নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শূন্যতা আর এক শালিকের গল্প!

অভিলাষী মন চন্দ্রে না পাক, জ্যোৎস্নায় পাক সামান্য ঠাঁই

কখনো মেঘ, কখনো বৃষ্টি

হাজার মেঘলা দিনেও কোনদিন একফোঁটা, এক কণা বৃষ্টি ছোঁয়না যাদের-আমি তাদের দলে তবুও, কেউ দেয় না মুঠোর ভিতর রোদের রুমাল।

কখনো মেঘ, কখনো বৃষ্টি › বিস্তারিত পোস্টঃ

মন বসে না পড়ায় আমার কাঠাঁলচাপার গন্ধে

০৯ ই অক্টোবর, ২০০৯ রাত ৩:২০

সূর্যীমামা হাত বুলায় না আমার পড়ার ঘরে

আমার বইয়ের পাতায় ঘুমিয়ে থাকে একটা বিদ্যাপাতা

একদিন, দুইদিন একে একে চারটি মাসে বিদ্যাপাতা শুকায়

আমি বিদ্যাপাতা কবর দেই আমার দীঘলকালো চুলে

কাঠাঁলচাপার গন্ধ ভাসে আমার ভেজা চুলে।

মন বসে না পড়ায় আমার কাঠাঁলচাপার গন্ধে

কাঠাঁলচাপার গন্ধে...কাঠাঁলচাপার গন্ধে...মন বসে না পড়ায়

আমি এদিক সেদিক খোঁজে ফিরি

আমার হারিয়ে যাওয়া ভাঙা ঝুনঝুনি

ঝুনঝুনি...ঝুনঝুনি...আমার ভাঙা ঝুনঝুনি।

হঠাৎ আমার ঘোর কেঁটে যায় কাঠাঁলচাপার গন্ধে

আমার ইচ্ছে ঘুড়ি বন্দী হয় ভাঙা ঝুনঝুনির ঘরে

ভাঙা ঝুনঝুনি...ভাঙা ঝুনঝুনি...আমার ইচ্ছে-ঘুড়ি হারায়

বিদ্যাপাতা...বিদ্যাপাতা...ঘুমায় আমার চুলে।

আমার ঘুম আসে না...ঘুম আসে না কাঠাঁলচাপার গন্ধে।

মন বসে না পড়ায় আমার কাঠাঁলচাপার গন্ধে

মন বসে না...মন বসে না...ধুর ছাই পড়ায়!

*******

ছোটবেলায় শীতের সকালে আমাদের উপজেলায় একটা লোক মুড়ির নাড়ু(লাড্ডু বলেই ডাকতো লোকটা) বিক্রী করতো। সাদা বিশাল একটা ব্যাগের ভীতরে লাড্ডু ভরে লোকটা কাঁধে নিয়ে ঘুরে ঘুরে বিক্রী করতো। আমার ভীষন ইচ্ছে করতো সেই লাড্ডু খেতে। আম্মু খেতে দিতেন না, নিজের হাতে বানিয়ে দিতেন। কিন্তু আম্মুর হাতের লাড্ডু খেতে মন চাইতো না। সেই বুড়ো লোকটার লাড্ডুর দিকেই চোখ ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকতাম। :((

*****

এই সেমিস্টারে চারটা ক্লাস নিচ্ছি। তিনটা ক্লাসের প্রথম পরীক্ষা হয়ে গেলো, (আজকে বাকি একটা ক্লাসের পরীক্ষা দিয়ে আসলাম) তবে খুবই কষ্টের কথা হলো আমি তিনটা পরীক্ষাতেই খুবই বাজে রেজাল্ট করলাম(সব সময় গায়ে বাতাস দিয়ে হিমুর মত চললে যা হয় আরকি, সেটাই হলো)।

