নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

madam

I am trying to publish my story, poem etc

মঞ্জু রানী সরকার

I am a house wife, I love to write something

মঞ্জু রানী সরকার › বিস্তারিত পোস্টঃ

১লা বৈশাখ

১৪ ই এপ্রিল, ২০১৫ সকাল ৯:১৯

আজ ৩০শে চৈত্র, বাংলাদেশে ১লা বৈশাখ, ইং ১৪ এপ্রিল, হি:২৪ জমা: সানি।
লোকনাথ পজ্ঞিকা মতে মহাবিষুব সংক্রান্তি।(চৈত্র সংক্রান্তি) শ্রী শ্রী চড়ক পুজা। তা হলে কি দাঁড়ালো এটা কি বাংলা ১লা বৈশাখ? না বাংলাদেশী ১লা বৈশাখ? বিজ্ঞ জন এর উত্তর খুঁজবেন। আমি শুধু আমাদের অসুবিধার কথা বলবো।
পজ্ঞিকা মতে আজ সংক্রান্তি মানলে আজ আমাদের শুক্তো, চচ্চড়ি, শাক ডাল নিরামিষ আহারের দিন। এবং উপবাসের দিন। আগামিকাল ১লা বৈশাখ। সাধ্যমতো ভালো খাবার দিন।
অবশ্যই পান্তা ভাত আর ইলিশ এর দিন নয়। কারণ বছরের প্রথম দিন পান্তা বা বাসী খাবার প্রচলন নেই বা ছিল না। আর ইলিশের সিজন এখন না তাই ওটিও রীতি নয় বা প্রথা নয়। যে রীতি শুধু রাজধানী আর ধণী শ্রেণীর সখ যা আবহমান গ্রাম বাংলার রেওয়াজ নয়, তা কখনও সার্বজনীন প্রথা হতে পারে না । এটা বাঙালী সাজবার অপ প্রয়াস মাত্র।
কিন্তু মহামান্য এরশাদ সাহেব রাষ্ট্র ধর্ম্ ইসলাম করেই ক্ষান্ত হন নি, উনি নিজের সূত্রে নববর্ষ উদযাপনের প্রথাও চালু করলেন। আর সমস্যায় পড়লাম আমরা। ভাগ হলো ১লা বৈশাখ উদযাপন, কবিগুরু আর বিদ্রোহী কবির জন্ম দিবস পালনের তারিখও।
সরকার মহোদয় এই দিন দেন পাবলিক হলিডে। স্বামী সন্তান সকলেই বাসায় থাকেন।তাদের সংগে আনন্দ ভাগ না করে পরের দিন কি করা সম্ভব হয় মায়েদের/স্ত্রীদের পক্ষে? তারপরেও বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে ১৪ তারিখে উতসব পালন করা হয়। আর পুজা অর্চনা সব পরের দিন করা হয়। এখন এর কারন বাচ্চাদের কি করে বুঝাবো? আজও তো গ্রামে গজ্ঞে গেলে দেখা যায় তারা হালখাতা কবে করছে।
তাই তো বলি, আগের দিন ওদের ১লা বৈশাখ আর পরের দিন হলো আমাদের। এ ছাড়া বুঝাবার আর কি পথ আছে? আমরা কি ছোট থেকে মানুষ বাঙালি না হয়ে সাম্প্রদায়িক বাঙালি হিসেবে নিজ সন্তানদের গড়ে তুলতে বাধ্য হচ্ছি না?
এ উতসব কি কেবল ঢাকা কেন্দ্রীক নয়? তাই বা বলি কি করে? আজ ঢাকার তাঁতিবাজারে গেলে সেই চিরায়িত বাংরার চৈত্র সংক্রান্তির দৃশ্যই চোখে পড়বে। তাহলে এই উতসব মূলত কি সংস্কৃতির বিভেদ তৈদরী করে দিচ্ছে না? কিন্তু উতসব তো মানুষের মিলন ঘটায়, মহামিলন।
এরশাদ এর কি সুদূর পরিকল্পনা এটাই ছিল? আর তা সকলের অজান্তে দানা বাঁধতে শুরু করেছে অবুঝ শিশুদের মনে। এরা বড় হয়ে বাংলা নববর্ষের ইতিহাস কি বলবে? বাংলাদেশে কি বাংলা নববর্ষ উদযাপিত হয় ? না বাংলাদেশী নববর্ষ?
সকলকে ১লা বৈশাখের শুভেচ্ছা।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৪ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১:২৫

দিশেহারা রাজপুত্র বলেছেন: পহেলা বৈশাখের শুভেচ্ছা।

১৪ ই এপ্রিল, ২০১৫ রাত ৯:৪০

মঞ্জু রানী সরকার বলেছেন: শুভেচ্ছা এবং শুভকামনা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.