![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লিখক শিক্ষাবিদ ও গবেষক
হযরত ঈসা (আঃ) এর স্থলে অন্য একজনকে ইহুদীরা শূলিবিদ্ধ করেছিল - এমন কোনো হাদীস কি কোথাও আছে?
উত্তর হল, জ্বী আছে। ইমাম ইবনে জারীর আত-তাবারী প্রণীত 'তাফসীরে তাবারী' এবং ইমাম সুয়ূতী প্রণীত 'দুররে মানসূর' কিতাবে ইবনে আব্বাস (রাঃ) হতে তদীয় শিষ্য হযরত মুজাহিদ (রহঃ)-এর সূত্রে একটি হাদীসে উল্লেখ আছেঃ-
وقال مجاهد صلبوا رجلا غير عيسى شبهوه بعيسى يحسبونه إياه ، ورفع الله إليه عيسى حيا - تفسير الطبري والدر المنثور
উচ্চারণঃ ওয়া ক্বালা মুজাহিদ, ছালাবূ রাজুলান গয়রা ঈসা, শাব্বাহূহু বি-ঈসা ইয়াহসিবূনাহু ইয়্যাহু। ওয়া রাফা'আল্লাহু ইলাইহি ঈসা হায়্যান।
অর্থাৎ বিশিষ্ট তাবেয়ী হযরত মুজাহিদ (রহঃ) বলেন, তারা [ইহুদীরা] ঈসা (আঃ)-এর স্থলে এমন একজনকে শূলিবিদ্ধ করেছিল যাকে তারা ঈসা মনে করেছিল। তারা লোকটিকে ঈসা-ই ধারণা করেছিল। আর (অপরদিকে) আল্লাহতায়ালা ঈসাকে জীবিত অবস্থায় তার দিকে [আকাশে] উঠিয়ে নেন।
(রেফারেন্সঃ তাফসীরে তাবারীঃ খন্ড নং ৮ পৃষ্ঠা নং ৩৭৪; হাদীস নং ১০৭৮৯; সূরা নিসার আয়াত নং ১৫৭ দ্রষ্টব্য)।
স্কিনশট দ্রষ্টব্য।
প্রিয় সত্যানুসন্ধানীবন্ধুরা! প্রমাণ হাজির। এবার সত্যিটা কবুল করা আর না করা যারযার ব্যাপার! আল্লাহ হিদায়াত দিন। আমীন।
লিখাটি সবাই শেয়ার/কপি ইত্যাদির মাধ্যমে প্রচার করুন।
লিখক, প্রিন্সিপাল নুরুন্নবী এম.এ
©somewhere in net ltd.