ছোটবেলার লাড্ডু খাওয়ার শখ যে এখন এইভাবে পূরন হবে সেটা কখনো ভাবি নি। :((

****

আম্মুর সাথে ভীষন রাগারাগি করলাম। আমি পড়াশুনা করি না- এটা নিয়ে সারাক্ষন বক বক করবে। প্রায়ই বলবে যে আমি প্রথম প্রথম ভালো ইংরেজী না জেনেও ভালো রেজাল্ট করতাম, "স্টুডেন্ড অফ দ্যা ইয়ার" এওয়ার্ড পেলাম, প্রত্যেকটা ক্লাস থেকে বেষ্ট স্টুডেন্টের সার্টিফিকেট পেলাম.....আর এখন! মা'র ঘরে আমার সার্টিফিকেটগুলো ঝুলানো ছিলো। ঐগুলো দেখিয়ে আরো চিল্লা পাল্লা করতো।

কি আর করা, রাগের চোটে সব ছুঁড়ে ফেললাম। X((

লেখাপড়া না করলে কি এমন হয়! কবি নজরুল তো পালিয়ে যেতো। সেতো পড়ে নি। আমাকে কেনো পড়তে হবে?! (আপু বলে,উনি আমার চেয়ে অনেক ভালো জানেন, না জানলে এতো সুন্দর গদ্য, পদ্য কিভাবে লিখলেন!) তবুও, আমার উনার মত ঘরছাড়া হতে ইচ্ছে করে। সারাদিন দৌড়-ঝাপ দিয়ে বেড়াতাম....কিচ্ছু পড়তে হতো না....কত্তো মজা হতো!

*****

বিদ্যাপাতার ঘটনাটা একটু খোলে বলি। ছোটবেলা থেকে আমরা, আমরা মানে আমি, আমার আপু, আপুর ৩ বান্ধবী, আরো কিছু খেলার সাথী আমরা বিশ্বাস করতাম যে বিদ্যাপাতা নামের যেই পাতা বইয়ের মাঝে রেখে দিলে বিদ্যা বাড়ে। সেই পাতা আমরা বইয়ের মাঝে রেখে দিতাম।

**কবিতাটা যখন লিখি তখন আমি ক্লাসে ছিলাম (আসলে আমার বেশির ভাগ কবিতাগুলোই ক্লাসে বসে লেখা) :P আমি হঠাৎ করে বুঝতে পারলাম যে ছোটবেলার দিনগুলো অনেক সুন্দর ছিলো। ছোটবেলায় ভাঙা ঝুনঝুনির মাঝেই যেনো ছিলো আনন্দের সুর, সুখ সুখ ছোঁয়া! আজ আমি এত্ত বড় হয়ে গেলাম যে ঝুনঝুনির কথা একেবারে ভুলতেই বসেছিলাম।

তবে আজ মনে হয় লেখাপড়া জিনিসটা না থাকলেই ভালো হতো। /:)

*********

প্রায়ই আমি গলা ছেড়ে একটা গান গাই (ব্লগারদের সাথে সরাসরি কোনদিন দেখা হলে না হয় শুনিয়ে দিবো মজার গানটা B-) )

"আম্মু একবার কয় কেনো পড়তে বসিস না

আব্বু একবার কয় কেনো লিখতে বসিস না

কি করে বলি আমি-"লেখাপড়া ভালো লাগে না! ভালো লাগে না!"

ঘুম না হতে ডাকাডাকি সকাল বেলা

"স্কুলে যা, স্কুলে যা"

কি ঝামেলা!

ঘুমতো চোখে মানে না, আম্মু তাহা বুঝে না

শাষন করে বলে আমায়-"দেরী করিস না, দেরী করিস না"

হঠাৎ যদি পৃথিবীটা এমনি হতো

মাস্টারেরা লেখাপড়া ভুলে যেতো!

হতোযদি ঘূর্নিঝড়, উড়িয়ে নিতো স্কুলঘর

জুম্মাবারে সিন্নি দিতাম-মনের বাসনা, মনের বাসনা।":P

মন্তব্য ৭৫ টি রেটিং +১৯/-১

মন্তব্য (৭৫) মন্তব্য লিখুন

১| ০৯ ই অক্টোবর, ২০০৯ রাত ৩:৩২

রুবেল শাহ বলেছেন: +

০৯ ই অক্টোবর, ২০০৯ রাত ৩:৪০

কখনো মেঘ, কখনো বৃষ্টি বলেছেন: শরীর কেমন?

