নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মঞ্জুর চৌধুরী

আমি ঝন্ঝা, আমি ঘূর্ণি, আমি পথ-সমূখে যাহা পাই যাই চূর্ণি’। আমি নৃত্য-পাগল ছন্দ, আমি আপনার তালে নেচে যাই, আমি মুক্ত জীবনানন্দ। আমি হাম্বার, আমি ছায়ানট, আমি হিন্দোল, আমি চল-চঞ্চল, ঠমকি’ ছমকি’ পথে যেতে যেতে চকিতে চমকি’ ফিং দিয়া দিই তিন দোল; আমি চপলা-চপল হিন্দোল। আমি তাই করি ভাই যখন চাহে এ মন যা, করি শত্রুর সাথে গলাগলি, ধরি মৃত্যুর সাথে পান্জা, আমি উন্মাদ, আমি ঝন্ঝা! আমি মহামারী আমি ভীতি এ ধরিত্রীর; আমি শাসন-ত্রাসন, সংহার আমি উষ্ন চির-অধীর! বল বীর - আমি চির উন্নত শির!

মঞ্জুর চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশের ভৌগলিক অবস্থান

১৩ ই সেপ্টেম্বর, ২০১৯ সকাল ৯:৪২

গতবার যখন দেশে গিয়েছিলাম, এক বন্ধু জিজ্ঞেস করলো, "অমুকের সাথে তোর দেখা হয়?"
এই অমুকটা হচ্ছে আমাদের আরেক সহপাঠী। দেড় যুগ ধরে অ্যামেরিকায় থাকে।
বললাম, "না, ও নিউইয়র্কে থাকে, আর আমি ডালাসে। তাই দেখা হয়না।"
বন্ধু জিজ্ঞেস করলো, "ওওতো আমেরিকা থাকে, তুই তাইলে আমেরিকা থাকিস না?"
আমি বললাম, "আমিও অ্যামেরিকা থাকি, তবে আমাদের স্টেট আলাদা।"
কী বুঝলো জানিনা। বললো, "ও,,,,,। তুই কী তাইলে শহরের বাইরের থাকিস?"
শহরের বাইরে থাকি মানে কী বুঝালো কে জানে! ডালাস ফোর্টওয়ার্থ মেট্রোপ্লেক্সের আয়তন চব্বিশ হাজার একশো বর্গ কিলোমিটার! যা রোড আইল্যান্ড ও কানেক্টিকাট রাজ্যের সম্মিলিত এলাকার চেয়েও বড়। এই শহরের চাইতে ছোট দেশ পৃথিবীতে বহু আছে। আমাদের শুধু এক এয়ারপোর্টের সাইজই আস্ত ম্যানহাটন সিটির চেয়ে বেশি, গিলে খাবার ক্ষমতা রাখে। এই বিশালাকৃতিকস দৈত্যকে "গ্রাম" গণ্য করায় তাই একটু ইগোতে লাগলো। বললাম, "আমিও শহরেই থাকি।"
বন্ধু জোরালো স্বরে বললো, "ওতো নিউইয়র্কে থাকে। তুই কই থাকিস?"
"ডালাস।"
"নিউইয়র্কের বাইরেতো?"
"হ্যা।"
"মানে শহরের বাইরে?"
বললাম, "আমারটাও শহর। বাংলাদেশে যেমন ঢাকা ছাড়াও চিটাগং, সিলেট এইরকম অনেক শহর আছে, অ্যামেরিকাতেও তেমনি হাজারের উপর শহর আছে।"
বন্ধু বললো, "বলিস কী! নিউইয়র্ক ছাড়াও শহর আছে? তাইলে আমি যাকেই জিজ্ঞেস করি, সেই বলে নিউইয়র্ক থাকে। আমিতো ভাবতাম ঐ এক শহর ছাড়া আমেরিকার বাকি সব গ্রাম।"
আমাদের সিলেটিদের অনেকের কাছেই গোটা ইংল্যান্ডটাই হচ্ছে "লন্ডন।" আপনি বৃহত্তর ব্রিটেনের যেকোন অঞ্চলেই থাকেন না কেন, আপনার পরিচয় "লন্ডনী বাইসাব!"
বন্ধুকে তারপরে খানিকটা জ্ঞান দিলাম। পঞ্চাশটা রাষ্ট্রের আলাদা আলাদা বিশাল বিশাল শহর থাকে, সব রাষ্ট্র মিলে একটা দেশ হলে সেটা কত বিশাল হতে পারে। কতটুক বুঝলো আল্লাহ জানেন। কিছুক্ষনের মধ্যে হালকা ছুতোয় কেটে পড়লো।

