নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\"নিশ্চয়ই তিনি (হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) আল্লাহর রাসূল এবং শেষনবী।\" - সূরা আহযাব : ৪০

NurunNabi

লিখক শিক্ষাবিদ ও গবেষক

NurunNabi › বিস্তারিত পোস্টঃ

সূরা নিসার ৬৯ এবং সূরা আ\'রাফের ৩৫ নং আয়াত দ্বারা কাদিয়ানিদের ভুল ব্যাখ্যার খন্ডন

০৭ ই অক্টোবর, ২০১৭ রাত ১১:৪৩

বিসমিল্লাহির রাহমানির রাহিম।

মির্যাকে নবী সাজাতে তার অনুসারিদের কুরআনের আয়াতে অপব্যাখ্যা ও তার খন্ডন পড়ুন:-

প্রিয় বন্ধুরা! আসুন ভন্ডনবী মির্যা গোলাম আহমদ কাদিয়ানি'র অনুসারি কাদিয়ানি জামাত'র কতেক বিভ্রান্তিকর যুক্তি ও পবিত্র আয়াতে কুরআনী'র অপব্যাখ্যার জবাব জেনে নিই! এখন থেকে সেসব আয়াত নিয়ে লেখব যেগুলোর বিকৃত অর্থ আর মনগড়া ব্যাখ্যা দ্বারা সাধারণ মানুষকে তারা ধোকা দেয় এবং মির্যা কাদিয়ানী "নবী" হওয়ার পক্ষে ধারণা দেয়ার চেষ্টা চালায়। প্রথমে পবিত্র কুরানের সূরা আ'রাফের ৩৫ নং আয়াত এবং সূরা নিসার ৬৯ নং আয়াতের অর্থ এবং সেটির প্রকৃত উদ্দেশ্য কী তা ইসলামের প্রাচীন ও আদিম ব্যাখ্যার আলোকে জেনে নিন। তারপর কাদিয়ানিরা সেটিকে কিভাবে বেঁকিয়ে ব্যাখ্যা দিয়ে মির্যার "নবী" দাবি করার বদনাম ঘোচানোর ব্যর্থ চেষ্টা করে তা দেখুন।

ক্লিক করুন নিচের লিংকে : http://www.markajomar.com/?p=3359 (লেখাটি পড়লে তাদের অপব্যাখ্যা আর আমাদের জবাব সঠিকভাবে বুঝতে পারবেন)।

পরিশেষে, আমি আমার অনলাইন লাইফের দীর্ঘ তিক্ততা থেকে পরিষ্কার বলতে পারি যে, কাদিয়ানিরা মজ্জাগতভাবে এতই একচোখা আর অন্ধবিশ্বাসী যে, মির্যা কাদিয়ানির প্রকৃত চরিত্রগুলো নিয়ে তারা ভাবতেও চায়না। চোখে আঙ্গুল দিয়ে যতই দেখাবেন তারা 'যে লাউ সেই কুদু'!!!

অথচ মির্যা সাহেব তার লেখনিতে ভুরি ভুরি মিথ্যার দৃষ্টান্ত স্থাপন করে গেছেন। যা নিরপেক্ষ মন আর পবিত্র ইচ্ছাশক্তি নিয়ে বুঝিয়ে পড়ার পর সে যত বড় মজবুত আহমদি ভাবাদর্শের মুনাজির হোক না কেন, মুহূর্তে তার ভেতর পরিবর্তন আসবে এবং সে ইসলাম কবুল করতে বাধ্য হবে। যেমনি ভাবে স্বয়ং মির্যা মাসরূর আহমেদ এর ভাতিজা মির্যা শামসুদ্দিন মির্যায়ী ধোকা উপলব্ধি করতে পেরে ইসলাম কবুল করেছেন এবং মির্যায়ীয়তকে গুডবাই জানিয়ে দিয়েছেন। (সাবেক কাদিয়ানী মির্যা শামসুদ্দিন লাহোরি ভাইয়ের ছবি দেখুন)। ইনশাআল্লাহ সেই উপলব্ধি আর ইচ্ছাশক্তি আপনার ভেতরও নিশ্চয় জেগে উঠবে যদি ১০ পর্বের মির্যার ৫৫টি মিথ্যার ডকুমেন্টারি লেখাটি পড়ে একটু ভাবতে পারেন! দেখতে ক্লিক করুন :- http://www.markajomar.com/?p=3938

লেখক, মুহাম্মদ নূরুন্নবী

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৮ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:২৪

চাঁদগাজী বলেছেন:


ধর্মের একটা সমস্যা হলো, ধর্মীয় ব্যক্তিত্বরা নিজেদের বক্তব্য যোগ করে, ধর্মকে সামান্য পরিমাণে হলেও বদলায়ে দেয়

২| ১৬ ই অক্টোবর, ২০১৭ সকাল ১০:৫৫

NurunNabi বলেছেন: আপনাকে আন্তরিক মুবারকবাদ। আপনি বলেছেন, ধর্মের একটি সমস্যা হল...." আসলে এটি ধর্মের সমস্যা নয়, এটি ব্যক্তির অজ্ঞতা বা কুপমণ্ডক চিন্তার ফসল। ধর্ম হল আল্লাহ'র। মানুষের তৈরি কোনো মতবাদ কখনো আল্লাহ'র হয়না।

মির্যা কাদিয়ানী ছিল ব্রিটিশের একটি গেইম। যার উদ্দেশ্য ছিল - ডিভাইট এন্ড রূল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.