২| ০৯ ই অক্টোবর, ২০০৯ রাত ৩:৩৪

ফারহান দাউদ বলেছেন: হেডিংটা দেইখা মনে পড়লো কয়দইন আগে শাবনূরের একখান সিনেমা বাইর হইসে, মন বসে না পড়ার টেবিলে। /:)

০৯ ই অক্টোবর, ২০০৯ রাত ৩:৩৯

কখনো মেঘ, কখনো বৃষ্টি বলেছেন: কন কি!? আমার শিরোনাম মাইরা দিলো!!!!!!!! কেমনে?!



কি অবস্থা? বহুদিন পরে দেখলাম

৩| ০৯ ই অক্টোবর, ২০০৯ রাত ৩:৩৫

শারফুদ্দীন হোছাইন বলেছেন:
কাঁঠালচাপা জিনিসটা কি ??

০৯ ই অক্টোবর, ২০০৯ রাত ৩:৩৯

কখনো মেঘ, কখনো বৃষ্টি বলেছেন: জীবনে দেখি নি :(
লোকেমুখে শুনেছি -এটা একটা ফুল গাছ

৪| ০৯ ই অক্টোবর, ২০০৯ রাত ৩:৩৯

হাসান মাহবুব বলেছেন: গদ্য পদ্য মিলিয়ে বেশ ভালো লাগলো পড়তে।

০৯ ই অক্টোবর, ২০০৯ রাত ৩:৪০

কখনো মেঘ, কখনো বৃষ্টি বলেছেন: হু, আমি তালগোলা ভালো পাকাইতে পারি, আর জগাখিচুড়িও ভালো বানাতে পারি। B-)

৫| ০৯ ই অক্টোবর, ২০০৯ রাত ৩:৪১

ফারহান দাউদ বলেছেন: হুম, পোস্টার দেখলাম রাস্তায়, শাবনূর হইসে স্কুলছাত্রী। :|
আছি আরকি, বাঁইচা থাকাটাই বড় ব্যাপার।

০৯ ই অক্টোবর, ২০০৯ রাত ৩:৫২

কখনো মেঘ, কখনো বৃষ্টি বলেছেন: শাবনূর যদি স্কুলছাত্রী হয় তাহলে আমার তো জন্মই হয় নাই।

উহুঁ হলো না, বেঁচে থাকাটাই বড় ব্যাপার না। জীবনটাকে উপভোগ করাটা হলো বড় ব্যাপার।
সুখ সুখ প্রজাপতি.....ঐ প্রজাপতিটাকে ধরতেই পারাই ব্যাপার।

৬| ০৯ ই অক্টোবর, ২০০৯ রাত ৩:৪৫

সালাউদ্দীন খালেদ বলেছেন: মন বসে না পড়ার টেবিলে ।এইতো?

০৯ ই অক্টোবর, ২০০৯ রাত ৩:৫৪

কখনো মেঘ, কখনো বৃষ্টি বলেছেন: এইতো নাতো।

আমি আসলে পড়ার টেবিলে বসে পড়ি না, বিছানায় আধশোয়া হয়ে পড়ি, ভীষন অলস আমি। কিছুক্ষন পরে, দেখা যায় আরামে পড়তে পড়তেই ঘুমিয়ে গেছি :(

৭| ০৯ ই অক্টোবর, ২০০৯ রাত ৩:৪৮

কঁাকন বলেছেন: মন বসে না পরায় আমার কাঠাল চাপার গন্ধে -- এটা যেন কার কবিতার লাইন, কবির নাম ভুলে গেসি তবে নোলক নামে তার একটা কবিতা আছে মায়ের নোলক হারায় যাওয়া নিয়া , বিখ্যাত কবি :(

০৯ ই অক্টোবর, ২০০৯ রাত ৩:৫৪

কখনো মেঘ, কখনো বৃষ্টি বলেছেন: ছোটবেলায় দুটো কবিতাই শুনে ছিলাম। এখন আর মনে নাই :(

৮| ০৯ ই অক্টোবর, ২০০৯ রাত ৩:৪৮

রুবেল শাহ বলেছেন:
মোটের উপর চলছে ......

