নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মঞ্জুর চৌধুরী

আমি ঝন্ঝা, আমি ঘূর্ণি, আমি পথ-সমূখে যাহা পাই যাই চূর্ণি’। আমি নৃত্য-পাগল ছন্দ, আমি আপনার তালে নেচে যাই, আমি মুক্ত জীবনানন্দ। আমি হাম্বার, আমি ছায়ানট, আমি হিন্দোল, আমি চল-চঞ্চল, ঠমকি’ ছমকি’ পথে যেতে যেতে চকিতে চমকি’ ফিং দিয়া দিই তিন দোল; আমি চপলা-চপল হিন্দোল। আমি তাই করি ভাই যখন চাহে এ মন যা, করি শত্রুর সাথে গলাগলি, ধরি মৃত্যুর সাথে পান্জা, আমি উন্মাদ, আমি ঝন্ঝা! আমি মহামারী আমি ভীতি এ ধরিত্রীর; আমি শাসন-ত্রাসন, সংহার আমি উষ্ন চির-অধীর! বল বীর - আমি চির উন্নত শির!

মঞ্জুর চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

নারী আটকায় কিসে?

০৭ ই আগস্ট, ২০২৩ রাত ৮:৪৮

জাস্টিন ট্রুডো, বিল গেইটস, ঋত্মিক রোশন, তাহসান ভাই কেউই পারলো না নিজেদের বৌ ধরে রাখতে।
শাকিব খান লাত্থায়া খেদায়েও বিদায় করতে পারেনা তার দুই বৌকে।
সালমান খানই ঠিক আছে - নারী কি, সেটা সে বুঝতে পারে নাই, তাই ধরার চেষ্টাও করে নাই।

মন্তব্য ১১ টি রেটিং +০/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ০৭ ই আগস্ট, ২০২৩ রাত ৯:৫৪

জ্যাক স্মিথ বলেছেন: যারা নারীকে বুঝতে পারে না, তারাই ওই ফাঁদে আটকা পড়ে যায়- যেমন সবাই।
আর যারা নরীকে বুঝতে পারে তারা কখনো ওই ফাঁদে আটকা পড়ে না- যেমন সালমান খান।

০৮ ই আগস্ট, ২০২৩ রাত ৯:০৭

মঞ্জুর চৌধুরী বলেছেন: :) :) :)

২| ০৭ ই আগস্ট, ২০২৩ রাত ১০:২১

রাজীব নুর বলেছেন: এই সমস্যা সমাধানের জন্য নারী পুরুষ দুজনকেই উন্নত ও আধুনিক চিন্তা ভাবনার মানুষ হতে হবে।

০৮ ই আগস্ট, ২০২৩ রাত ৯:০৭

মঞ্জুর চৌধুরী বলেছেন: ঠিক।

৩| ০৭ ই আগস্ট, ২০২৩ রাত ১০:৫১

আমি সাজিদ বলেছেন: তারমানে শাকিব খানের টেস্টোস্টেরন বাকিদের চেয়ে বেশী?

০৮ ই আগস্ট, ২০২৩ রাত ৯:০৮

মঞ্জুর চৌধুরী বলেছেন: :)

৪| ০৭ ই আগস্ট, ২০২৩ রাত ১১:৩৩

হাসান কালবৈশাখী বলেছেন:
নারীকে আটকে রাখার মত অসুস্থ চিন্তা মাথায় আসে কিভাবে?
একজন শিক্ষিত সুস্থ মানুষ হয়ে।

০৮ ই আগস্ট, ২০২৩ রাত ৯:০৯

মঞ্জুর চৌধুরী বলেছেন: শিক্ষিত সুস্থ মানুষেরা "ওপেন রিলেশনশিপ" করে, এমন চিন্তা মাথায় আসে কিভাবে?

৫| ০৮ ই আগস্ট, ২০২৩ রাত ১২:৩০

সামিউল ইসলাম বাবু বলেছেন: লেখাটি ফেসবুকে দেখলাম মনে হলো |-) |-)|-)

০৮ ই আগস্ট, ২০২৩ রাত ৯:১০

মঞ্জুর চৌধুরী বলেছেন: জ্বি, আমার নিজের পোস্টে দেখতে পারেন, অথবা অন্য কেউ আমার লেখা নিজের নামে মেরে দিয়েছে। আমাকে লিংকগুলি এখানে দিনতো।

৬| ০৮ ই আগস্ট, ২০২৩ ভোর ৫:২১

কামাল১৮ বলেছেন: একজন নারী ও একজন পুরুষের মধ্যে মানবিক গুনাবলিতে কোন পার্থক্য নাই।পার্থক্য যেটা আছে সেটা হলো সমাজের অর্পিত নিয়ম কাননের কারনে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.