নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\"নিশ্চয়ই তিনি (হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) আল্লাহর রাসূল এবং শেষনবী।\" - সূরা আহযাব : ৪০

NurunNabi

লিখক শিক্ষাবিদ ও গবেষক

NurunNabi › বিস্তারিত পোস্টঃ

সহীহ হাদীসের আলোকে হযরত ইমাম মাহদী (রাদ্বিয়াল্লাহু আনহু)-এর পরিচয়

০৭ ই ডিসেম্বর, ২০১৮ রাত ২:১১

সহীহ হাদীসের আলোকে প্রকৃত ইমাম মাহদীর পরিচয়ঃ


[বইটি রকমারি ডটকম থেকেও অর্ডার করতে পারেন। যোগাযোগ : ০১৮১২-৫৬১৮২৪)

প্রথমে জেনে নেয়া দরকার যে, ইমাম মাহদীর সাথে দোয়াস্বরূপ কেউ "(আঃ)" ব্যবহার করেন আবার কেউ "(রাঃ)" শব্দ ব্যবহার করে থাকেন। তবে মুজাদ্দিদে আলফে সানী শায়খ আহমদ সারহিন্দী (রহঃ)-এর কিতাব 'আল-মাকতূবাত' এর মধ্যে ইমাম মাহদী'র সাথে তিনি 'রাদ্বিয়াল্লাহু আনহু' (সংক্ষেপে "রাঃ") ব্যবহার করেছেন। [দেখুন, মাকতূবাতঃ ৪র্থ খন্ড, দপ্তর-এ আউয়াল পৃষ্ঠা ৫৮৭]। এতে প্রমাণিত হয়ে যায় যে, মুজাদ্দিদ সাহেবও বিশ্বাস করতেন যে, প্রতীক্ষিত ইমাম মাহদী "নবী" হবেন না, বরং শুধুমাত্র শেষনবী হযরত মুহাম্মদ (সাঃ)-এর একজন উম্মতী ও "খলিফা" হবেন। কিতাবের স্কিনশট থেকে প্রমাণ দেখে নিন! এবার ইমাম মাহদী (রাঃ) এর পরিচয় নিচে দেখুন!
__________
# ইমাম মাহদী (রাঃ) এর নাম হবে - মুহাম্মদ। পিতার নাম হবে - আব্দুল্লাহ। [তিরমিযীঃ হাদিস নং ২২৩০; আবু দাউদঃ হাদিস নং ৪২৮১]

# তিনি রাসূল (সাঃ) এর বংশে হযরত ফাতেমা (রাঃ) এর পুত্র হযরত ইমাম হাসানের ঔরসে জন্মগ্রহণ করবেন। [আবুদাউদঃ ৪২৮৪]। এতে এও প্রমাণিত হচ্ছে যে, প্রতীক্ষিত ইমাম মাহদী (রাঃ) একজন কোরাইশী ও আরবী হবেন। (ওয়াল্লাহু আ'লাম)।

# ইমাম মাহদী (রাঃ) এর ললাট (কপাল) হবে প্রশস্ত আর নাক হবে উঁচু। [সুনানে ইবনে মাজাহঃ হাদিস নং ৪০৭৭; হাদিসের মানঃ সহীহ]

# হাদীস শরীফে তাঁর সম্পর্কে 'ওয়া ইমামুকুম মিনকুম' (তখন তোমাদের ইমাম তোমাদের-ই মধ্য থেকে হবে) উল্লেখ আছে। [দলিলঃ সহীহ মুসলিম, কিতাবুল ঈমান, ১/১৩৬]।

# একই হাদীসের প্রথমাংশে ঈসা (আঃ) সম্পর্কে 'ইযা নাজালা ইবনু মরিয়ম ফী কুম' (যখন তোমাদের মাঝে ইবনে মরিয়ম অবতরণ করবেন)-ও উল্লেখ আছে। ইমাম বায়হাক্বী কর্তৃক সংকলিত 'আল-আছমা ওয়াছ ছিফাত' গ্রন্থের ২য় খণ্ডের ৩৩১ নং পৃষ্ঠায় হযরত আবু হোরায়রা (রাঃ) হতে বর্ণিত এই একই হাদীসে 'ইবনে মরিয়ম' শব্দের পরে "মিনাছ ছামায়ী" তথা 'আকাশ থেকে' শব্দ উল্লেখ আছে। তাই এবার সম্মিলিত অর্থ দাঁড়াল - "মরিয়ম পুত্র ঈসা যখন তোমাদের মাঝে আকাশ থেকে অবতারণ করবেন তখন তোমাদের কেমন হবে।" হাদীসের মানঃ সহীহ। রাবীদের সবাই বুখারী ও মুসলিমের রাবী। সংশ্লিষ্ট স্কিনশট থেকে দেখুন।



