নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ঝন্ঝা, আমি ঘূর্ণি, আমি পথ-সমূখে যাহা পাই যাই চূর্ণি’। আমি নৃত্য-পাগল ছন্দ, আমি আপনার তালে নেচে যাই, আমি মুক্ত জীবনানন্দ। আমি হাম্বার, আমি ছায়ানট, আমি হিন্দোল, আমি চল-চঞ্চল, ঠমকি’ ছমকি’ পথে যেতে যেতে চকিতে চমকি’ ফিং দিয়া দিই তিন দোল; আমি চপলা-চপল হিন্দোল। আমি তাই করি ভাই যখন চাহে এ মন যা, করি শত্রুর সাথে গলাগলি, ধরি মৃত্যুর সাথে পান্জা, আমি উন্মাদ, আমি ঝন্ঝা! আমি মহামারী আমি ভীতি এ ধরিত্রীর; আমি শাসন-ত্রাসন, সংহার আমি উষ্ন চির-অধীর! বল বীর - আমি চির উন্নত শির!
"তোমার ফেসবুক স্টেটাসে দেখলাম লিখেছো, 'হ্যাপী বার্থডে বাংলাদেশ!'"
"হ্যা, তাতে সমস্যা কী? আজকে বিজয় দিবস না?"
"অবশ্যই আজকে বিজয় দিবস। বলতো, এই দিনে কী হয়েছিল?"
"হুহ ! এটা একটা প্রশ্ন হলো? এই দিনে পাকিস্তান আর্মি সারেন্ডার করেছিল, আর বাংলাদেশ নামের একটা দেশের জন্ম হয়েছিল।"
"তোমার তথ্যে ভুল আছে। এই দিনে বাংলাদেশের জন্ম হয়নি, বাংলাদেশ জন্মেছিল তারও নয়মাস আগে, ছাব্বিশে মার্চ, যেদিন বাংলাদেশের স্বাধীনতা দিবস।"...
"হয়েছে, হয়েছে, আর আতলামি করতে হবেনা। ষোলই ডিসেম্বর বাংলাদেশের জন্মদিন বললে এমন কোন মহাভারত অশুদ্ধ হয়ে যাবে না।"
"হবে। একটা বিরাট পার্থক্য আছে এই দুইদিনের মধ্যে। যদি ধরে নেয়া হয়, ষোলই ডিসেম্বর বাংলাদেশের জন্মদিন, তাহলে দাঁড়ায় মুক্তিযোদ্ধারা দেশদ্রোহী, দাঙ্গাবাজ! পাকিস্তানি মিলিটারী দেশ রক্ষক, এবং রাজাকাররা দেশপ্রেমিক সচেতন নাগরিক। আর ছাব্বিশে মার্চকে বাংলাদেশের জন্মদিন ধরার মানে হলো, একটি স্বাধীন দেশে ভিনদেশী সেনাবাহিনী হানা দিয়েছিল, তারা ছিল হানাদার। তাদের সহায়তা করেছিল একদল মীরজাফর রাজাকার। আর শত্রুর হাত থেকে মাকে রক্ষা করেছিল তাঁর সূর্য সন্তানেরা।"
"ও......আচ্ছা।"
"বিশেষ দিবসে শুধু বাঙ্গালী সেজে ছবি তুললে আর ফেসবুক স্টেটাস দিলেই দেশপ্রেমিক হওয়া যায়না। কিছুটা বেসিক জ্ঞান থাকাটাও প্রয়োজন।"
২| ১৮ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:২৩
মশিকুর বলেছেন:
হুম ভুলতা এখন অনেকেই করছে!
৩১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৪৬
মঞ্জুর চৌধুরী বলেছেন: একটু বুদ্ধি খাটালেই আর ভুল হবে না।
©somewhere in net ltd.
১| ১৮ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৮:১৭
বাক স্বাধীনতা বলেছেন: অ।