০৯ ই অক্টোবর, ২০০৯ রাত ৩:৫৫

কখনো মেঘ, কখনো বৃষ্টি বলেছেন: মোটের উপরে কেনো!? মোট ছাড়াই এত্ত এত্ত ভালো থাকো।

৯| ০৯ ই অক্টোবর, ২০০৯ রাত ৩:৫৩

ভেবে ভেবে বলি বলেছেন: আরে আমিও তো প্রতিদিন স্কুল ফাঁকি দেবার চিন্তা করতাম, তারপর যেই বাবা লাঠি হাতে আবির্ভূত হতেন, ফাঁকির চিন্তা তখন কোথায় যে হারিয়ে যেত! ;)

০৯ ই অক্টোবর, ২০০৯ রাত ৩:৫৮

কখনো মেঘ, কখনো বৃষ্টি বলেছেন: আমাকে কেউ লাঠি হাতে দৌড়ানি দেয়নি B-) ছোটবেলায় নাকি আমি নাচতে নাচতেই স্কুলে যেতাম, এর আগে নাকি স্কুলে ভর্তি হওয়ার আগে আরকি, আপুর সাথে স্কুলে যাওয়ার জন্য কান্নাকাটি করতাম! :-*

এখন ভালো লাগে না, এত্ত এত্ত পড়া :( প্রোজেক্ট শেষ করো, তারপর প্রেজেন্টেশনের জন্য প্রস্তুতি, পরীক্ষা, কুইজ, এসাইনমেন্ট, গ্রোপ এসাইনমেন্ট...হাবিজাবি, হাবিজাবি। এখন সারাক্ষন লেখাপড়াই আমাকে দৌড়ানির উপর রাখে :((

১০| ০৯ ই অক্টোবর, ২০০৯ রাত ৩:৫৯

অদ্ভুত শূন্যতা বলেছেন: দারুন। পদ্যে-গদ্যে একাকার ভাললাগা। লেখার ভঙ্গিটা একবারেই নিজস্ব।


**আপনার মন্তব্যের জন্য একটা লিঙ্ক রেখে গেলাম।

০৯ ই অক্টোবর, ২০০৯ ভোর ৪:০৭

কখনো মেঘ, কখনো বৃষ্টি বলেছেন: অনেকদিন পর দেখলাম, ভালো লাগলো। আসলে আমারই অনেকদিন পর আসা।


এখনি পড়ছি :)

১১| ০৯ ই অক্টোবর, ২০০৯ ভোর ৪:০১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: পাড়ার মানুষ কয় আমায়.... দিয়া ভালোই শেষ করছেন। এ্যালা পড়তে বসেন।:)

০৯ ই অক্টোবর, ২০০৯ ভোর ৪:০৯

কখনো মেঘ, কখনো বৃষ্টি বলেছেন: পড়ার কথা বললে কিন্তু ঘাড় মটকাতে চলে আসবো, ( জ্বীন, ভূতের আছড় আছে আমার উপর কিন্তু) B-)

চার-পাচঁদিন টানা পড়েছি :( এখন আবার পড়তে বলছেন? :((

১২| ০৯ ই অক্টোবর, ২০০৯ ভোর ৪:০৩

সবাক বলেছেন:
ব্লগ লেখা হবে এমন। নিজের কথা। পছন্দ করছি।

০৯ ই অক্টোবর, ২০০৯ ভোর ৪:১১

কখনো মেঘ, কখনো বৃষ্টি বলেছেন: নিজের তো আরো কতশত কথা আছে, সব কি আর বলা যায়! নাকি বুঝানো যায়!


আপনি ভ্যানিশ কেনো?! নাই হলে লিখছেন কিভাবে!!! ভূত হয়ে?! :-B


১৩| ০৯ ই অক্টোবর, ২০০৯ ভোর ৪:০৬

মুনিয়া বলেছেন: ভালই... একটু এলোমেলো...