মনে রাখা চাই যে, উক্ত সম্মিলিত হাদীস দ্বারাও ইমাম মাহদী (রাঃ) আর ঈসা (আঃ) উনারা ভিন্ন ভিন্ন চরিত্রের দুইজন হওয়া দ্বিপ্রহরের সূর্যের আলোর মত স্বচ্ছ ও পরিস্কার। কারণ তাঁরা যদি একই ব্যক্তি হতেন তাহলে মধ্যখানে অবস্থা-নির্দেশক "ওয়াও" বর্ণ উল্লেখপূর্বক রাসূল (সাঃ) নুযূলে ঈসা সম্পর্কিত ভবিষ্যৎবাণীর পরপরই পুনরায় "তখন তোমাদের ইমাম (মাহদী) তোমাদের-ই মধ্য থেকে হবে" কথাটির কেন পুনঃ বৃত্তি করলেন? জ্ঞানীদের ভাবিয়ে তুলে কিনা?

# ঈসা (আঃ) নাযিল হওয়ার পরে (সর্বপ্রথম) সেই সময়কার মুসলমানদের নেতৃত্বে থাকা ইমাম মাহদী (রাঃ) তাঁকে উদ্দেশ্য করে বলবেন, (হে রূহুল্লাহ!) "ছাল্লি বি-না" অর্থাৎ আপনি আমাদের সাথে নিয়ে (জামাতে) নামায পড়িয়ে দিন। [সহীহ মুসলিম, কিতাবুল ফিতান: পৃষ্ঠা নং ২২৫]।

এই হাদীস দ্বারাও ইমাম মাহদী এবং ঈসা তাঁরা ভিন্ন ভিন্ন চরিত্রের দুইজন হওয়াই প্রমাণিত। উল্লেখ্য, কাদিয়ানী সম্প্রদায় ঈসা এবং ইমাম মাহদী দুইজনকে একই ব্যক্তি সাব্যস্ত করতে "ইবনে মাজা" হতে যেই বর্ণনা পেশ করে সেটি সম্পর্কে মোল্লা আলী ক্বারী (রহঃ) "মেরকাত" কিতাবের 'ফিতনাপর্ব' এর 'কেয়ামতের আলামত অধ্যায়' অনুচ্ছেদ নং ৩, পৃষ্ঠা নং ১০১ এর মধ্যে লিখেছেন, এটি হাদীস বিশারদদের সর্বসম্মতিক্রমে "দুর্বল"।

তাছাড়া ইমাম সাগানী (রহঃ) একে জাল (বানোয়াট) হাদীস বলেছেন। [দেখুন, আল-ফাওয়ায়িদুল মাজমু'আ পৃষ্ঠা ১২৭; ইমাম শাওক্বানী]।

মির্যা কাদিয়ানী কর্তৃক স্বীকৃত হিজরী দশম শতাব্দীর যুগ মুজাদ্দিদ, ইমাম তাহের পাটনী গুজরাটী (রহঃ) রচিত 'মাজমাউল বিহার' কিতাবের ৫১৯ নং পৃষ্ঠার পরিশিষ্ট অংশের দ্বিতীয় লাইনেও লেখা আছে - قال الصغاني لا المهدي إلا عيسى بن مريم موضوع অর্থাৎ ইমাম ছাগানী (রহঃ) বলেছেন "ওয়া লা আল মাহদী ইল্লা ঈসা ইবনে মরিয়ম" এটি জাল তথা বানোয়াট হাদীস।

