নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মঞ্জুর চৌধুরী

আমি ঝন্ঝা, আমি ঘূর্ণি, আমি পথ-সমূখে যাহা পাই যাই চূর্ণি’। আমি নৃত্য-পাগল ছন্দ, আমি আপনার তালে নেচে যাই, আমি মুক্ত জীবনানন্দ। আমি হাম্বার, আমি ছায়ানট, আমি হিন্দোল, আমি চল-চঞ্চল, ঠমকি’ ছমকি’ পথে যেতে যেতে চকিতে চমকি’ ফিং দিয়া দিই তিন দোল; আমি চপলা-চপল হিন্দোল। আমি তাই করি ভাই যখন চাহে এ মন যা, করি শত্রুর সাথে গলাগলি, ধরি মৃত্যুর সাথে পান্জা, আমি উন্মাদ, আমি ঝন্ঝা! আমি মহামারী আমি ভীতি এ ধরিত্রীর; আমি শাসন-ত্রাসন, সংহার আমি উষ্ন চির-অধীর! বল বীর - আমি চির উন্নত শির!

মঞ্জুর চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

ইলিশ রপ্তানি ও আসিফ নজরুল

২১ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ৯:২২

ইলিশ রপ্তানি নিয়ে তর্ক বিতর্ক হচ্ছে।
আসিফ নজরুল ২০১৯ সালে ৫০০ টন ইলিশ রপ্তানি নিয়ে হাউকাউ করেছিলেন, এইবার ৩০০০ টন ইলিশ রপ্তানি হচ্ছে এবং উনি সরকারের দায়িত্বে আছেন।
হাসিতামাশা, আলোচনা সমালোচনা ইত্যাদি চলবেই। এইটাই #বাকস্বাধীনতা।
আলহামদুলিল্লাহ! খুবই ভাল লাগছে আমাদের দেশে এই ব্যাপারটা ধীরে ধীরে ফিরে আসছে।

