১টা কেবিন নিয়ে রাতে আমি, অশোক মেয়ে নিয়ে ক্লিনিকে থাকতাম। দিনে আমি থাকতাম।
এরই মধ্যে একদিন দিনে আমার শাশুড়ি গেলেন, সারাদিন আমার সাথে থাকলেন।বিকালে পাশের কেবিনের এক বয়স্ক মহিলা এসে আমার শামুড়ির সংগে গল্প করছে। মহিলা আমার শাশুড়িকে বলেন রোগী আপনার কে? আমার নাতনি। আমাকে দেখিয়ে বলে উনি কে? আমার বৌমা। একটায় মেয়ে। হ্যা, আবার হবে। তখন আমি ২য় এযং শেষবারের মত pregnant । আমার শাশুড়ি বলেন একটা তো মেয়ে আছে, এবার ছেলে হলে ভালো হয়। পাগল হোক, ছাগল হোক তবুওতো ছেলে।মৃত্যুর সময় মুখে জল দেবে কে? কথাটা শুনে ভযে আমার গা শিউরে উঠলো। আমি প্রতি দিন ঈশ্বরকে ডাকতে লাগলাম, ঠাকুর আমাকে একটা সুস্থ সন্তান দিও। সেটি মেয়ে হলেও আমি খুব খুশী। তবু যেন পাগল ছাগল পুত্র সন্তান না হয়। ঈশ্বর আমার ডাক শুনেছেন। আমার কোল জুড়ে ১৯৯৯ সালের ১৭ই অক্টোবর একটি ফুটফুটে মেয়ে সন্তান এলো। আমার মিষ্টি।
আমি এবং অশোক খুব খুশী। আমার ডেলিভারির সময় আমার শ্বশুরবাড়ীর কেউ খোঁজ নিল না। আমার ভাসুর জা সকলে ছিল বা এখনও আছে। আমার মা বাবা কেউ নাই তারা জনতো। পাশের বাসার মুনমুনের মা ভাবী র কাছে আমি চির কৃতজ্ঞ। সে আমাকে প্রসব বেদনা অবস্থায় ক্লিনিকে নিয়ে যায়। অশোক তখন এজলাসে।পরে আমার শ্বশুর বাড়ির বক্তব্য হলো মেয়ে বলে তারা কেই আসে নি।
অশোক আমার শ্বশুরকে চিঠি লিখলো, “ বাবা,নেহেরু কন্যা ইন্দিরা গান্ধী এবং মুজিব কন্যা শেখ হাসিনা দুজনই মেয়ে । তাছাড়া আমার মেয়েকে আমি মানুষ করবো, আপনার চিন্তার কারণ নেই।
অশোক বড় মেয়েকে নিয়ে খুশীতে নিজে মিষ্টি খেতে লাগলো আর মিষ্টি বিলাতে লাগলো। এক বাস্ক মিষ্টি নিয়ে আমার চিকিৎসক হোমিও চিকিৎসক ডাঃ শাহজাহান এর কাছে দেখা করে কৃতজ্ঞতা জানাতে গেলে ডাঃ অশোকের খুশী দেখে বলেন ২য় মেয়েতে এত খুশী আমি দেখিনি। সত্যিই কি আপনি খুশী? উকিল সাহেব। উকিল উত্তর দিল, ছেলে হলেও আমাদের সন্তান, মেয়ে হলেও আমাদের সন্তান। তবে expectation থাকতে পারে, তাই বলে acceptance থাকবে না কেন?
দুঃখ হয় আমার শাশুড়ির মনোভাবের মতো শাশুড়ি যাদের তাদের জন্য। কারণ ছেলে সন্তানের জন্য ক্রমাগত মেয়ে সন্তান হয়ে যাচ্ছে, তবুও ছেলে সন্তান তাদের চাই, কারণ তাদের চেতনায় সোনার আংটি বাঁকাও ভালো্ কিন্তু তারা আজও বুঝতে পারে নি মেয়েরা এখন সো না নয়, তারা এখন diamond. আমার দুই মেয়ে আমার sweet hearts, glorious diamond. বিশ্ব নারী দিবসে আমার শাশুড়ীর মতো মহিলাদের জন্য রইলো করুণা। এই মানসিকতার পুরুষ মহিলা সকলকে বলছি নারীকে ভাবুন একজন মানুষ, আরন কিছু নয়। আর বিশ্বের সকল মেহনতি, বঞ্চিত, নীপিড়িত নারীদের জন্য রইলো আমার পক্ষ থেকে সশ্রদ্ধ প্রণাম ।

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৮ ই মার্চ, ২০১৫ সকাল ৯:৫৫

শায়মা বলেছেন: তোমার মেয়েদের জন্য অনেক অনেক দোয়া আর ভালোবাসা আপুনি!