এমনকি মির্যা কাদিয়ানী নিজেও তার "হামামাতুল বুশরা" বইতে স্বীকার করেছেন যে, "ওয়া লা আল মাহদী ইল্লা ঈসা ইবনে মরিয়ম" শীর্ষক অংশ বিশিষ্ট এই হাদীস দুর্বল এবং ত্রুটিপূর্ণ । [দেখুন, মির্যার ৮৪টি বইয়ের সমষ্টি ২৩ খন্ডে প্রকাশিত - রূহানী খাযায়েন এর খন্ড নং ৭ পৃষ্ঠা নং ৩১৪]।
_____
জেনে আরো অবাক হবেন, মির্যা কাদিয়ানী "মাসীহ" দাবী করার প্রায় ১০ বছর পরও বিশ্বাস করতেন যে, ইমাম মাহদী আর ঈসা (আঃ) তারা কখনো একই ব্যক্তি হতে পারেন না। যেমন তিনি লিখেছেনঃ- "এবং আমি প্রমাণ করেছি যে, সেই পারস্যের পুরুষটি-ই মাহদী। যেজন্য মানতে হবে যে, মাসীহ মওঊদ, মাহদী এবং দাজ্জাল তিনোজন পূর্বদিকেই প্রকাশিত হবে আর সেই রাষ্ট্রটি হচ্ছে হিন্দুস্থান।" [দেখুন, রূহানী খাযায়েন ১৭/১৬৭]। উল্লেখ্য, মির্যা সাহেবের এই বক্তব্য তার 'তুহফায়ে গোলডবিয়া' বইতেও লিখা আছে। তিনি বইটি রচনা করেছিলেন ১৯০০ (আগস্ট) সাল থেকে ১৯০২ সালের ভেতর।

খেয়াল করুন, মির্যা সাহেব এখানে মাসীহ, মাহদী আর দাজ্জাল উল্লেখ করে তারপরে লিখেন "তিনোজন"। এবার তাহলে 'মাসীহ আর মাহদী' একই ব্যক্তি কিভাবে হন? স্কিনশট থেকে দেখে নিন। রূহানী খাযায়েন ১৭/১৬৭

# মির্যা কাদিয়ানীর "ইযালায়ে আওহাম" নামক বইটিও সাক্ষী, মাসীহ আর মাহদী একই ব্যক্তি নন, বরং দুইজন-ই আলাদা! স্কিনশট সহ এখানে দেখুনঃ- এখানে ক্লিক করুন

# হযরত ইবনে আব্বাস (রাঃ) হতে বর্ণিত রাসূল (সাঃ) বলেছেনঃ "লান তুহলিকা উম্মাতুন আনা ফী আওয়ালিহা ওয়া ঈসা ইবনে মরিয়ম ফী আখিরিহা ওয়াল মাহদী ফী আওসাতিহা।" অর্থাৎ এই উম্মত (উম্মতে মুহাম্মাদিয়া) কখনো ধ্বংস হবেনা। (যেহেতু) আমি এই উম্মতের শুরুতে রয়েছি। শেষে থাকবেন ঈসা ইবনে মরিয়ম আর মধ্যখানে ইমাম মাহদী থাকবেন। [রেফারেন্স - কাঞ্জুল উম্মালঃ খন্ড ১৪ পৃষ্ঠা ২৬৬; সংকলক আলাউদ্দিন আলী আল মুত্তাকী (মৃতঃ ৪৯৯ হিজরী), আরো দেখুন ইমাম আলী ইবনু হুসামুদ্দীন (মৃতঃ ৯৭৫ হিজরী) সংকলিত হাদীসের কিতাব "আল বুরহান ফী আলামাতে মাহদীয়ে আখিরিয জামান" পৃষ্ঠা নং ৫৭]।

দৃষ্টি আকর্ষণ : হাদীসের ভাষ্য "ওয়াল মাহদী ফী আওসাতিহা"। এখানে 'আওসাত' শব্দের ব্যাখ্যাটা কী রকম হবে তাও কিতাবটিতে ইমাম আলাউদ্দিন আল মুত্তাকী তিনি বুখারী শরীফের ব্যাখ্যাকারক ইমাম ইবনে হাজার আসকালানী (রহ) থেকে 'ক্বারীবু আখিরিহা' তথা শেষ যামানার নিকটবর্তী সময় - মর্মে সুস্পষ্ট করে দিয়েছেন।

# আরেকটি হাদীসে ঈসা (আ) তিনি ইমাম মাহদীর পেছনে সালাত আদায় করবেন মর্মে يكون في ذمن المهدي و يصلى عيسى خلفه উল্লেখ আছে। এর মানে, ইমাম মাহদীর যুগেই ঈসা (আ) হবেন এবং তিনি ইমাম মাহদীর পেছনে (প্রথম সালাত) ফজরের সালাত পড়বেন এইরূপ উল্লেখ আছে। [রেফারেন্সঃ কাঞ্জুল উম্মাল খন্ড নং ৫ পৃষ্ঠা নং ৩৮৩; হাদীস নং ৭৩৮৪]।

# ইমাম মাহদী (রাঃ) আত্মপ্রকাশ করার পর সর্বপ্রথম মুসলমানদের থেকে বাইয়াত (অঙ্গীকারনামা) গ্রহন করবেন মক্কায়। হাজরে আসওয়াদ এবং মাক্বামে ইবরাহিম এর মধ্যবর্তী স্থানে। [আবুদাউদঃ হাদিস নং ৪২৮৫]

