নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ঝন্ঝা, আমি ঘূর্ণি, আমি পথ-সমূখে যাহা পাই যাই চূর্ণি’। আমি নৃত্য-পাগল ছন্দ, আমি আপনার তালে নেচে যাই, আমি মুক্ত জীবনানন্দ। আমি হাম্বার, আমি ছায়ানট, আমি হিন্দোল, আমি চল-চঞ্চল, ঠমকি’ ছমকি’ পথে যেতে যেতে চকিতে চমকি’ ফিং দিয়া দিই তিন দোল; আমি চপলা-চপল হিন্দোল। আমি তাই করি ভাই যখন চাহে এ মন যা, করি শত্রুর সাথে গলাগলি, ধরি মৃত্যুর সাথে পান্জা, আমি উন্মাদ, আমি ঝন্ঝা! আমি মহামারী আমি ভীতি এ ধরিত্রীর; আমি শাসন-ত্রাসন, সংহার আমি উষ্ন চির-অধীর! বল বীর - আমি চির উন্নত শির!
"The 1790s will never come again. Childhood was big.
People would take walks to the very tops of hills
and write down what they saw in their journals without speaking.
Our collars were high and our hats were extremely soft.
We would surprise each other with alphabets made of twigs.
It was a wonderful time to be alive, or even dead."
- Billy Collins
আমরা কী আমাদের নব্বইয়ের দশক নিয়ে এমন একটি চমৎকার পদ্য লিখতে পারি না? "বাঁচার তরে সে ছিল এক মোহনীয় কাল, ছিল মৃত্যু হবার।"
সাক্ষী - উপন্যাস
প্রকাশনা: নন্দন
বইমেলা পরিবেশক: আনন্দম
স্টল: ৩৮২
১১ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১:৫৫
মঞ্জুর চৌধুরী বলেছেন: ধন্যবাদ ভাই
২| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:৫৫
আরোগ্য বলেছেন: দুঃখের কথা লেখকের অটোগ্রাফ পেলাম না।
১১ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১:৫৪
মঞ্জুর চৌধুরী বলেছেন: দেশে আসলে হয়ে যাবে ইন শা আল্লাহ।
৩| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:৫৬
আরোগ্য বলেছেন: আজকে পড়া শুরু করবো। শেষ করে ফিডব্যাক জানাবো।
১১ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১:৫৫
মঞ্জুর চৌধুরী বলেছেন: ধন্যবাদ
৪| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:৪২
আরোগ্য বলেছেন: বইটা সবে শেষ করলাম। সত্যি নস্টালজিক। কিছু চরিত্র আমার কাছে বেশ পরিচিত। বিশেষ করে শফিক চাচা। সব মিলিয়ে লেখা ভালো হয়েছে। শুভ কামনা রইলো। বইটির সফলতা কামনা করছি।
©somewhere in net ltd.
১| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৭:১৪
রাজীব নুর বলেছেন: সংগ্রহ করবো।