০৯ ই অক্টোবর, ২০০৯ ভোর ৪:১২

কখনো মেঘ, কখনো বৃষ্টি বলেছেন: খুনীঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈই!
আমার ব্লগ বাড়ীতে খুনী! ভয় পেয়েছি


আমার লেখা সব সময় এলোমেলোই হয়

১৪| ০৯ ই অক্টোবর, ২০০৯ ভোর ৪:১৬

অদ্ভুত শূন্যতা বলেছেন: @মৃনিয়া, এই এলোমেলো ব্যাপারটাই কেন যেন আমার কাছে খুব গোছালো লাগে!! হা..হা... বলতে চাইলাম এটা নিজস্বতার একটা প্রাকৃতিক প্রকাশ।

১৫| ০৯ ই অক্টোবর, ২০০৯ ভোর ৪:২৫

~স্বপ্নজয়~ বলেছেন: এত বড় লেখা? সাত দিন পর পইড়া মাইনাসটা দিয়া যাবো /:)

০৯ ই অক্টোবর, ২০০৯ ভোর ৪:২৯

কখনো মেঘ, কখনো বৃষ্টি বলেছেন: দুনিয়ার লেইজিগুলারে ব্লগ থাইক্কা দৌড়ানি দিয়া বাইর করা দরকার।


আপনে এতো বিজি কেন? এতটুকুন একটা লেখা লিখতে সাতদিন!!! নতুন কোন প্রেমিকারে নিয়ে বিজি নাকি? (ভাবীকে সব বলে দিবো) খিকজ


তাড়াতাড়ি লেখাটা পড়ে প্লাস দিয়ে যান

১৬| ০৯ ই অক্টোবর, ২০০৯ ভোর ৪:৫৪

রথে চেপে এলাম বলেছেন: রাতের ভিতরে অনেক কিছু দেখে নিতে হবে... পি ডি এফ মিনিমাইজ করে আপনার বোলোক পড়তেছি :((

০৯ ই অক্টোবর, ২০০৯ ভোর ৬:০৭

কখনো মেঘ, কখনো বৃষ্টি বলেছেন: রাতের মধ্যে সবকিছু দেখে নিতে হবে কেনো?

১৭| ০৯ ই অক্টোবর, ২০০৯ ভোর ৫:০১

সুলতানা শিরীন সাজি বলেছেন:
ভালো লাগলো কখনো মেঘ কখনো বৃষ্টির ভাবনাগুলো....আর গান।গানটা মনে হলো শুনতেই পেলাম।

কাঁঠালচাঁপার গন্ধ এত তীব্র।
বাড়ির আশেপাশে একটা গাছ থাকলে সারাক্ষন গন্ধে ভরে থাকে।আর ফুলের পাঁপড়িগুলো অন্য ফুলের মত না।একটু ভারী।
সবাই বলতো কাঁঠাল চাঁপার গাছের কাছে নাকি সাপ থাকে তাই ওখান থেকে দুরে দুরে থাকতাম। মাঝে মাঝে দিনের বেলা সুযোগ পেলে ফুল ছিড়তাম।
শুভেচ্ছা থাকলো।



০৯ ই অক্টোবর, ২০০৯ ভোর ৬:০৮

কখনো মেঘ, কখনো বৃষ্টি বলেছেন: আপু, কেমন আছো?

তোমার বাচ্চারাও কি পড়বো না, পড়বো না বলে জ্বালায়?

কাঁঠালচাপা গাছ দেখার ইচ্ছে। কোনদিন হয়ত দেখি নি।

১৮| ০৯ ই অক্টোবর, ২০০৯ ভোর ৬:১০

আশরাফ মাহমুদ বলেছেন: @ কাঁকন

''ফুলের গন্ধে ঘুম আসে না, একলা জেগে রই।''
পদ্য: কাজলাদিদি
কবি: যতীন্দ্রনাথ মোহন বাগচী (নামে শিওর না)

কবিতা: নোলক
কবি: আল মাহমুদ

দুটোই ভিন্ন পদ্য।

===============================

সুন্দর, মেঘবৃষ্টি।

০৯ ই অক্টোবর, ২০০৯ ভোর ৬:১৯

কখনো মেঘ, কখনো বৃষ্টি বলেছেন: উহুঁ হলো না, কাজলাদিদির কবিতা না ওটা। ওটা অন্য একটা কবিতা ছিলো। "মন বসে না পড়ায় আমার কাঁঠালচাঁপার গন্ধে" এই লাইনটা ছিলো অন্য একটা কবিতায়। তুমি ঐ কবিতাটা জানো না। :-P

