নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
I am a house wife, I love to write something
”একই বন্ধনে বাঁধা পড়ি আজ
একই সুতোয় মালা গাঁথি,
দূর হয়ে যাক বিদ্বেষ যত
ভাই বোনে আজ পড়ি রাখী।।”
আজ রাখী পূর্ণিমা, রাখী বন্ধন।
রাখীর এই বন্ধন টা হলো বাধা বিপদ থেকে রক্ষা করবার বন্ধনের প্রতীক।
বছরে পূর্ণ দিব্স শ্রাবন পূর্ণিমাতে উতসব টি অনুষ্ঠিত হয়।
তাই আজ শ্রাবনী পূর্ণিমা। উপবাস এবং নিশিপালন উভয়ই আজকে।
মহাভারতে কৃষ্ণের আঙ্গুল কেটে গেলে দ্রৌপদী শাড়ী ছিঁড়ে তার হাত বেধেঁ দেয়। তার এই ভালো বাসায় মুগ্ধ হয়ে কৃষ্ণ তাকে বিপদে সাহায্য এবং বিপদ থেকে রক্ষা করবার প্রতীজ্ঞা করে।সেখান ধেকেই এর যাত্রা কুন্তীও অভিম্যনুকে রাখী পরিয়ে ছিলেন যুদ্ধে যাবার আগে। তাই এটি একটি প্রাচীন উতসব।
রাখী বন্ধন- ভাই বোনের মধ্যে ভালোবাসা আর কর্তব্যের বন্ধনকে দৃঢ় করে।
চিতরের রানী কর্ণাবতী সম্রাট হুমায়ুনকে রাখী পাঠিয়ে যে ভাতৃত্বের উদাহরণ সৃষ্টি করেছিলেন আর সম্রাট হুমায়ুন সেই ভাতৃত্বের মর্যাদা যে ভাবে রক্ষা করেছিলেন তা আজও অমলীন।
১৯০৫ সালে বংগ ভঙ্গ রোধ কল্পে রবীন্দ্র নাথ ঠাকুর রাখী পরিয়ে হিন্দু আর মুসলিমদের মধ্যে ভাতৃত্ব রচনা করেছিলেন ১৯১১ সালে।
এই দিন বোনেরা ভাই বা ভাতৃ স্থানীয় সকলের হাতে রাখী পরিয়ে বেঁধে ফেলে তাকে ভালোবাসা ভাতৃত্বের বন্ধনে। মিষ্টি বা মিষ্টান্ন খাওয়া দাওয়া চলে।চলে বোনদের উপহার দেওয়া আর আশীর্বাদ করা।মন্দিরে মন্দিরে চলে পূজা আর প্রার্থনা।
তাই আজ আমাদের প্রাথনা বন্ধ হোক হানাহানি। বিশ্ব জুড়ে রচিত হোক এক প্রাণ, এক বন্ধন- ভাতৃত্বের বন্ধন।
২| ২৯ শে আগস্ট, ২০১৫ সকাল ১০:৪৭
প্রামানিক বলেছেন: রাখি বন্ধন ছোট থেকেই জানতাম কিন্তু রাখি বন্ধনের আদি ইতিহাস জানতাম না। আপনার পোষ্টে জানা হলো। ধন্যবাদ
©somewhere in net ltd.
১| ২৯ শে আগস্ট, ২০১৫ সকাল ১০:৪১
শায়মা বলেছেন: সকল ভাইবোনের ভালোবাসা অটুট হোক!