![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দুই টাকার হোভারবোর্ড কি পারবে প্রাইভেটকারের স্থান দখল করতে
আসলে ২০,০০০ টাকার হোভারবোর্ড পরিবহনে এক বিপ্লব আনতে যাচ্ছে । নিকট পরিবহনে অনেক যানবাহন যোগ হলেও কোন কিছুই প্রাইভেট কারের বিকল্প হতে পারেনি ।
যেমন অটো সস্তা ও সাশ্রয়ী হলে কি হবে শিক্ষিত ও প্রথম শ্রেনীর উচ্চপদের লোকেরা অটো চালিয়ে অফিসে যেতে পারে না মান সম্মানের ভয়ে ।
তারপর একজন ডাক্তার বাস চালিয়ে কিংবা নসিমন-করিমন , সি.এন.জি ইত্যাদি চালিয়েও অফিসে যাওয়া সম্ভব নয় ।
একমাত্র পরিবহন যা চালিয়ে একজন শিক্ষিত লোক অফিসে , বাজারে যেতে পারে তা হলো প্রাইভেটকার নতুবা হেটে যাওয়া ।
যুগে যুগে বহু যানবাহন এসেছে কোনটাই প্রাইভেটকারের বিকল্প হতে পারে নি । কিন্তু হোভারবোর্ড চালিয়ে একজন শিক্ষক কিংবা অফিসারের কর্মস্থলে যেতে কোন সংকোচবোধ করবে না । যার ফলে হোভারবোর্ড মোবাইলের মতো একটি বিপ্লব ঘটাবে ।
২| ১১ ই জুলাই, ২০১৬ দুপুর ১:৩৫
সুমন কর বলেছেন: দেখা যাক সময় কি বলে !!
৩| ১১ ই জুলাই, ২০১৬ বিকাল ৫:১৬
রাজীব বলেছেন: আমার মনে হয়না। কারন বাংলাদেশের ভাংগা রাস্তায় হোভারবোট চালালে পড়ে যেয়ে গায়ে কাপড়ে কাদা পানি মেখে অফিসে হাজির হতে হবে।
৪| ১১ ই জুলাই, ২০১৬ রাত ৮:১০
বিচার মানি তালগাছ আমার বলেছেন: কম জায়গায় বেশী জনসংখ্যার দেশে এগুলো কার্যকরী নয়...
©somewhere in net ltd.
১|
১১ ই জুলাই, ২০১৬ দুপুর ১:১২
নতুন বলেছেন: কিছু মানুষ সব সময়ই নিজেদের টাকা পয়সা দেখানোর জন্য ভাব দেখাবেই... তারা আরো দামি কিছু খুজে বের করবে ভাব দেখানোর জন্য।
আর আরাম আয়েশের কিছু বিষয়টাও আছে।
যানজট কমাতে আন্তরিক ভাবনার প্রয়োজন।