![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লিখক শিক্ষাবিদ ও গবেষক
স্কিনশর্টঃ ইমাম ইবনে সা'আদ সংকলিত হাদিসের কিতাব 'আত তাবকাতুল কাবীর' ১/৩৫-৩৬
হযরত ঈসা (আঃ) পৃথিবীতে পুনঃ ফিরে আসবেন - মর্মে হাদীসে "রুজূ" শব্দ আছে কি?
ইতিপূর্বে আমি "রুজূ" (পুনরায় ফিরে আসা) শব্দটি হাদীসে আছে কিনা যখনি খোঁজাখুঁজি করতে থাকি তখনি দেখে অবাক হই যে, হযরত ইবনে আব্বাস (রাঃ) হতে বর্ণিত একটি হাদীসে শব্দটি অত্যন্ত সুস্পষ্টভাবেই উল্লেখ আছে। এ সম্পর্কে আরেকটু পরেই আলোচনায় আসব, ইনশাআল্লাহ । এখানে বলে রাখতে চাই যে, "রুজূ" শব্দ নিয়ে হঠাৎ এমন কৌতুহল কেন, হয়ত অনেকেই প্রশ্ন করতে পারেন! উত্তরে বলব, আজ থেকে অনেক দিন আগের কথা। মির্যা গোলাম আহমদ কাদিয়ানী সাহেবের রচনা সমগ্র "রূহানী খাযায়েন" এর ২৩ নং খণ্ডটি পড়তে শুরু করলাম। তার ২২৯ নং পৃষ্ঠায় একটি লিখা দেখে বরাবরের মত সেবারও থমতে দাঁড়ালাম। তিনি লিখেছেনঃ
"যদি আকাশ থেকে কারো ফিরে আসাই হত তাহলে সে ক্ষেত্রে 'নুযূল' শব্দ নয় বরং "রুজূ" শব্দটি-ই থাকা উচিত ছিল!" (মূলগ্রন্থঃ চশমায়ে মা'আরেফত)।
এবার চলুন 'রুজূ' শব্দটি হাদীসে কেমন শব্দচয়নে এসেছে আপনাদের দেখিয়ে দিই। বিশিষ্ট সাহাবী হযরত ইবনে আব্বাস (রাঃ) হতে বর্ণিত একটি হাদীস থেকে দলিল দেব। এটি ইবনে সা'আদ (রহঃ) [মৃতঃ ২৩০ হিঃ] সংকলিত 'আত তাবকাতুল কাবীর' এর ১ম খন্ডের ৩৫-৩৬ নং পৃষ্ঠায় পাবেন। প্রকাশনায়, মাকতাবাতুল খানজী, কায়রো, মিশর। হাদীসের আরবী ভার্সনঃ
ইবনে আব্বাস (রাঃ) হতে বর্ণিত আছে و أن الله رفعه بجسده و أنه حي الآن و سيرجع الي الدنيا فيها ملكا ثم يموت كما يموت الناس. الطبقات الكبير لابن سعد অর্থাৎ.... নিশ্চয়ই আল্লাহ তায়ালা তাঁকে [ঈসা] সশরীরে উঠিয়ে নেন। তিনি বর্তমানেও জীবিত। অতিসত্বর তিনি পৃথিবীতে পুনরায় ফিরে আসবেন। তখন তিনি পৃথিবীতে একজন বাদশাহ হবেন। তারপর তিনি অন্যান্য মানুষের মতই (স্বাভাবিকভাবে) মৃত্যুবরণ করবেন।"
(সম্পূর্ণ হাদীসটি স্কিনশট থেকে দেখে নিন।)
প্রিয় আহমদীবন্ধু! একদম নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে আমানতদারির সাথে একটু ভেবে দেখুন! অন্ততপক্ষে মির্যা সাহেব যেই নীতি পেশ করে গেছেন তার আলোকেই বিবেককে প্রশ্ন করুন! আর গভীর চিন্তা থেকে বলুন, ইসলামের আদিম ও সর্বসম্মত বিশ্বাস আর মির্যা সাহেব যেসব লিখে গেছেন তার মধ্যকার আসল সত্যটা তাহলে কী? জ্ঞানীদের ভাবিয়ে তুলে কিনা!
প্লিজ একপেশে কিবা আনাড়ি ধরণের মন্তব্য না করে দয়া করে নিজের ঈমানের উপর আরেকটু সদয় হয়ে যুক্তিযুক্ত কথা বলুন!
লিখক, প্রিন্সিপাল নূরুন্নবী।
©somewhere in net ltd.