নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\"নিশ্চয়ই তিনি (হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) আল্লাহর রাসূল এবং শেষনবী।\" - সূরা আহযাব : ৪০

NurunNabi

লিখক শিক্ষাবিদ ও গবেষক

NurunNabi › বিস্তারিত পোস্টঃ

মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানি ভবিষৎবাণী

০৩ রা নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৪৮

সর্বশেষ নবী পেয়ারে আক্বা আঁ হযরত মুহাম্মদ (সা)-এর ঐতিহাসিক সাড়া জাগানো ভবিষৎবাণী :-

(১) হযরত (সা) একদা স্বীয় সাহাবী হযরত আম্মার ইবনে ইয়াসার (রা) সম্পর্কে দুঃখ করে ভবিষৎবাণী দিয়ে বলেছেন "ويح عمار تقتله الفئة الباغية" অর্থাৎ আম্মারের জন্য দুঃখ হয়, বিদ্রোহীদল তাকে হত্যা করবে।" (সহীহ বুখারী, জিহাদ পর্ব, হাদিস নং ২৬১৭)।

সম্পর্কিত তথ্য, শেষনবী হযরত (সা)'র এ ভবিষৎবাণী অক্ষরে অক্ষরে বাস্তবায়িত হয়েছে। হযরত আম্মার (রা) স্বাভাবিক মৃত্যুবরণ করেননি। তিনি সিফফিন যুদ্ধে শহীদ হন। ৬৫৭ হিজরীতে হযরত আম্মার (রা) খলিফাতুল মুসলিমীন হযরত আলী (রা)-এর পক্ষে লড়াইতে যোগদান করেছিলেন। বিদ্রোহী প্রতিপক্ষের সৈন্যের হাতে তিনি শাহাদাত বরণ করেন। সিরিয়ার 'রাক্কাহ' নগরীতে তার কবর আজও পাওয়া যায়। উক্ত ভবিষৎবাণী বাস্তব হওয়ার কারণ এই যে, হযরত (সা) এর ভবিষৎবাণী মনগড়া ছিলনা, বরং খোদাতায়ালার পক্ষ থেকে ছিল।

অপর দিকে ভন্ডনবী মির্যা কাদিয়ানির অগণিত ভবিষৎবাণী ও মিথ্যা ইলহামগুলো অপূর্ণ থেকে যায়। যার তালিকা অনেক দীর্ঘ। ফলে সেগুলোকে বাস্তব করে দেখাতে নিকৃষ্ট প্রতারণা আর অপব্যাখ্যার আশ্রয় নেয়া ছাড়া আর কোনো উপায় ছিলনা। মজার ব্যাপার হল, তাদের অধিকাংশ অপব্যাখ্যা এতই মিরাকল ছিল যে, একজন সুস্থ মানুষের পক্ষে তা কখনো মেনে নেয়া সম্ভব হবেনা। যে কেউ তাদের অপব্যাখ্যা পড়ে বেকুব বনে যাওয়ার উপক্রম হবে। আল্লাহপাক আমাদের ঈমানকে ভন্ড কাদিয়ানী প্রবর্তিত এ "আহমদী জামাত" এর ধোকা থেকে রক্ষা করুন। (সময়ের সাড়া জাগানো বই, আহমদী বন্ধু! ইসলামে ফিরে এসো।)

লেখক, প্রিন্সিপাল নূরুন্নবী।

ইমেইল : [email protected]

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.