দুটোই যে ভিন্ন কবিতা সেটাও জানি আমি আর কাঁকন :-P

সুন্দরটা কি সেটাই তো বললে না! মেঘ এবং বৃষ্টি সুন্দর নাকি লেখা?! :> :P

১৯| ০৯ ই অক্টোবর, ২০০৯ ভোর ৬:৩৬

নির্ঝর নৈঃশব্দ্য-২ বলেছেন: আমিই প্রথম পাঠক। কিন্তু কমেন্ট দিতে দেরি হলো।

অসাধারণ

০৯ ই অক্টোবর, ২০০৯ ভোর ৬:৪২

কখনো মেঘ, কখনো বৃষ্টি বলেছেন: আরে! প্রথম পাঠক এতো শেষে কেনো!!

আপনাকে একটা আইসক্রিম দেয়া হলো, প্রথম পাঠক এইজন্য :D

২০| ০৯ ই অক্টোবর, ২০০৯ ভোর ৬:৫৩

শাফ্‌ক্বাত বলেছেন: প্লাস
তবে অরিজিনাল কবিতাটা পেলে দিয়েন তো!! অনেকদিন পরে নস্টালজিক হলাম।
@কঁাকন আপা... আমার মায়ের সোনার নোলক হারিয়ে গেল শেষে, হেথায় খুঁজি হোথায় খুঁজি সারা বাংলাদেশে... এটা কি কবি আল মাহমুদের?

০৯ ই অক্টোবর, ২০০৯ সকাল ৭:০৫

কখনো মেঘ, কখনো বৃষ্টি বলেছেন: অরিজিনাল কবিতার নাম, লাইন কিছুই মনে নেই। তবে কাঁঠালচাঁপা শব্দটা মাথায় ঘুরছিলো ক্লাসের মাঝে। পড়াশুনার উপর বিরক্ত হয়ে এটা লিখে ফেললাম।


নস্টালজিক হতে ভালো লাগে না :(

আপনার প্রোফাইল ছবির বাচ্চাগুলো অনেক সুইট, মাশাল্লাহ!

২১| ০৯ ই অক্টোবর, ২০০৯ সকাল ৭:২৬

তামিম ইরফান বলেছেন: খুঁকি ব্লগিং রাইখা টেবিলে গিয়ে এ,বি,সি,ডি পড়তে বসো.......নাইলে এবারও ফেল মারবা!

১২ ই অক্টোবর, ২০০৯ রাত ১০:২১

কখনো মেঘ, কখনো বৃষ্টি বলেছেন: বান্দরের লেন্জায় আগুন লাগাইয়া দেয়া দরকার X(

২২| ০৯ ই অক্টোবর, ২০০৯ সকাল ৯:৪০

পারভেজ বলেছেন: মেয়েরা আসলে ছোটবেলা অনেক ডিটেলে মনে রাখে! মানে সুক্ষ্ণ সুক্ষ্ণ ঘটনাগুলি।
আমার আবার পড়ার টেবিলে মন না বসে কই যাবে? ;) গল্পের বই যে সবসময় মাঝখানে লুকিয়ে থাকতো। :)
লেখাটা চমৎকার লাগলো।

১২ ই অক্টোবর, ২০০৯ রাত ১০:২০

কখনো মেঘ, কখনো বৃষ্টি বলেছেন: ওরে বান্দর!! স্কুলের বইয়ের নিচে গল্পের বই লুকিয়ে পড়তে আসলেই অনেক মজা :P

২৩| ০৯ ই অক্টোবর, ২০০৯ সকাল ১০:৫১

শ্রাবনের ফুল বলেছেন: পড়াশুনা কুব কারাপ তবুও কান ধরে পড়ার টেবিলে বসাইতো :(( :((

১২ ই অক্টোবর, ২০০৯ রাত ১০:১৮

কখনো মেঘ, কখনো বৃষ্টি বলেছেন: হিহিহিহিহি

আমি কোনদিন কানমলা খাই নি।

আপনার অবস্থা দেখে খুবই হাসি পাচ্ছে

২৪| ০৯ ই অক্টোবর, ২০০৯ সকাল ১১:০২

শাওন৩৫০৪ বলেছেন: কবিতরা সাথে সামন্জস্যটা দারুন হৈছে মূল বক্তব্যের..লেখাটা সুখপাঠ্য...
ভালো লাগলো।