০৮ ই মার্চ, ২০১৫ সকাল ১০:০২

মঞ্জু রানী সরকার বলেছেন: তোমাকেও ধন্যবাদ

২| ০৮ ই মার্চ, ২০১৫ সকাল ১০:১৩

ঢাকাবাসী বলেছেন: লেখাপড়া করছি কিন্তু শিক্ষিত হচ্ছিনা! নীচু জাত আমরা।

০৮ ই মার্চ, ২০১৫ সকাল ১০:২৪

মঞ্জু রানী সরকার বলেছেন: শুধু শিক্ষিত নয়, স্ব এবং সু শিক্ষিত হওয়া প্রয়োজন

৩| ০৮ ই মার্চ, ২০১৫ সকাল ১০:৩৩

গরম কফি বলেছেন: বিশ্বের সকল বয়সের সকল নারীকে বিশ্ব নারী দিবসে আন্তরিক সম্মান জানাচ্ছি । নারী শব্দটির প্রথম বর্নটি-ই "না" দিয়ে শুরু । তাই হয়তো সমাজ তোমাদের প্রশ্নে আগে "না" বলার চেস্টা করে । তার পরেও আজ তোমরা অনেক এগিয়েছ, কিন্তু যেতে হবে বহুদূর। যতদূর গেলে তোমাদের আলাদা করে আর সুবিধা দিতে হবেনা । তখন পুরুষ সমাজ তোমাদের জন্য দিবস পালন করার চাইতে নিজদের জন্য দিবস দাবী করার চেস্টা করবে । সেই দিনের প্রত্যাশায় ।

০৮ ই মার্চ, ২০১৫ সকাল ১১:১০

মঞ্জু রানী সরকার বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতদা। হা, ‘সেদিন সুদূরে নয়, যে দিন ধরনী পুরুষের সাথে গাহিবে নারীরও জয়” -সে দিনের অপেক্ষায় আমরা

৪| ০৮ ই মার্চ, ২০১৫ সকাল ১০:৩৫

লালগোলাপ বলেছেন: অশোক আমার শ্বশুরকে চিঠি লিখলো, “ বাবা,নেহেরু কন্যা ইন্দিরা গান্ধী এবং মুজিব কন্যা শেখ হাসিনা দুজনই মেয়ে । তাছাড়া আমার মেয়েকে আমি মানুষ করবো, আপনার চিন্তার কারণ নেই।

আপনার স্বামীর জন্য রইল অনেক অনেক শ্রদ্ধা।

০৮ ই মার্চ, ২০১৫ সকাল ১১:১২

মঞ্জু রানী সরকার বলেছেন: হা, এরকম স্বামীর জন্য আমি মেয়েদের গর্বিত মাতা

৫| ০৮ ই মার্চ, ২০১৫ বিকাল ৩:২০

মারুফ মুনজির বলেছেন: আজ অফিসে এসে ১০ টার মতো পত্রিকা পড়লাম, আজ নারী দিবস হিসেবে নারীদের নিয়ে প্রচুর লেখা, গবেষনা রিপোর্ট প্রকাশিত হয়েছে, সফল নারীদের গল্পও প্রকাশিত হয়েছে অনেক, তার মধ্যে বনিক বার্তার প্রধান নিউজটা আমার ভালো লেগেছে, বাংলাদেশের সফল ১০ নারীর জীবন নিয়ে রিপোর্ট, এই রিপোর্ট পড়ার পর কিছু প্রশ্ন মাথায় এসেছে যা আমি নিউজ পরে জানতে পারিনি, জানা থাকলে জানিয়ে কৃতজ্ঞ করবেন
১.এই সফল নারীরা কি বিয়ে করেছেন, তাদের স্বামীদের পেশা কি, তাদের দাম্পত্য সম্পর্ক কেমন ছিলো, এসব নারীরা কিভাবে এই সম্পর্ক ম্যানেজ করতেন, তাদের স্বামীদের কি ভুমিকা ছিলো, সেটা কতটা ইতিবাচক কতটা নেতিবাচক, নেতিবাচক হলে কিভাবে ম্যানেজ করেছেন। মোট কথা পারিবারিক জীবন কেমন ছিলো।
২. এসব নারীরা পরিবারে কিভাবে সময় ম্যানেজ করতেন, এদের কয়টা করে ছেলে মেয়ে রয়েছে, তাদের সন্তানরা কি কি করেন, তাদের সন্তানরা কি ভালোভাবে গড়ে উঠেছে নাকি স্পয়েল হয়েছে, যদি ভালোভাবে প্রতিষ্ঠিত হয়ে থাকে তাহলে কিভাবে সেটা ম্যানেজ করেছেন, এই সন্তান লালন পালনে তাদের স্বামীদের কি ভুমিকা ছিলো।
৩. এই সফল নারীদের অর্থনেতিক হিসেব কেমন ছিলো, তাদের সম্পত্তি কিভাবে খরচ করেছেন।
৪. পরিবারে বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নিতেন কিভাবে, স্বামী ও তার পরিবার এই পারস্পারিক দুই পরিবারের সদস্যদের সাথে কিভাবে সম্পর্ক ম্যানেজ করতেন।
৫. এই সকল সফল নারীদের কর্মক্ষেত্রের পরিবেশ কেমন ছিলো, তাদের কলিগদের কি ধরনের ভুমিকা ছিলো, এই পর্যন্ত উঠে আসায় তাদের কি কি চ্যালেঞ্জ ছিলো।
৬. এরা যদি কেউ অবিবাহিত বা ডিভোর্সি হয়ে থাকেন তাহলে তাদের এ পর্যন্ত জীবন কিভাবে পরিচালনা করেছেন।
৭. এই সফলদের জীবনের এই বেলায় এসে জীবন সম্পর্ক ধারনা কি, তারা কি জীবনে ভুল করেছেন, নাকি সঠিক করেছেন।

০৮ ই মার্চ, ২০১৫ বিকাল ৫:১৮

মঞ্জু রানী সরকার বলেছেন: সফল যারা হয়েছেন, ঘরে বাইরে হয়েছেন, আপনার প্রশ্নগুলো প্রাসংগিক। সফল নারীদের জীবণ িপড়ুন গবেষনা করুন জানতে পারবেন। ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.