নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানবের অদ্ভুত চিন্তা ধারনা

লেখা তো যায় ই , ভাল লেখা হয় না আর কি ;)

মানব সন্তান

আমি একজন মানব সন্তান । নিজের সম্পর্কে এতটুকু জানতে পেরেছি ।

মানব সন্তান › বিস্তারিত পোস্টঃ

মেশিন রিডেবল পাসপোর্ট কিভাবে করবেন (সমস্যা ও সমাধান)

২২ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৬:০৬



হঠাৎ করেই কনফারেন্স এর প্রয়োজনে পাসপোর্ট এর দরকার হল। শেষ পর্যন্ত অনেক ঝামেলা পোহানোর পর MRP পাসপোর্ট করলাম। এখন মনে হচ্ছে আগে কিছু জিনিস জানা থাকলে ঝামেলা গুলো অনেক কমে যেত। তাই আপনাদের জন্যে লেখতে বসে গেলাম ঝামেলা এড়িয়ে কিভাবে করবেন মেশিন রিডেবল পাসপোর্ট।



মেশিন রিডেবল পাসপোর্ট কি-

মেশিন রিডেবল পাসপোর্ট এর প্রপার্টিজ হল এর আইডেন্টিটি পেজ টা এনকোডেট বা লুকানো থাকে যা শুধু বিশেষ মেশিনে দেখা সম্ভব। মেশিন রিডেবল বা MRP পাসপোর্ট প্রথম ব্যাবহার শুরু হয় ১৯৮০ এর দিকে। বাংলাদেশ এ শুরু খুব বেশি এর না।





সাধারনত পাসপোর্ট এর শুরুতে আইডেন্টিটি পেজ এর নিচের দিকে MRZ বা মেশিন রিডেবল জোন থাকে। MRP এর সুবিধা হল - ইমিগ্রেশন এর সময় খুব তাড়াতাড়ি প্রসেসিং এবং বেশি রিলায়েবল।



কিভাবে করবেন -

পাসপোর্ট এর জন্যে প্রথমেই আপনাকে ফর্ম পূরণ করতে হবে। অতপর টাকা জমা দিতে হবে নির্দিষ্ট ব্যাঙ্ক এ। সত্যায়ন এর পর পাসপোর্ট অফিসে নিয়ে যাবেন জমা ও ছবি তোলার তারিখ এর জন্যে। পুলিশ ভেরিফিকেশন শেষে আপনার পাসপোর্ট নেওয়ার জন্যে মেসেজ পাঠানো হবে মোবাইল এ।

আবেদনকারীকে অবশ্যই জমা দেওয়ায় উপস্তিত থাকতে হবে।

ফর্ম পূরন -

ফর্ম পূরণ দুই ভাবে করতে পারেন ১) অনলাইন ২) ম্যানুয়েল । যারা নতুন আবেদন করবেন তারা ২ কপি ফর্ম পূরণ করে দিতে হবে। রিনিউ এর জন্যে ১ কপি দিলেই হবে





অনলাইন এর জন্যে প্রথমেই এই লিঙ্ক http://www.passport.gov.bd/ এ যান। অথবা এখানে গিয়ে ডান দিকে

Services এর নিচে Apply Online For MRP এ ক্লিক করুন। ভালভাবে পড়ে Continue to online enrolment এ ক্লিক করুন। Passport Type অংশে সাধারণ নাগরিকদের জন্য ordinary সিলেক্ট করতে হবে। Delivery Type অংশে ৩০ দিনের জন্য হলে Regular এবং ১৫ দিনের জন্য হলে Express সিলেক্ট করতে হবে। সব কিছু পূরণ করার পর সেভ অ্যান্ড নেক্সট এ ক্লিক করুন নতুন ফরম আসবে। এ ফরমটি পূরণ করতে হলে আগে থেকেই নির্ধারিত ব্যাংকে পাসপোর্টের জন্য ফি হিসাবে টাকা জমা দিয়ে রসিদ সংগ্রহ করতে হবে। সেই রশিদ নম্বর দিয়ে এ ফরম পূরণ করতে হয়। যদি টাকা জমা না দিয়ে থাকেন তাহলে স্কিপ এ ক্লিক করে ফর্ম পূরন শেষ করুন। email দেয়ার ক্ষেত্রে অবশ্যই সবসময় ব্যবহার করেন এমন টা দিবেন। সবশেষে আপনার ফর্ম টি ডাউনলোড করুন। খেয়াল রাখবেন প্রথম পেজ এর উপরে ডান দিকে কোন কোড লেখা আছে কি না।



নোটঃ ১) সাবনতার সাথে পূরন করবেন ২) টাকা জমা না করলে ফর্ম জমা দেয়ার আগে অবশ্যই টাকা জমা দিয়ে হাথে ২৫ নাম্বার পূরন করে নিবেন ইংরেজি বড় হাতের অক্ষরে।



