নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সালমা সালমা আকতার

সালমা সালমা আকতার › বিস্তারিত পোস্টঃ

বর্তমানে আমার জানা মতে এমনকিছু নেই যে পুরোনো হলে দাম কমে না শুধুমাত্র বাস ভাড়া বাদে

০৬ ই নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৩৭

বাস মালিকরা হিসেব ছাড়াই লাভ করছে । ৩০ বছরের পুরোনো আর একদম নতুন বাসে ভাড়া একই । হানিফ এন্টারপ্রাইজ একটি বাস কিনে ১২০০ বাস বানাতে পারলে , একটি ফ্ল্যাট কিনে কেন ১২০০ ফ্ল্যাট বানাতে পারে না ?

কারন সবারই লাভ করার একটা লিমিট থাকে । কিন্তু বাসের কোন লিমিট নেই । একটি পুরোনো কমপিউটারের দাম নতুন কমপিউটারের ৫ ভাগের একভাগ হলেও ৩০ বছর আগের ইশাখা আর এনার বা হানিফের বাস ভাড়া সমান ।
আন্তর্জাতিক বাজারে সয়াবিন তেলের দাম কমলে মুদির দোকানদারও একটি কমাতে বাধ্য হয় । কিন্তু ডিজেলের দাম ১০০ টাকা কমলে বাস মালিকরা ১ পয়সা বাস ভাড়া কমায় না ।
বর্তমানে আমার জানা মতে এমনকিছু নেই যে পুরোনো হলে দাম কমে না শুধুমাত্র বাস ভাড়া বাদে ।
আপনার পরনের জামা ৫০০ টাকা হলে ১ মাস পড়লে এর দাম ৫০ টাকাও থাকে না । কিন্তু ৫ লাখ টাকা আর ৫০ লাখ টাকার বাসে ভাড়া একই । এই ব্যপারটি বাস ছাড়া দুনিয়াতে আর কিছু নেই । এটি বর্তমান জমানায় সবচেয়ে অদ্ভুদ জিনিস ।

আপনি প্রথম শ্রেনীর চাকুরী করলে বেতন বেশী পাবেন , তৃতীয় শ্রেনীর কম । কিন্তু ১৯৮০ এ কিনা বাস আর ২০১০ সাল এ কিনা বাসের বাস ভাড়ার মধ্যে তফাত নেই কেন ?

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৬ ই নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৫৯

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: সহমত

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.