নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সালমা সালমা আকতার

সালমা সালমা আকতার › বিস্তারিত পোস্টঃ

কামাই করাই গরীবের কাল বা বিষ

১০ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:২৭

কামাই করাই গরীবের কাল । গরীবরা দ্রুত কামাই করতে পারে যাতে তিন-সন্তানের জনক হতে পারে । কিন্তু এতে সম্পত্তি ভাগ হয়ে যাওয়ায় সন্তানরা একেবারে পথে নামে মানে ভাসমান মানুষ হয়ে যায় ।

অন্যদিকে ধনীদের সন্তানদের ইনকাম করতে বেশী সময় লাগে । ধনীরা মান সম্মানের ভয়ে অনেক সময় নিন্মমানের কাজ করা থেকে দূরে থাকে । ফলে তাদের কামাই থাকে না । ফলে তারা সন্তান একটি নেয় । ফলে সম্পদেরও ভাগ হয় না । এতে ধনীরা সাময়িক টাকার অভাবে কষ্ট করলেও জিতে যায় । অন্যদিকে গরীররা সময়িক ভালো পোষাক ও মাছ গোশতো খেলেও তারা সম্পদহারা হয়ে একেবারে ভাসমান মানুষে পরিনত হয় ।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১০ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:৫৭

সুমন কর বলেছেন: আরো একটু হলে মন্দ হতো না....

২| ১০ ই জুলাই, ২০১৬ রাত ১০:০৭

রাজীব বলেছেন: পরিস্কার হলো না। আরেকটু বড় করে লিখতে হবে।

৩| ১১ ই জুলাই, ২০১৬ বিকাল ৫:১১

আমি ব্লগার হইছি! বলেছেন: এমনিতেই বাসায় কাজ করার কাজের লোক পাওয়া যাচ্ছেনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.