![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছন্নছাড়া
এতদিন ছিলে স্বপ্নলোকে
থেকো না দূরে আর তুমি,
আমার চোখে দেখুক লোকে
কতখানি প্রিয় আমার তুমি।
তোমাকে রাখিনা কোনো প্রশ্নে
এই আকাশ কুসুম স্বপ্নে,
কত মায়ার তুমি …
পাখি পাখি মন উড়ে যেতে চায় অজানায়
তোমায় নিয়ে ঘর বানাবো পাখির ডানায়,
পাখি পাখি মন উড়ে যেতে চায় অজানায়
তোমায় নিয়ে ঘর বানাবো পাখির ডানায়।
‘উনিশ২০’-এর ‘পাখি পাখি মন’! এবছরের সবচেয়ে রোম্যান্টিক গান বলে আমি মনে করছি। অনেকবার শুনলাম গানটা।
সালমান শাহ মারা যাবার পর বাংলাদেশে যাকে মানুষ হৃদয় দিয়ে নায়ক মানে সেই আরেফিন শুভ এর সহজ রোমান্স মন ছুয়েছে। যদিও গানটায় গাড়ির মধ্যে সিগারেটের সিনটা শাহরুখ খানের স্বদেশ সিনেমা থেকে কপি করা। তারপরও ভালো লেগেছে।
আপাতত এটুকুই।
থাকবো সব সময় আপনাদের সাথে। আপাতত যা মনে চায় তাই লিখছি। প্রথম প্রথম তাই। তবে আপনাদের সাপোর্ট পেলে লেখা শুরু করবো। সে লেখায় থাকবে আমার প্রতিদিনের পথ চলার নানা কাহিনী।
সময় পেলে গানটা শুনবেন। ###
লিংক: https://www.youtube.com/watch?v=OmcCuVlpyhs
©somewhere in net ltd.