নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মঞ্জুর চৌধুরী

আমি ঝন্ঝা, আমি ঘূর্ণি, আমি পথ-সমূখে যাহা পাই যাই চূর্ণি’। আমি নৃত্য-পাগল ছন্দ, আমি আপনার তালে নেচে যাই, আমি মুক্ত জীবনানন্দ। আমি হাম্বার, আমি ছায়ানট, আমি হিন্দোল, আমি চল-চঞ্চল, ঠমকি’ ছমকি’ পথে যেতে যেতে চকিতে চমকি’ ফিং দিয়া দিই তিন দোল; আমি চপলা-চপল হিন্দোল। আমি তাই করি ভাই যখন চাহে এ মন যা, করি শত্রুর সাথে গলাগলি, ধরি মৃত্যুর সাথে পান্জা, আমি উন্মাদ, আমি ঝন্ঝা! আমি মহামারী আমি ভীতি এ ধরিত্রীর; আমি শাসন-ত্রাসন, সংহার আমি উষ্ন চির-অধীর! বল বীর - আমি চির উন্নত শির!

মঞ্জুর চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

উত্তরার কোপাকোপির ভিডিও

২০ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১১:২০

বাংলাদেশ সোশ্যাল মিডিয়া কুয়েন্টিন টারান্টিনোর স্ক্রিপ্ট থেকে কোন অংশেই কম না। টুইস্ট, টার্নস, কমেডি, ট্র্যাজেডি, অ্যাকশন সব উপস্থিত।
উত্তরার কোপাকোপির ভিডিও নিয়েই বলা যাক।
মূল ঘটনা: একটা লোককে আরেকটা লোক কোপাচ্ছিল। এক হিজাবি নারী ওকে বাঁচাতে এগিয়ে আসেন। এবং কোপানো ব্যক্তি কোপাকুপি বন্ধ করে চলে যায়।
এই ঘটনায় একদল হঠাৎ করেই সমাজ সচেতন আদর্শ দেশপ্রেমিক হয়ে গেলেন। "এই দেশে আর থাকা যাবেনা। এদেশে আমার নিরাপত্তা কই রইলো? সুদী ইউনুস এদেশকে "ধংঘর্ষ" করে ফেলেছে। এই মুহূর্তে দরকার, শেখ হাসিনার সরকার। উনার সময়েই ভাল ছিলাম। মনের সুখে কোপাকুপি করে বিশ্বজিৎকে মেরেছি, সিলেট এমসি কলেজের বিপ্লব, এবং বরগুনার নয়ন বন্ড সবাই মহানন্দে কুপিয়েছে, কিন্তু নিজের মরার কথা চিন্তাও করতে হয়নি। আর আজ আমাকে রিক্সায় চরলে নিজের নিরাপত্তা নিয়ে চিন্তা করতে হয়। কেনু? কেনু?? কেনু??? নোবেল কমিটির কাছে দরখাস্ত, সুদী ইউসুফের পুরস্কার বাতিল করা হোক।"
আরেকদল এত বড় ঘটনাকে পাত্তাই দিচ্ছে না। যেন এইটা পান খেয়ে রাস্তায় পিক ফেলার মতন ঘটনা। কিছু বললেই বলে "গত পনেরো বছর কই ছিলেন? স্বৈরাচার, খুনি হাসিনার সময়ে এমন ঘটনা ঘটে নাই? তখন কেন কিছু বলেন নাই? আজকে হঠাৎ মুখে খই ফুটেছে?"
একদল লিখলেন "কিশোর গ্যাংয়ের কাজ।"
আরেকদল পোস্ট করলেন "ছাত্রলীগ বর্তমানে দা বটি হাতে কোপানো লীগ। যে ছেলেটা কুপিয়েছে, ওটা সজীব ওয়াজেদ জয়। প্লাস্টিক সার্জারি করে চেহারা পাল্টে কুপিয়ে আবার প্লাস্টিক সার্জারি করে আমেরিকায় ফেরত গিয়ে অনলাইন ডেটিং এপ থেকে কোন ফস্রা সুন্দ্রি মেয়ে খুঁজে বের করে ডেটিং করবে।"
সম্পূর্ণ ভিন্ন একটি দল জানালেন, "অমুক তমুকের সাথে ঝামেলা হচ্ছিল, এই দম্পতি নেমে তর্কে সামিল হলে অমুক দা দিয়ে কোপানো শুরু করে।"
নতুন এক দল ভিডিও প্রকাশ করলো যে, জনতা অপরাধীকে ধরে পুলিশে দিয়েছে। তো এই ঘটনাতেও কিছু শার্লক হোমস বেরিয়ে এলো যারা প্রমান করছে যে কোপানো ব্যক্তি আর ধরা খাওয়া ব্যক্তি এক না। সবই আইওয়াস। আপার আমলে কখনই এমন হতো না। সব মেটিকুলাসলি প্ল্যান করা।
এদিকে একটি বিশাল অংশের জনতা ঐ নারীকে মহিয়সী নারী, সিংহী রমণী, সুপার হিরো, গার্ডিয়ান এঞ্জেল ইত্যাদি ঘোষণা দিয়ে পোস্ট করতে লাগলেন। ঘরে ঘরে এমনই নারী দরকার।
