![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ঝন্ঝা, আমি ঘূর্ণি, আমি পথ-সমূখে যাহা পাই যাই চূর্ণি’। আমি নৃত্য-পাগল ছন্দ, আমি আপনার তালে নেচে যাই, আমি মুক্ত জীবনানন্দ। আমি হাম্বার, আমি ছায়ানট, আমি হিন্দোল, আমি চল-চঞ্চল, ঠমকি’ ছমকি’ পথে যেতে যেতে চকিতে চমকি’ ফিং দিয়া দিই তিন দোল; আমি চপলা-চপল হিন্দোল। আমি তাই করি ভাই যখন চাহে এ মন যা, করি শত্রুর সাথে গলাগলি, ধরি মৃত্যুর সাথে পান্জা, আমি উন্মাদ, আমি ঝন্ঝা! আমি মহামারী আমি ভীতি এ ধরিত্রীর; আমি শাসন-ত্রাসন, সংহার আমি উষ্ন চির-অধীর! বল বীর - আমি চির উন্নত শির!
বাংলাদেশে স্কুল কলেজে সোশ্যাল মিডিয়ার শক্তি ও গুজবের ভয়াবহতার ব্যাপারে কোর্স বাধ্যতামূলক করা উচিত। দুইটা উদাহরণ দেই, বুঝতে পারবেন।
১. পহেলা বৈশাখে শেখ হাসিনাকে ডাইনি সাজিয়ে একটি মূর্তি নিয়ে শোভাযাত্রা করা হয়েছে। সেখানে এক মহিলা ভাইরাল হয়েছেন। উনি বলেছেন, মূর্তির চেহারা দেখতে উনার শ্বাশুড়ির মতন।
বাঙালি হাস্যরসপ্রিয় জাতি। এই ভিডিওতে মহিলার সরল স্বীকারোক্তিতে খুব মজা পেয়ে মুহূর্তেই লাইক ও শেয়ার দিয়ে চারিদিকে ছড়িয়ে দেয়া হয়েছে। মাত্র কয়েক মিনিটের ব্যবধানে এই মহিলা পৃথিবীর সব কোনে বাংলাদেশিদের কাছে পরিচিত মুখ হয়ে গেছে।
সমস্যা হচ্ছে, আমরা অন্যকে নিয়ে মজা করলেও, নিজেরা কিন্তু নিজেদের উপর মজা নিতে পারি না।
কাজেই, ধরেই নিতে পারেন ভদ্রমহিলার শ্বাশুড়ি এই ভিডিও দেখে ভীষণ মন খারাপ করেছেন। উনি মানতেই পারবেন না উনার পুত্রবধূ গোটা দুনিয়ার সামনে উনাকে ডাইনির চেহারার সাথে তুলনা করেছে।
উনার ছেলেও ব্যাপারটা সহজে মানতে পারবে না। আমার মাকে এইভাবে পাবলিকলি ডাইনি বললে আমার ভাল লাগতো? আপনার মাকে যদি আপনার স্পাউস এইভাবে হিউমিলিয়েট করে, আপনার ভাল লাগতো?
তারপরেও ধরে নিলাম প্রেমের টানে ও ঘরে শান্তির খাতিরে উনারা এই "অপরাধ" ক্ষমা করলেন। কিন্তু এখানেই পাবলিক নিজেদের রোল প্লে শুরু করবে।
"হাহাহাহা, আপা, আপনার ছেলের বৌয়ের ইন্টারভিউ দেখলাম। আপনাকে দেখতে নাকি ডাইনির মতন লাগে! হিহিহি। আমিতো হাসতে হাসতে ফ্লোরে গড়াগড়ি খাচ্ছিলাম!"
"আপা, এইটা কেমন কথা? আপনাকে ডাইনির সাথে তুলনা করলো? তাও কোটি কোটি মানুষের সামনে? ছিঃ ছিঃ! আমিতো লজ্জায় শেষ। আমার ছেলের বৌ এই কাজ করলে....।"
অথচ মহিলাটা জাস্ট বেকুবের মতন খোলামনে কিছু কথা বলেছিল। বুঝতেই পারে নাই কোথাকার পানি কোথায় গড়িয়ে যাবে!