এখন সরকারের দায়িত্ব কিছু প্রশ্নের জবাব দেয়া। ওদের বারবার স্মরণে রাখতে হবে, ওরা জনতার "সেবক" - শাসক না। জনতার প্রতিনিধি, তাই জনতার কাছেই ওদের জবাবদিহি করতে হবে।
প্রশ্নগুলো হচ্ছে, কত দামে রপ্তানি করা হচ্ছে? আগের সরকারের সময়ে কত দামে রপ্তানি হতো? ৩০০০ টন ইলিশ রপ্তানির ফলে দেশের রেমিটেন্স কতটা বৃদ্ধি পাবে? বিনিময়ে ভারত কি আমাদের কোন সুবিধা দিবে? পানি চুক্তি, বা তেমন কোন বিষয়ে ওদের মনোভাবের পরিবর্তন হবে? ইত্যাদি।
যেকোন ব্যবসায়ী চায় ওর দোকানের মাল বিক্রি হোক। নাহলে ব্যবসা টিকিয়ে রাখা সম্ভব হয়না। মাল বিক্রি না করে বসিয়ে বসিয়ে পঁচিয়ে লাভ নেই। দেশে উৎপাদিত রপ্তানি পণ্যের ব্যাপারটাও তাই। দুনিয়ায় আমরা ছাড়া ইলিশ মাছ কলকাতার বাঙালিরাই খায়। শ্বেতাঙ্গ আমেরিকান বা ইউরোপিয়ানদের কাছে মনে হয়না এখনও আমরা আমাদের এই মহামূল্যবান, বিশ্বের যে কোন মাছের স্বাদের সাথে টেক্কা দেয়ার ক্ষমতা সম্পন্ন পণ্যটিকে পরিচিত করতে পারিনি। জাপানিজ টুনা লাখ লাখ ডলারে বিক্রি হলেও আমাদের ইলিশ ওরা ছুঁয়েও দেখে না।
যদি দেখা যায় আগের সরকার ১ টাকায় দিত, এবং এই সরকার ৩ টাকায় দিচ্ছে, তাহলে কোন কথাই উঠবে না।
আর যদি দেখা যায় আগের সরকারও ৩ টাকায় দিত আর এই সরকারও একই দামে দিচ্ছে, তখন দেখতে হবে বিনিময়ে কি গরু আমদানির চুক্তি করেছে? ইন্ডিয়ান গরু বাংলাদেশে না আসায় আমাদের দেশি গরু ব্যবসায়ীরা গরুর মাংস খাওয়াকে রাজাবাদশার কারবার বানিয়ে ফেলেছে।
বা তেমন কিছু যা আমাদের দেশের জন্য লাভজনক?
মানুষের যে ধারণা ইলিশ মাছ ইন্ডিয়ায় চলে যায় তাই দেশে ইলিশের দাম অনেক বেশি - এমনটা আমার মতে আংশিক সত্য। এইটা ঠিক যে বাজারে প্রচুর ইলিশ থাকলে দাম কমার কথা, কিন্তু আমাদের দেশের ব্যবসায়ী সিন্ডিকেট একেকজন মুমিন বান্দা কিনা, তাই ওদেরকে বিশ্বাস করতে কষ্ট হয়। ওরা ঠিকই কৃত্রিম সংকট তৈরী করে দাম চওড়া রাখবে।
সাথে আমাদের গ্রাহকদেরও একটা দোষ আছে। বিশেষ দিনে ইলিশ না খেলে প্রেস্টিজ থাকবে না, সমাজে ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলা হবে, গার্লফ্রেন্ডের সাথে ব্রেকাপ হয়ে যাবে, চাকরি চলে যাবে, কিডনি ফেইল করে মরে যাবে ইত্যাদি নানান অজুহাতে হলেও দাম বেশি দিয়ে কিনে খেতেই হবে, তারপরে বলবে "সিন্ডিকেটগুলোর যন্ত্রনায়....." এরা জানেই না, এরাও সিন্ডিকেটের অংশ!
আর যদি দেখা যায় আগের সরকারের দামেই দিচ্ছে এবং বিনিময়ে কোন লাভই আনতে পারছে না, তাহলে মিস্টার আসিফ নজরুলকে নিজের ফাত্রামি মন্তব্যের জন্য ক্ষমা চাইতে হবে।
তবে, বাণিজ্য উপদেষ্টা যদি বলেন, ওদের দুর্গাপূজাকে মাথায় রেখে এই রপ্তানির সিদ্ধান্ত নেয়া হয়েছে, তাহলে বিষয়টা মানবিক। পজেটিভ নেগেটিভ দুইভাবেই দেখতে পারেন। জাতি হিসেবে আমরা অধম নই, বেশিরভাগ সময়েই ইমোশনালি ড্রিভেন, এবং আমাদের কাছে ঈদ যা, ওদের কাছে দূর্গাপূজাও তাই।
আশা করি এই বাহানায় কোরবানির ঈদে গরু আমদানি করে আমাদের মাংসের বাজারকে মধ্যবিত্তের জন্য সহনীয় পর্যায়ে আনবে।

মন্তব্য ১৮ টি রেটিং +০/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ২১ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ৯:৪৪

শিশির খান ১৪ বলেছেন: ১ মাশ পর তো মাছ ধরাই বন্ধ তখন ইলিশ মাছ পাবে কথা থেকে এতো টেনশন নিয়েন না আমরা ভারতকে পছন্দ করি না কিন্তু কলকাতার মানুষ কে তো একটু ছাড় দিতেই হবে আত্মীয় স্বজন বলে কথা।

২| ২১ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ৯:৫৩

ঢাবিয়ান বলেছেন: একটু পজিটিভলি নেয়ার চেষ্টা করেন বিষয়টা। বাংলাদেশের আভ্যন্তরীন স্থিতিশীলতার জন্য ভারতের সাথে সম্পর্ক উন্নয়নের দরকার আছে। মৎস উপদেষ্টার ভারতে ইলিশ না পাঠানোর বক্তব্যটা আমার খুবই অবাস্তব মনে হয়েছিল।

আমাদের ভুলে গেলে চলবে না যে, আগে ইলিশ যেত একটি দলের স্বার্থ রক্ষায় , আর এবার যাচ্ছে দেশের স্বার্থ রক্ষায়। দুটার মাঝে পার্থকটা না বুঝলে মুশকিল।

৩| ২১ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ৯:৫৬

ঢাবিয়ান বলেছেন: উপদেষ্টাদের একটু কাজ করতে দেন। এত তুচ্ছ বিষয়ে যদি সারাক্ষন উনাদের জবাবদিহি করতে হয়, তবে উনারা কাজ করবে কখন ?