১২ ই অক্টোবর, ২০০৯ রাত ১০:১৬

কখনো মেঘ, কখনো বৃষ্টি বলেছেন: কিউট বিড়ালটাকে অনেক ধন্যবাদ

২৫| ০৯ ই অক্টোবর, ২০০৯ সকাল ১১:৪০

শাফ্‌ক্বাত বলেছেন: আমার মনে হয় সেই কবিতাটা এইরকম ছিল "পাঠে আমার মন বসেনা, কাঁঠালচাপার গন্ধে..."
প্রোফাইলের বাচ্চা দুইটা আমার দুইকন্যা...

১২ ই অক্টোবর, ২০০৯ রাত ১০:১৬

কখনো মেঘ, কখনো বৃষ্টি বলেছেন: ওলে ওলে!! কিউটি এনজেলগুলার জন্য অনেক আদর

২৬| ০৯ ই অক্টোবর, ২০০৯ দুপুর ২:০৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
আম্মু/আব্বু বলেন পড়োরে সোনা, আব্বু/আম্মু বলেন মন দে
পাঠে/পড়ায় আমার মন বসে না কাঁঠালচাঁপার গন্ধে


বেশি ভুল না হয়ে থাকলে এটা আল মাহমুদের। আরো বেশি ভুল করলে হতে পারে সুনির্মল বসু।

স্কুলপাঠ্য বইয়ে আগেকার চয়নিকায় দেখেছিলাম :)



কাজলা দিদি> যতীন্দ্র (নাথ নয়) মোহন বাগচী

১২ ই অক্টোবর, ২০০৯ রাত ১০:১৫

কখনো মেঘ, কখনো বৃষ্টি বলেছেন: ভুল সঠিক বুঝতে পারতেছি না :(

২৭| ০৯ ই অক্টোবর, ২০০৯ রাত ৮:৩৯

কাব্য বলেছেন: অনেকদিন পড়ালেখা করিনা,বাঁইচা গেচিগা :)

১২ ই অক্টোবর, ২০০৯ রাত ১০:১৫

কখনো মেঘ, কখনো বৃষ্টি বলেছেন: আমি মরতে চাই না। বাঁচাওওওওওওওওওওওওওওওওও

২৮| ০৯ ই অক্টোবর, ২০০৯ রাত ৮:৪৮

আকাশনীল বলেছেন: আমার কুনো পড়াশুনা নাই :)

আপু আপনে মন্দিয়া পড়াশুনা করেন।

১২ ই অক্টোবর, ২০০৯ রাত ১০:১৪

কখনো মেঘ, কখনো বৃষ্টি বলেছেন: কেনু নাই? কেনু নাই? হবে না হবে না :(

২৯| ১০ ই অক্টোবর, ২০০৯ ভোর ৫:১৪

মমমম১২ বলেছেন: আমারো কোনদিন মন বসে নাই পড়ার টেবিলে

লেখা ভালু লাগলু

১২ ই অক্টোবর, ২০০৯ রাত ১০:১৪

কখনো মেঘ, কখনো বৃষ্টি বলেছেন: ধুর! লেখাপড়া যে কে বের করছে! X(

৩০| ১০ ই অক্টোবর, ২০০৯ সকাল ৮:৫৯

ভাঙ্গন বলেছেন: মন বসেনা পড়ার টেবিলে!

১২ ই অক্টোবর, ২০০৯ রাত ১০:১৩

কখনো মেঘ, কখনো বৃষ্টি বলেছেন: আমার মন পড়ায় বসে না। আপনার দেখি টেবিলে!!