# যখন ইমাম মাহদী (রাঃ)-এর আগমন হবে তখন থেকে সারা দুনিয়ার আমূল পরিবর্তন শুরু হবে। সারা দুনিয়া (ইমাম মাহদীর শাসনামলেই) ন্যায় এবং ইনসাফে পূর্ণ হয়ে যাবে। [আবুদাউদঃ হাদিস নং ৪০৭৭]।

# ইমাম মাহদী (রাঃ) তিনি মুসলিম উম্মাহার একজন খলিফা হিসেবে সাত বছর শাসনকার্য পরিচালনা করবেন। [মুসতাদরিক আ'লা আস-সহীহাঈনঃ খন্ড ৪ পৃষ্ঠা ৫৫৭]।

# ইমাম মাহদী কাফেরদের সাথে সশস্ত্র লড়াই করবেন। তিনি কালো পতাকাধারী মুজাহিদ বাহিনীর এক সুবিশাল অশ্বারোহী সহ খোরাসানের দিক থেকে (সিরিয়াভিমুখে দুশমনের মুকাবিলায়) বের হবেন। সেই দলটির নেতৃত্ব দেবেন আল্লাহ'র খলিফা ইমাম মাহদী। [আল-মুসতাদরিক আলা আস-সহীহাঈনঃ খন্ড ৪ পৃষ্ঠা ৫০২; কিতাবুল ফিতান ওয়াল মালাহিম]।

সহীহ বুখারী এবং সহীহ মুসলিম এর বিশিষ্ট বর্ণনাকারী ইমাম যুহরি (রহঃ) ইমাম মাহদী কর্তৃক দামেস্ক জয় করা সম্পর্কে লিখেছেন - “পূর্ব থেকে কালো পতাকা এগিয়ে আসবে, যাদের নেতৃত্ব দেবে এমন এক দল লোক, যারা হবে ঝুলপরিহিত খোরাসানি উস্ট্রীর মতো, লম্বা চুল ও দাঁড়ি বিশিষ্ট। তাদের বংশ হবে গ্রামীণ আর নাম হবে উপনাম। তারা দামেস্ক নগরীকে জয় করবে। তাদের থেকে তিন ঘণ্টার জন্য রহমত প্রত্যাহার করে নেওয়া হবে”। [দেখুন- আল ফিতান, খণ্ড ১, পৃষ্ঠা ২০৬]।

পরিশেষে বলব, জ্ঞানীদের বুঝার জন্য এই কয়েকটা সহীহ বর্ণনা-ই যথেষ্ট। কাদিয়ানিদের সাবধান করছি যে, সাধারণ মানুষকে অজ্ঞতার জালে আটকে মির্যা কাদিয়ানির উগরানো বমি লেহন করাবেন তা আর হবেনা। এখন মিডিয়ার যুগ, তথ্য উপাত্তের যুগ। বাস্তবতা যাচাই করে সত্য মিথ্যা খতিয়ে দেখার জন্য Google সার্চ ইঞ্জিল টুয়েন্টিফোর ঘন্টা অপেক্ষায় আছেন।

যারা সত্যটা যাচাই করার প্রয়োজন মনে করবে তারা আহমদী সিলেবাসের বাইন্ডিং থেকে বাহিরের দুনিয়ায় অবশ্যই কদম রাখবে। আর তখনি চোখের উপর থেকে কালো পর্দাটি সরে যেতে থাকবে, ইনশাআল্লাহ। মূলত ইমাম মাহদী সম্পর্কে সচ্ছ ধারণা না থাকায় ভন্ড ও মিথ্যাবাদী মাহদী দাবিদারদের অপব্যাখ্যা নির্ভর-চটকদার কথাবার্তায় সাধারণ মানুষ ধোকা খাচ্ছে। তাই সবাইকে এগুলো পড়ে মনে রাখতে হবে। [লেখাটি সবাই কপি করে প্রচার করার বিনীত অনুরোধ।]
_____
পুরো লিখাটি ডকুমেন্ট সহ লিখকের ফেইসবুক পেইজ থেকে দেখুন

এবার সুস্পষ্ট অর্থবোধক ও সহীহ সনদে বর্ণিত ১০টি হাদীস দেখে নিন যেখানে মাসীহ আর মাহদী দুইজনকে আলাদা চরিত্রে দেখানো হয়েছে। এখানে ক্লিক করুন

লিখক, প্রিন্সিপাল নুরুন্নবী।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.