৪| ২১ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ৯:৫৮

মাহমুদুর রহমান সুজন বলেছেন: দেশের স্বার্থে বানিজ্যতো করতেই হবে।

৫| ২১ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ১০:৪২

ঊণকৌটী বলেছেন: ত্রিপুরাতে বিশেষ করে আগরতলাতে সারা বছরই ইলিশ পাওয়া যায়, দাম সাধ্যের মধ্যে, এক কেজি বারশো দেড় কেজি ষোলোশো থেকে আঠারোশো একদম টাটকা, কেন যে আপনারা ইলিশ নিয়ে এতো গান, এতো কান্না, বুঝিনা |ধরেন আপনার দেশের মাছ ব্যবসায়ীদের, কেন তারা কেন টন টন ইলিশ ভারতে পাঠায়? নিশ্চয়ই লাভ বেশি করে, আর এইটা বুঝতে সায়েন্স লাগে না, বুঝলেন মহাশয় |

৬| ২১ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ১০:৪৮

আরইউ বলেছেন:



মঞ্জুর,

জামায়াতের শ্যাডো আমীর আল্লামা আসিফ নজরুল ষাড় আবেগে বলে ফেলসে আরকি এসব কথা। সাত পাঁচ ভাবে নাই, মানুষরে উসাকানী দিতে হইসে বইলা দিসে কিছু একটা যেমন সে বলছিলো বাংলাদেশ ২৬ লাখ ভারতীয় কাজ করে। কোমলমতীদের নিয়োগকৃত ইলিশ উপদেষ্টাও আবেগে বইলা দিসে যে নো ইলিশ সেন্ডিং, বাংলাদেশের মানুষ পেট ভইরা সস্তায় ইলিশ খায়িং, দেন বাকী কথা! এখন আসিফ আর ইলিশ উপদেষ্টার মুখে জুতা মেরে ক্লিনটন ফ্যামিলি কোটায় নোবেল পিস প্রাইস পাওয়া ইউনুস কাগু ইলিশ পাঠাবে দেইখা ওনাদের মুরিদ ও ভক্তকূল বিভিন্ন ফতোয়া দিতেসে দেখতেসি।

ব্লগারদের হিটলিস্ট করা আমাদের কোমলমতী ব্লগার ঢাবিয়ান সাহেব আবার এটা নিয়ে বেশি কথা না বলতে উপদেশ দিতেসেন দেখতেসি। তা কে কী লিখবে তাও যদি ঢাবিয়ান সাহেবরা ঠিক করে দেয় তাইলে ফ্যাসিস্ট হাসিনার সাথে পার্থক্য রইলো কোনে বাহে?

যাহোক, ঢাবিয়ান নিয়া বেশি কথা না বলাই ভালো তাইলে আবার কোন লিস্টে ঢুকায় টুকায় দেয় কে জানে!

আলবিদা!

৭| ২১ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ১১:৪৯

আদিত্য ০১ বলেছেন: হা হা, ইলিশ রপ্তানী করলে সেটা পজিটিভ বা ডিপ্লোমেসি, বাহ ঢাবিয়ানের মত আরও কিছু ব্লগার, ইন্ডিয়াকে যদি, দেশের কিছু অংশ দেয় (যাস্ট মেটাফর) সেটাও ডিপ্লোমেসি, বাহ বাহ

৮| ২১ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ১১:৫০

জনারণ্যে একজন বলেছেন: আরইউ, ঢাবিয়ান'কে কঠিন কিছু বলবেন না , প্লিজ।

ওনার মনমতো কিছু না হইলেই নাকি কান্না কেঁদে বিচার দেয়ার অভ্যাস আছে। হাজার হোক ছোটবেলার ছিঁচকাঁদুনে স্বভাব, এত সহজেই কি ছাড়া যায়!

