নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সালমা সালমা আকতার

সালমা সালমা আকতার › বিস্তারিত পোস্টঃ

উন্নয়ন করে শীঘ্রই বেকায়দায় পড়বে সরকার

২০ শে জুন, ২০১৬ রাত ২:৫১

সরকারের উন্নয়ন মধ্যবিত্ত ও উচ্চবিত্তদের কেন্দ্র করে । নিন্মবিত্তদের সুবিধা হচ্ছে না । অথচ ৯০% লোক গরীব । তাই তারা ফেসে উঠতে পারে ।
যেমন পরিবহনের কথাই ধরা যাক , চার লেন করে সরকার নাম কামিয়েছে । এবার ঢাকা-টাঙ্গাইল চার লেনের কাজ শুরু হয়েছে । কিন্তু বাড়ে নি গরীবের কমদামি মেইল বা লোকাল ট্রেনের সংখ্যা । মানে সরকার মধ্যবিত্তকে স্ট্যান্ডার্ড ধরে প্রকল্প বাস্তবায়ন করছে যেখানে ৯০% লোক গরীব, মধ্যবিত্ত নয় ।

আমি ছোট বেলার কথা মনে আছে কতবার ময়মনসিংহ-কিশোরগঞ্জ কত ১৫ টাকা ভাড়ায় গিয়েছি । তাহলে ১০০ কিলোমিটার ভাড়া হবে সব্বোচর্চ ২০ টাকা ।
কিন্তু সরকার মান সম্মত প্রকল্প নিয়ে দামি দামি সবকিছু করছে । তারও দরকার আছে । কিন্তু গরীব মানুষ যাবে কোথায় । এরা তো এক সময় ফেসে উঠে সরকারের পতন চাবে ।

কেননা মান ভালো করার সাথে দামও বাড়াচ্ছে সরকার । গ্যাসের বিল , বিদ্যুত বিল ও রেলের ভাড়া ইত্যাদি ইত্যাদি

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২০ শে জুন, ২০১৬ রাত ৩:০২

বাশার বিশ্বাস বলেছেন: আপু আমি আপনার সাথে এক মত পোকাশ করলাম । আপনার পরিচয়টা পেতে পারি কি

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.