![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আসবো রে,
-আস ।
-কেমন শীত পড়ে গেলরে, এখনো মোটা কাপড় বের করিনি ।
হুম ।
-তো মানুষ কি করছিস?
কিছু নারে, সারাদিন বিকেলে কাটিয়ে নিচে নামি, ভাবলাম তোর বাড়ির পাশ দিয়ে যাই একটু ঠু মেরে যাই , কি করছিস । তো কি বই পড়ছিস?
-পালায়ন পড়ছি ।
এটা আর কি নিয় লেখা :
-ঐতো পাল বংশের পরিচয় নিয়ে,-দেবপাল নেপালের রাজাকে পরাজিত করেছিল । নেপালের সাথে দেব পালের পিতা ধর্মালের কিছু সংঘর্ষ ছিল এবং ধর্মাল সেই যুদ্ধে জয়ী হয়েছিল ।
না থাকম ইতিহাস আর বলতে হবে না । টুম্মাকে দেখলাম বারান্দায় থিসেস করছে আর তুই ইতিহাস । তোদের বাসায় আসলেই পড়াশুনা আর কালচারাল একটা ঘ্রার্ণ পাই । শুনেচি আংকেল নাকি পুর্নে থেকে কি সব বই নিয়ে এসেছে? পড়ে বা নেড়ে দেখেছিস কিছু?
-মার্টনের কিছু লেথা, হাতাচ্ছিলাম এখনো পড়িনি ।
বইটি কি নিয়ে?
-সিনপসিসটা দেখিছি ।
কি নিয়ে?
-আত্মার সাথে শরীরে যোগসূত্র । আর রঙধনূএর বাতাশের ঘ্রার্ণ ।
পড়া হলে দিবি বইটা ?
-আব্বুর বইতো !
একদিনেই পড়ে দিয়ে দিব ।
-তুই কি এ জন্যই এসেছিস?
না ,তোর সাথে অনেকদিন দেখা হয় না -তাই ।
-তোর আ আজ যাত্রা দেখতে যাওয়ার কথা ?
যাবো তো ,সন্ধ্যার পর ।
-আমি জানি তুই আমার বাসায় এমনি এমনি আসিস নি ?
আমি থ হয়ে রইলেম ।
-তুই , এসেছিস আমি কি বই পড়ি আর আমার বোন মঞ্জরী কি করছে তা দেখতে ?
আসলে আঙ্কেলের কাছেই আসছিলামsychology বানান টা পিসিও লজি না হয়ে কেন সাইর্কোজলি হয় তা জানার জন্য ।
রিহান-ফ্যালঁ ফ্যালঁ করে আমার দিকে তাকিয়ে রইলো পর আমি চলে এলাম ।
২| ১৬ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:০২
শাহাদাত হোসেন বলেছেন: না এসে প্রশ্নটার উত্তর জাইনা নিতেন ।আমাদেরও জিজ্ঞাসাটা মিটতো ।
৩| ১৬ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:১০
মানুষ আজিজ১ বলেছেন: াহাহাহাহাহ, আমিও নিজেও জানি না ।
©somewhere in net ltd.
১|
১৬ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৫৭
প্রামানিক বলেছেন: psychology বানান টা পিসিও লজি না হয়ে কেন সাইর্কোজলি হয় তা জানার জন্য । এই প্রশ্নটা আমারো। ধন্যবাদ