আপনার নামেও মডারেটরের কাছে বিচার দিলো বলে, একটু অপেক্ষা করেই দেখুন।

৯| ২২ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ১২:২৩

আদিত্য ০১ বলেছেন: ঢাবিয়ানের চোখের পানির মাঝে আগুন মিশে থাকে, কোন গরুর রচনা বা মিথ্যা তেল ঢেলে সেই আগুন দিয়ে তার মতের বিরোধীদের ওপর রাগ আর ক্ষোভের স্ফুলিংগ ঝেড়ে দেন এমনভাবে যে এই সামুর মালিক তার এবং তার সাথে মিলে থাকা ব্লগারদের

১০| ২২ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ১২:৩৯

আরইউ বলেছেন:



জনারণ্যে একজন বলেছেন: আরইউ, ঢাবিয়ান'কে কঠিন কিছু বলবেন না , প্লিজ।

ওনার মনমতো কিছু না হইলেই নাকি কান্না কেঁদে বিচার দেয়ার অভ্যাস আছে। হাজার হোক ছোটবেলার ছিঁচকাঁদুনে স্বভাব, এত সহজেই কি ছাড়া যায়!

আপনার নামেও মডারেটরের কাছে বিচার দিলো বলে, একটু অপেক্ষা করেই দেখুন।


মনে করাই দেয়ার জন্য ধন্যবাদ, জনারণ্যে! মডারেটরে কাছে নালিশ দিলে ঠিক আছে। কিন্তু, ঢাবিয়ানের নেক্সট হিটলিস্টে নাম টাম ঢুকায়া দিলে সব্বনাশ!

@ঢাবিয়ান, আপনের ল্যান্জায় পরি, কোন লিস্টে নাম ঢুকায়েন না। প্লিজ লাগে!

১১| ২২ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ১২:৪৬

রূপক বিধৌত সাধু বলেছেন: তখন তো আর আসিফ নজরুল সরকারে ছিলেন না। এখন তো সরকারে। দায়িত্বে না থাকলে অনেককিছুই বলা যায়। দায়িত্বে গেলে অনেকসময় চুপ থাকতে হয়।

১২| ২২ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ২:৩৬

কলমনাই বলেছেন:







বাকস্বাধীনতা কি?
ভাই ব্রাদার ত্রানের ট্যাাহা চুর
চুরের ঘরের চুর

১৩| ২২ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ২:৪০

কলমনাই বলেছেন:







আমাদের ভুলে গেলে চলবে না যে, আগে ইলিশ যেত একটি দলের স্বার্থ রক্ষায় , আর এবার যাচ্ছে দেশের স্বার্থ রক্ষায়। দুটার মাঝে পার্থকটা না বুঝলে মুশকিল।

কাডল পাতা দাও তারে =p~
কয়ডা কাডল পাতা দাও =p~

১৪| ২২ শে সেপ্টেম্বর, ২০২৪ সকাল ৮:৫২

আরইউ বলেছেন:



কোটার নোবেল পাওয়া ইনুচ ইলিশ পাঠাইলে সেইটা দেশ বিক্রি হয়না, তখন একটু ছাড় দিতে হে, সেটারে পজিটিভলি নিতে হবে। ব্লগার হিটলিস্ট বানিয়ে কুখ্যাত ব্লগার পরিচয় দেয়া ঢাবিয়ান-কে পল্টিবাজীর জন্য এরশাদ অব দ্য ইয়ার উপাধী দেয়া হোক!

১৫| ২২ শে সেপ্টেম্বর, ২০২৪ সকাল ১০:০২

বিছিন্ন উদয় বলেছেন: ইলিশ পচে গেলে লবণ দিয়ে শুটকি বানিয়ে খাওয়াবে কিন্তু দাম কমাবেনা, এটাই সিন্ডিকেটের শক্তি। এই মাছ যেভাবে খুশি সেভাবেই বিক্রি করতে পারে। রপ্তানি হইলো কি হইলোনা এ নিয়ে মাথাব্যাথা অতো নাই হয়তো ইলিশ মজুতদারদের। রপ্তানি না হলেও সারা বছর ধরে হিমাগারে রাখা ইলিশ বিক্রি করবে চড়া দামে।

১৬| ২২ শে সেপ্টেম্বর, ২০২৪ সকাল ১১:১৮

প্রহররাজা বলেছেন: যেই লাউ সেই কদু মধ্যে খানে রাজাকার শব্দটা মহিমান্বিত হয়ে গেলো।

১৭| ২২ শে সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৩:৪৬

রাজীব নুর বলেছেন: আপনি কারো মন্তব্যের উত্তর দিচ্ছেন না কেন?

১৮| ২২ শে সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৩:৫০

কলমনাই বলেছেন: ঢাবিয়ান এরশাদ,







জ্বালা জ্বালা
হাইরে চুলকানির জ্বালা B-))

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.