ম্যানুয়েল এর জন্য পাসপোর্ট অফিস থেকে ফ্রি ফর্ম নিয়ে আসতে পারেন আথবা ডাউনলোড করুনhttp://dip.gov.bd/sites/default/files/MRP Application Form-combined1 28-10-10.pdf

অবশ্যই বড় হাতের অক্ষরে (capital letter) এ লিখতে হবে এবং ১ নং ছাড়া সব ইংরেজীতে লিখতে হবে।



সাপোরটিং ডকুমেন্ট- ১)জন্ম নিবন্ধন সনদ (অবশ্যি অনলাইন, হাতে লেখা টা নিবে না) অথবা ২)জাতীয় পরিচয় পত্র ৩)পেশার সাপোরটিং সনদ (যেমন ছাত্র এর student id card) ৪) কমিশনার থেকে নাগরিকত্ত সনদ

অবশ্যই ফটোকপি করে সত্যায়ন করে নিবেন । ২ কপি ফর্ম এর জন্যে ২ কপি করে সাপোরটিং ডকুমেন্ট লাগবে। যারা সত্যায়ন করতে পারবেন টা ফর্ম এর শেষের পাতায় দেয়া আছে নির্দেশনায়। সত্যায়নকারীকে দিয়ে ফর্ম এর শেষ এর পাতায় প্রত্যয়ন ঘরটি ও পূরণ করে নিবেন।

প্রত্যেক ফর্ম এর জন্যে এক কপি করে ছবি লাগবে আবেদকারীর। আপ্রাপ্তবয়স্ক দের জন্যে মা বাবার এক কপি ছবি ও লাগবে। ছবি আঠা দিয়ে লাগিয়ে সত্যায়িত করে নিবেন। টাকার রিসিট টা একটা ফর্ম এর উপর লাগিয়ে নিবেন।



টাকা জমা- জরুরি এর জন্যে ৬০০০ ও সাধারন এর জন্যে ৩০০০ টাকা দিতে হবে সোনালী ব্যাঙ্ক শাখায়। খোজ নিবেন আপনার আশে পাশে কোন শাখায় পাসপোর্ট এর জন্যে টাকা জমা রাখে।ফিস জমা দেওয়ার পর পে-স্লিপের এক প্রস্থ আবেদন পত্রের উপরে সর্ব ডানে আঠা দিয়ে লাগাতে হবে।



ছবি তোলা- ফর্ম এ সাইন দেয়ার পর আপনাকে জানিয়ে দিবে কখন ছবি ও ফিংগার প্রিন্ট এর জন্যে আসতে হবে। এবং একটা রিসিট দেয়ে দিবে পাসপোর্ট নেওয়ার জন্যে।



পুলিশ ভেরিফিকেশন- কিছু দিন পর আপনাকে ফোন দিয়ে ভেরিফিকেশন এর জন্যে আসবে। চেস্টা করবেন পার্মানেণ্ট ও বর্তমান ঠিকানা এক দিতে। না হলে ২ বার ভেরিফিকেশন করতে পারে।



About Surrender, Lost and Damaged Passport- *পাতা শেষ / ছবির মিল নেই / পাতা নষ্ট অথবা অন্য কোন কারণে নতুন পাসপোর্টের জন্য আবেদনঃ এক প্রস্থ আবেদনপত্র জমা দিতে হবে। এর সাথে পুরানো পাসপোর্টের ০৯ পাতা পর্যন্ত ফটোকপি দিতে হবে।

হারানো পাসপোর্টের বিপরীতে পাসপোর্টের জন্য আবেদনঃনিকটস্থ থানায় জিডি করে জিডির মূল কপি ও একটি পাসপোর্ট ও একটি স্ট্যাম্প সাইজের ছবি সহ এক প্রস্থ আবেদনপত্র জমা দিতে হবে। সম্বব হলে হারিয়ে যাওয়া পাসপের্টের ফটোকপি আবেদন পত্রের সাথে সংযুক্ত করতে হবে।







যে সকল আবেদনকারীর ক্ষেত্রে পুলিশ প্রতিবেদনের প্রয়োজন নেই-

১. মাননীয় সংসদ সদস্য,

২. তিন পার্বত্য জেল পরিষদ চেয়ারম্যান ও সদস্যবৃন্দ,

৩. সিটি কর্পোরেশন ও পৌরসভার মেয়র এবং কাউন্সিলরবৃন্দ,

৪. উপজেল পরিষদ চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানবৃন্দ,

৫. ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান,

৬. সকল পর্যয়ে সামরিক-বেসামরিক সরকারী কর্মকর্তা ও কর্মচারী,

৭. সংশ্লিষ্ট প্রতিষ্ঠান/সংস্থার প্রত্যানয় সাপেক্ষে আধাসরকারী,ও রাষ্ট্রায়ত্ব সংস্থায় কর্মরত স্থায়ী কর্মকর্তা ও কর্মচারী,

