নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\"নিশ্চয়ই তিনি (হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) আল্লাহর রাসূল এবং শেষনবী।\" - সূরা আহযাব : ৪০

NurunNabi

লিখক শিক্ষাবিদ ও গবেষক

NurunNabi › বিস্তারিত পোস্টঃ

মির্যা গোলাম আহমদ কাদিয়ানীর বইতে ঈসা মুর্দা তবে মূসা জিন্দা!! স্কিনশটসহ

১৬ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:৩২

রূহানী খাযায়েন খন্ড নং ৮ পৃষ্ঠা নং ৬৮-৬৯

কাদিয়ানী সসম্প্রদায়ের কথিত মাহদী ও নবী দাবীদার মির্যা গোলাম আহমদ কাদিয়ানীর বই থেকে উদ্ভট দুটো বক্তব্য বিজ্ঞ পাঠক-পাঠিকার খেদমতে এখানে তুলে ধরছি।

মির্যা কাদিয়ানী সাহেবের চটকদার বুলিঃ 'তোমরা ঈসাকে মরিতে দাও! তবেই ঈসায়ী ধর্ম (খ্রিস্টধর্ম) মরে যাবে!' তিনি হযরত ঈসা (আঃ)-কে মৃত সাব্যস্ত করার জন্য সূরা আলে ইমরান আয়াত নং ১৪৪ 'ক্বদ খালাত মিন ক্বাবলিহির রুসুল' দ্বারা যুক্তিও দিয়েছেন। তার ভাষায়ঃ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে সব রাসূল গত হয়ে গেছে মর্মে বুঝতে হবে, ঈসারও মৃত্যু হয়ে গেছে! (অথচ এমন উদ্ভট আর গাজাখুরি কথা এই প্রথম কেউ বলল!)। এমন যুক্তিদাতা মানুষটি তারই বইয়ের অন্যখানে মূসা (আঃ) সম্পর্কে বলতে গিয়ে কী বোমাটা-ই ফাটালেন তা নিচে দেখুন!

আমরা মির্যা সাহেবের বইতে দেখতে পাই যে, তিনি মূসা (আঃ)-কে আকাশে জীবিত বলে লিখে গেছেন। যেমন তিনি লিখেছেনঃ هذا هو موسى فتي الله الذي أشار الله في كتابه إلى حياته، و فرض علينا أن نؤمن بأنه حي في السماء و لم يمت و ليس من الميتينحن "পবিত্র কুরআনে আল্লাহ তায়ালা মূসা (আঃ) হায়াতে থাকার প্রতি ইংগিত করেছেন। তাই আমাদের উপর ফরজ একথা বিশ্বাস করা যে, মূসা (আঃ) আকাশে জীবিত, তিনি মৃত্যুবরণ করেননি এবং তিনি মৃতদের অন্তর্ভুক্তও নন।" (দেখুন, রূহানী খাযায়েন খন্ড ৮ পৃষ্ঠা ৬৮-৬৯)।

তো এবার সমীকরণ কিভাবে মিলাবেন? খ্রিস্টধর্মকে মৃত সাব্যস্ত করতে চরম অপব্যাখ্যা দিয়ে হলেও যিনি ঈসা (আঃ)-কে মেরে ফেললেন আর অপরদিকে তিনি-ই মূসা (আঃ)-কে জীবিত রাখতে চাওয়া কেমন? ইহুদীধর্ম জীবিত রাখার স্বার্থেই কি? কাদিয়ানিদের নিকট এর কী কোনো জবাব আছে? সত্য বলতে একদম সহজ সরল কিংবা লেখাপড়া না জানা অজপাড়াগায়ের আহমদী মানুষগুলো এসব চিন্তাও করতে পারেন না! তাদেরই শিক্ষিতদের মধ্যে বেশিরভাগই আনাড়ি এবং অহংকারী। তার উপর ৯৯% আহমদী (কাদিয়ানী) ঊর্দু ভাষা না জানে পড়তে আর না জানে বুঝতে। যার ফলে তারা প্রকৃত ইসলামের বাণীর সাথে মির্যা কাদিয়ানী সাহেব কিরকম অপব্যাখ্যার তুফান ঘটিয়ে সব উলটপালট করে দিয়ে গেছেন তা স্বপ্নেও ভাবতে পারেন না! হে আল্লাহ যারা সত্যানুসন্ধানী তুমি তাদের অন্তরে হিদায়াত দাও।

লিখক, প্রিন্সিপাল নূরুন্নবী

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৮ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:১২

NurunNabi বলেছেন: আহমদীবন্ধুদের এই ১০টি হাদীস-ও কি ভাবনার জন্ম দেবে না? আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের (সহীহ সূত্রে প্রাপ্ত) হাদীসগুলো উপেক্ষা করতে পারি কিভাবে? মির্যা গোলাম আহমদ সাহেবের কথায় বিশ্বনবীর হাদীসগুলো ত্যাগ করতে পারি কিভাবে? পবিত্র মন নিয়ে এই ১০টি হাদীস আরেকবার পড়ে নিন! ইনশাআল্লাহ নিজেই সিদ্ধান্ত নিতে সক্ষম হবেন!
______
ক্লিক করুন Click This Link

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.