নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ঝন্ঝা, আমি ঘূর্ণি, আমি পথ-সমূখে যাহা পাই যাই চূর্ণি’। আমি নৃত্য-পাগল ছন্দ, আমি আপনার তালে নেচে যাই, আমি মুক্ত জীবনানন্দ। আমি হাম্বার, আমি ছায়ানট, আমি হিন্দোল, আমি চল-চঞ্চল, ঠমকি’ ছমকি’ পথে যেতে যেতে চকিতে চমকি’ ফিং দিয়া দিই তিন দোল; আমি চপলা-চপল হিন্দোল। আমি তাই করি ভাই যখন চাহে এ মন যা, করি শত্রুর সাথে গলাগলি, ধরি মৃত্যুর সাথে পান্জা, আমি উন্মাদ, আমি ঝন্ঝা! আমি মহামারী আমি ভীতি এ ধরিত্রীর; আমি শাসন-ত্রাসন, সংহার আমি উষ্ন চির-অধীর! বল বীর - আমি চির উন্নত শির!
জাস্টিন ট্রুডো, বিল গেইটস, ঋত্মিক রোশন, তাহসান ভাই কেউই পারলো না নিজেদের বৌ ধরে রাখতে।
শাকিব খান লাত্থায়া খেদায়েও বিদায় করতে পারেনা তার দুই বৌকে।
সালমান খানই ঠিক আছে - নারী কি, সেটা সে বুঝতে পারে নাই, তাই ধরার চেষ্টাও করে নাই।
০৮ ই আগস্ট, ২০২৩ রাত ৯:০৭
মঞ্জুর চৌধুরী বলেছেন:
২| ০৭ ই আগস্ট, ২০২৩ রাত ১০:২১
রাজীব নুর বলেছেন: এই সমস্যা সমাধানের জন্য নারী পুরুষ দুজনকেই উন্নত ও আধুনিক চিন্তা ভাবনার মানুষ হতে হবে।
০৮ ই আগস্ট, ২০২৩ রাত ৯:০৭
মঞ্জুর চৌধুরী বলেছেন: ঠিক।
৩| ০৭ ই আগস্ট, ২০২৩ রাত ১০:৫১
আমি সাজিদ বলেছেন: তারমানে শাকিব খানের টেস্টোস্টেরন বাকিদের চেয়ে বেশী?
০৮ ই আগস্ট, ২০২৩ রাত ৯:০৮
মঞ্জুর চৌধুরী বলেছেন:
৪| ০৭ ই আগস্ট, ২০২৩ রাত ১১:৩৩
হাসান কালবৈশাখী বলেছেন:
নারীকে আটকে রাখার মত অসুস্থ চিন্তা মাথায় আসে কিভাবে?
একজন শিক্ষিত সুস্থ মানুষ হয়ে।
০৮ ই আগস্ট, ২০২৩ রাত ৯:০৯
মঞ্জুর চৌধুরী বলেছেন: শিক্ষিত সুস্থ মানুষেরা "ওপেন রিলেশনশিপ" করে, এমন চিন্তা মাথায় আসে কিভাবে?
৫| ০৮ ই আগস্ট, ২০২৩ রাত ১২:৩০
সামিউল ইসলাম বাবু বলেছেন: লেখাটি ফেসবুকে দেখলাম মনে হলো
০৮ ই আগস্ট, ২০২৩ রাত ৯:১০
মঞ্জুর চৌধুরী বলেছেন: জ্বি, আমার নিজের পোস্টে দেখতে পারেন, অথবা অন্য কেউ আমার লেখা নিজের নামে মেরে দিয়েছে। আমাকে লিংকগুলি এখানে দিনতো।
৬| ০৮ ই আগস্ট, ২০২৩ ভোর ৫:২১
কামাল১৮ বলেছেন: একজন নারী ও একজন পুরুষের মধ্যে মানবিক গুনাবলিতে কোন পার্থক্য নাই।পার্থক্য যেটা আছে সেটা হলো সমাজের অর্পিত নিয়ম কাননের কারনে।
©somewhere in net ltd.
১| ০৭ ই আগস্ট, ২০২৩ রাত ৯:৫৪
জ্যাক স্মিথ বলেছেন: যারা নারীকে বুঝতে পারে না, তারাই ওই ফাঁদে আটকা পড়ে যায়- যেমন সবাই।
আর যারা নরীকে বুঝতে পারে তারা কখনো ওই ফাঁদে আটকা পড়ে না- যেমন সালমান খান।