২. দ্বিতীয় ঘটনাটা মর্মান্তিক। রাজশাহীতে এক বৃদ্ধ হঠাৎ করেই খুবই ঠান্ডা মাথায় চলন্ত ট্রেনের লাইনে নিজের মাথা পেতে আত্মহত্যা করেছেন। সত্তুর বছরের বৃদ্ধ কেন এই কাজটি করেছেন, সেটা কাউকে বলে যান নাই।
কিন্তু কোন এক ফেসবুকার, ভাইরাল হওয়ার ধান্দায় একটা গল্প ফাঁদলো। এই লোকটার নাকি স্ত্রী মারা গেছেন। ছেলের-ছেলের বৌয়ের সংসারে ওর জায়গা হচ্ছিল না। মৃত্যুর দিনেও নাকি ওকে ঘর থেকে বের করে দিয়েছিল। খেতে দেয়নি। নিজের ঔরষজাত ছেলেই অকথ্য গালাগাল করেছে। মৃত্যুর আগ মুহূর্তেও ও অভুক্ত ছিল। ইত্যাদি ইত্যাদি অনেক করুন কাহিনী।
বাঙালি নিজের স্বভাব অনুযায়ী ঘটনাকে ভাইরাল করলো। একটু খোঁজ নেয়ার প্রয়োজনও বোধ করলো না।
প্রথম আলো পত্রিকা ঘটনার সত্যতা যাচাই করতে গিয়ে দেখে লোকটার বৌ দিব্যি বেঁচে আছেন। ভদ্রলোক ছিলেন একজন পেঁয়াজ চাষি। মৃত্যুর আগেও পরিবারের লোকজনের সাথে তাঁর স্বাভাবিক কথাবার্তাই হচ্ছিল। পরদিনই পেঁয়াজ তোলার কথা ছিল। মৃত্যুর কারন তাঁরাও জানেন না। "অনুমান" করা হচ্ছে বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান থেকে নেয়া ঋণ হয়তো এই ঘটনার পেছনের কারন। কিন্তু সেটাও অনুমান। যেহেতু লিখে যাননি, কাউকে বলেও যাননি, তাই কংক্রিট সিদ্ধান্তে আসা সম্ভব না।
নিউজ লিংক নিচে দিলাম।
কিন্তু আমাদের জনতা এরই মধ্যে লোকটার পরিবারকে ভিলেন বানিয়ে, গালাগালি করে ওদের জীবন দুর্বিষহ করে দিয়েছে।
হুমায়ূন আহমেদ বলতেন, "বাঙালি জাতি হইতেছে কান কথার জাতি।" একটা কিছু শুনলেই হইলো, সত্য মিথ্যা যাচাই বাদেই চারদিকে ছড়ায়ে দিতে এক বিন্দু সময় নষ্ট করিনা।
https://www.prothomalo.com/bangladesh/district/7kv1o2ajpw?fbclid=IwY2xjawJs9K9leHRuA2FlbQIxMAABHjT7YpNnhPVhZ4-Htd7-1JSbtp_yvfBX8buEIP412VN70I1LxCzKYokfkBCj_aem_xKZpKMJvMsJzdYPG1TVCTw
২| ১৭ ই এপ্রিল, ২০২৫ সকাল ৯:৪৭
রাজীব নুর বলেছেন: বুড়ো লোকটা ট্রেনের সামনে মাথা পেতে দিলো। ভিডিও টা খানিকটা দেখেছি। খুবই মর্মান্তিক।
©somewhere in net ltd.
১|
১৭ ই এপ্রিল, ২০২৫ ভোর ৪:৩৯
রোবোট বলেছেন: খুবই যুক্তিসংগত বিশ্লেষণ।