কথা হচ্ছে আমাদের প্রবাসীদের অনেকেই খুব খেপে যান যখন দেখেন বিদেশিদের অনেকেই আমাদের দেশের নাম চেনে না। সবাই আমাদের "ইন্ডিয়ান" মনে করেন, এবং আমাদের বুঝাতে হয় যে আমরা প্রতিবেশী দেশ। আমেরিকানদের ভৌগলিক জ্ঞান নিয়ে তখন অনেকেই তুচ্ছতাচ্ছিল্য করেন। "মূর্খ" বলে গালাগালিও করেন। কিন্তু তাঁদের পয়েন্ট অফ ভিউ থেকে চিন্তা করলে কিন্তু ব্যাপারটা খুবই স্বাভাবিক। Saint Kitts and Nevis, Marshall Islands, Liechtenstein দেশগুলো ভূ-মানচিত্রের কোথায় অবস্থান করে সাধারণ বাংলাদেশির কয়জন বলতে পারবেন? আমরা ইংল্যান্ড, আমেরিকা, অস্ট্রেলিয়া, জার্মানি, ক্যানাডা ইত্যাদি দেশ চিনি কারন ওরা অর্থনীতি, রাজনীতি ইত্যাদি দিক দিয়ে বহুগুন এগিয়ে আছে। বিশ্ব ক্রিকেট ও ফুটবল ফলো করি বলে বেশ কিছু ল্যাটিন আমেরিকান, ইউরোপিয়ান ও আফ্রিকান দেশের সাথে আমরা পরিচিত। কিন্তু আমেরিকাকেও যারা চিনি, তাঁরাই বা কতটা জানি এই দেশটা কত বিশাল বা ক্ষুদ্র? যেমন একবার এক ভাই দেশে বেড়াতে গেলে তাঁর এক নিকটাত্মীয় চোখ মুখ উজ্জ্বল করে বললেন, "তুমি সোহেলকে চিন?"
ভাই বললেন, "কোন সোহেল?"
ভদ্রলোক বললেন, "আরে আমার ছোট শালীর দেবর, ওওতো আমেরিকা থাকে।"
ভাই হাসিমুখে বললেন, "আচ্ছা আচ্ছা, দারুন! তা আমেরিকার কোন শহরে থাকেন?"
ভদ্রলোক জেনুইন কনফিউজ্ড স্বরে বললেন, "তাতো বলতে পারবো না। শুধু জানি সে আমেরিকা থাকে। তাই ভাবলাম তুমি নিশ্চই চিনবে।"

* আজকেই একজনকে বাংলাদেশের ভৌগলিক অবস্থান বয়ান করতে হয়েছে বলে ভাবনাটি মাথায় এলো।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১২:০২

রাজীব নুর বলেছেন: আমেরিকা কি আসলেই সোনার দেশ?
এই দেশে কি অনেক শান্তি??

২| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:২০

ঢাকার লোক বলেছেন: শুনেছি চট্টগ্রামের লোকজন নাকি চট্টগ্রামের বাইরের সবাইকে নোয়াখালীর লোক বলে ! (আমাদের চাঁদগাজী ভাই হয়তো সঠিক কিনা বলতে পারবেন)। তাই আমরা আমেরিকা বলতেও নিউ ইয়র্ক ই বুঝি আর নিউ ইয়ার্কই আমেরিকা জানি !!

৩| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ৮:১৪

ইসিয়াক বলেছেন: ভালো লেগেছে ।
ধন্যবাদ ।
শুভসন্ধ্যা ।

৪| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ১২:২৭

আনমোনা বলেছেন: যা বলেছেন। আমেরিকা মানেই নিউই্য়র্ক!
এদেশের পূর্ব থেকে পশ্চিমে যেতে সূর্য্যিমামার তিনঘন্টা সময় লাগে, এত বড়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.