৮. অবসরপ্রাপ্ত সরকারী কর্মকর্তা ও কর্মচারী এবং তাদের স্ত্রী

৯. সরকারী কর্মকর্তা/কর্মচারী এবং তাদের স্ত্রী এবং ১৫(পনের) বrসরের কম বয়সের সন্তান



সাবধানতা- দালাল* আবশ্যই দালাল থেকে দূরে থাকবেন। দালাল বলে যে পিঠে সাইনবোর্ড লাগিয়ে ঘোরবে টা নয়। পুলিশকে ও দেখবেন টাকা নিতে। আমি জমা দেয়ার সময় ৩ জন পুলিশ কে দেখলাম সবার সামনেই টাকা নিয়ে আলাদা করে ফর্ম নিয়ে ভিতরে চলে গেল। আধা ঘন্টার মধ্যে ফর্ম থেকে টাক জমা ছবি তোলা সব শেষ।



*আপনার যদি জরুরী দরকার হয় চেস্টা করবেন পুলিশ ভেরিফিকেশন এর সময় পুলিসকে না ঘোরাতে, না হলে আপনার ফর্ম এরা জমা দিতে ৮,১০ দিন পর। ভেরিফিকেশন এর সময় ৫০০ থেকে ১০০০ টাকা চাইবে। কিছু করার নেই, এই দেশ এম্নে তো আর দুর্নীতিতে ১ হয় না। কারন নিশ্চই আছে।



*ফর্ম জমা নেয়ার সময় যদি আপনাকে শুধু শুধু ভেজাল করে টাকা নেয়ার জন্যে সোজা পরিচালক অথবা সহকারী পরিচালক এর কাছে আভিযোগ করবেন



আরো তথ্যের জন্যে - http://dip.gov.bd/



পাসপোর্ট অফিস এর যোগাযোগ

Head Quarter:

PASSPORT BHABAN

E-7, AGARGAON

SHER-E-BANGLANAGAR, DHAKA.

Fax: +880-2-9123399

E-mail: [email protected]



Regional Passport Offices - http://dip.gov.bd/?q=node/34





মন্তব্য ১৪ টি রেটিং +৭/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২২ শে জুন, ২০১৪ রাত ৯:২৪

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: কাজের পোষ্ট ++

২৩ শে জুন, ২০১৪ রাত ১০:৪২

মানব সন্তান বলেছেন: ধন্যবাদ

২| ২২ শে জুন, ২০১৪ রাত ১০:৫২

ডি মুন বলেছেন: প্রিয়তে নিয়ে রাখলাম +++

৩| ২২ শে জুন, ২০১৪ রাত ১১:০৯

রিফাত ২০১০ বলেছেন: যাদের আগে থেকে পাসপোর্ট আছে তারা যদি পাসপোর্ট মেশিন রিডেবল এ পরিবর্তন করতে চায় তাহলে কি করতে হবে ?

২৩ শে জুন, ২০১৪ রাত ১২:২৪

মানব সন্তান বলেছেন: একি নিয়ম, শুধু একটা ফর্ম দিতে হবে জমা

৪| ২৩ শে জুন, ২০১৪ রাত ১২:৪৮

আহসানের ব্লগ বলেছেন: +

২৩ শে জুন, ২০১৪ রাত ১:২০

মানব সন্তান বলেছেন: ধন্যবাদ

৫| ২৩ শে জুন, ২০১৪ সকাল ১১:৩২

মুদ্‌দাকির বলেছেন: আমার আছে, কিন্তু অন্য অনেকের উপকার হবে +++++++++++++++++

৬| ২৩ শে জুন, ২০১৪ দুপুর ১:২৯

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: উপকারী পোস্ট। +++++


প্রিয়তে নিলাম

২৩ শে জুন, ২০১৪ বিকাল ৪:৪২

মানব সন্তান বলেছেন: ধন্যবাদ

৭| ২৪ শে জুন, ২০১৪ রাত ১২:০৫

সুমন কর বলেছেন: শেয়ার করার জন্য ধন্যবাদ। গুড পোস্ট।

২৪ শে জুন, ২০১৪ দুপুর ২:০০

মানব সন্তান বলেছেন: ধন্যবাদ

৮| ২৪ শে আগস্ট, ২০১৪ রাত ৮:০৭

রহস্৪২০ বলেছেন: প্রিয়তে নিয়ে রাখলাম +++

৯| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:৪৫

মানব মানিক বলেছেন: Nice Post...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.