"আমার বৌ এমন না কেন? ইউনুস সরকার, জবাব চাই!" - এই দাবিতে নিখিল বাংলা স্বামী সমাজ শাহবাগে অবস্থান ধর্মঢক আহ্বান করেছে।
এত সব ঘটনা চব্বিশ ঘন্টার মধ্যেই।
দেখলেন কারবার? একই ঘটনায় ট্রাজেডি, অ্যাকশন, সাসপেন্স, থ্রিল সব চলে এসেছে। তা ড্রামা বাদ যাবে কেন? ড্রামা এলো পরেরদিন। ভদ্রলোকের আসল বৌ ভিডিও প্রকাশ করলেন "যে মহিলা ওকে বাঁচাতে এসেছে, সে আসলে ওর বিয়ে করা বৌ না। ওরা পরকীয়া করছিল, আমিই ওর বিবাহিতা স্ত্রী।"
মুহূর্তেই ড্রামার সাথে সাথে কমেডি ঢুকে গেল। লোকে ধরে নিল আরেকটি মানবিক বিবাহের কাহিনী শোনা যাবে। এরই মাঝে মহিয়সী রমণী, সিংহী হৃদয় রমণী ইত্যাদি ঘোষণা দেয়া লোকজন দ্বিধায় পড়ে গেলেন। মন্তব্য ফেরত নেয়া যায়না, আবার ঠিকঠাক হজমও হচ্ছে না।
"বিয়ে হয়নি তো কি হয়েছে? মানুষ হিসেবে এগিয়েছে। পুরুষ আর নারীর মধ্যে কি বন্ধুত্ব থাকতে পারেনা? বাঙালি কারোর ভাল দেখতে পারে না।"
যুক্ত হলো এক চিমটি বিবেক, "একটি রমণী কোপাকুপির মাঝে একটা লোককে প্রাণে বাঁচিয়েছে, আর বাঙালি এই ঘটনাকে সাইডে রেখে পড়ে আছে ওদের সম্পর্ক নিয়ে? ছিঃ! বাঙালি জীবনেও ভাল হবেনা।"
ঘটনার নায়ক, ট্র্যাজিক হিরো বেচারা অরিজিনাল বৌকে ফোনকে হুমকি ধামকি দিল। বুঝেও নাই এই বৌ আরও ত্যাদড়। পুরো ফোন কনভারসেশন ভিডিও করে ফেসবুকে দিয়ে দিয়েছে। ভাইরাল হিরো ভাই মুহূর্তেই ভিলেন হয়ে গেলেন। এই প্লট টুইস্টেও ফাজিল পোলাপান কমেডি খুঁজে পেয়ে হাসতে লাগলো। শেষবার এমনটা ঘটেছিল ফুডাপ্পির বেলায়, যখন উনি আগের জামাইকে ভিলেন বানিয়ে দেশব্যাপী আদর্শ নারীর প্রতীক হয়েছিলেন, এবং পরে ধরা খেলেন যে উনি এবং উনার পরিবার একটা পুরুষকে কিভাবে চুষে খেয়ে রিভিউ না দিয়েই ছেড়ে দিয়েছিল।
এদিকে কোপাকুপির মতন মূল ঘটনা, মূল আসামি, সবাই সাইড লাইনে চলে গেলেন। এখন সিনেমার মূল বিষয় পরকীয়া, চিটিং, ডমেস্টিক ভায়োলেন্স ইত্যাদি।
ঘটনাটা নিয়ে লিখতে বসেছিলাম। পরে দেখি কাহিনী ক্ষনে ক্ষনে রং বদলাচ্ছে। কিছু লেখার আগেই ঘটনার মোড় পাল্টে যাচ্ছে। তারপরে বিরক্ত হয়ে আগের লেখা মুছতে হচ্ছে। কোন মানে হয়?

মন্তব্য ৩ টি রেটিং +২/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২১ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১২:০৫

শায়মা বলেছেন: আমি বৌটার কথা তার দৃঢ়চেতা মনোভাব দেখে প্রথমেই টাসকি খেয়েছি। এমন শক্ত হৃদয় রমনীর প্রতি শ্রদ্ধা জাগে। তারপর সন্দেহ হচ্ছে বৌটা হাসব্যান্ডের ঐ শয়তানী সহ্য না করতে পেরেই আসল ড্রামাটা করেছে কিনা কে জানে?


মানে ঐ দুই লোক কি আসলেই ছিনতাইকারী!!!

২| ২১ শে ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১১:০৫

রাজীব নুর বলেছেন: একজন মানুষকে রাস্তায় কেন কোপাবে? মানূষটা অন্যায় করলে দেশের আইন অনুযায়ী বিচার হবে। লোকজন কেন আইন নিজের হাতে তুলে নেবে?

৩| ২১ শে ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৩:৪০

নকল কাক বলেছেন: বিষয়টা নিয়ে তদন্ত হওয়া দরকার

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.