৩১| ১২ ই অক্টোবর, ২০০৯ রাত ১:৫৬

বিষুন বলেছেন: গানটা মনে হ"ল, পাড়া পড়শি কয়... এর সুরে। ঠিক আন্দাজ কোরলাম?
বাল থাকবেন শুভেচ্ছা।

৩২| ১২ ই অক্টোবর, ২০০৯ রাত ১:৫৯

বিষুন বলেছেন: ভাল থাকবেন, ভাল থাকবেন, ভাল থাকবেন, ভাল থাকবেন, টাইপিং ভ্রান্তির জন্য জোড় হাতে মাফ চাই

১২ ই অক্টোবর, ২০০৯ রাত ১০:১২

কখনো মেঘ, কখনো বৃষ্টি বলেছেন: আপনিও অনেক ভালো থাকুন।

৩৩| ১২ ই অক্টোবর, ২০০৯ সকাল ১১:০৩

আবু সালেহ বলেছেন:
শিরোনাম দেখে বাংলা ছবির পোস্টার ভেসে এলো.....

তবে যাই বলেন...যে কোন আড্ডায় আপনার গলায় গানটা চাই চাই.... B-)

১২ ই অক্টোবর, ২০০৯ রাত ১০:১২

কখনো মেঘ, কখনো বৃষ্টি বলেছেন: বাংলা ছবির পোষ্টার আর ছবি দেখতে মন চায়।


এহেম! আপনে ইতা কিতা কন?! :((

৩৪| ১২ ই অক্টোবর, ২০০৯ রাত ১০:০৪

আলী আরাফাত শান্ত বলেছেন: কিরাম আছো?
কবিতাটা পছন্দের:)

১২ ই অক্টোবর, ২০০৯ রাত ১০:১০

কখনো মেঘ, কখনো বৃষ্টি বলেছেন: চিকনাচিকনি আছি(মোটামুটি না)


কোন কবিতা পছন্দের?

৩৫| ১২ ই অক্টোবর, ২০০৯ রাত ১০:১৬

রাতমজুর বলেছেন: বই পড়া ব্যাপক ভালু কাজ :)

১২ ই অক্টোবর, ২০০৯ রাত ১০:২২

কখনো মেঘ, কখনো বৃষ্টি বলেছেন: গল্পের বই পড়া ব্যাপক ভালু কাজ। ক্লাসের বই পড়া খুব খ্রাপ :((

৩৬| ১২ ই অক্টোবর, ২০০৯ রাত ১০:২৩

রাতমজুর বলেছেন: রাইঠ ঠক ;)

১২ ই অক্টোবর, ২০০৯ রাত ১০:৩২

কখনো মেঘ, কখনো বৃষ্টি বলেছেন: আমি সব সময় রাইঠ ঠক করি B-)

৩৭| ১৪ ই অক্টোবর, ২০০৯ ভোর ৪:২৪

~স্বপ্নজয়~ বলেছেন: ভদ্র লোকের এক কথা। মাইনাস দিবো বলছি, মাইনাস দিবোই ... মাইনাস বাটুন কই লুকাইছেন? রিপুট করতেছি পুষ্ট X(

১৪ ই অক্টোবর, ২০০৯ ভোর ৪:৩২

কখনো মেঘ, কখনো বৃষ্টি বলেছেন: আপনে ভদর লোক!!!!!! আমি যতদূর দেখতেছি আপনেতো একটা টম বিলাই। X(

জলদি জলদি পিলাস দেন নয়তো জেরীরে দিয়া আপনের লেন্জায় আগুন লাগামু (মুহাহাহাহাহা X(( )

৩৮| ১৪ ই অক্টোবর, ২০০৯ ভোর ৪:৩৯

~স্বপ্নজয়~ বলেছেন: এইবার ডরাইছি :| কিন্তু আল্লাহর কসম ... পোষ্টটি আপত্তিকর ছাড়া আর কোন বাটুন খুইজা পাইতেছিনা আমি :(( :(( :((

২৩ শে অক্টোবর, ২০০৯ রাত ১:৪৭

কখনো মেঘ, কখনো বৃষ্টি বলেছেন: X((

৩৯| ২৮ শে অক্টোবর, ২০০৯ রাত ১০:৪১

বোহেমিয়ান কথকতা বলেছেন: শেষের গান টা পড়তে গিয়ে খুব হাসি পেল ।
এক দিন শুনিয়ে দিয়েন :D

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.