![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবীর কুৎসিত রূপটা যে একবার
দেখে ফেলে তার আর কোন
কিছুতেই বিশ্বাস জাগে না কখনো।
তার ভেতরটা কেমন যেন পাথর হয়ে
যায় জানেন, সবকিছু থেকে ধাক্কা
খেয়ে ফিরতি ধাক্কা দিতে প্রস্তুত
হয় সে।
তাকে সাধারণ আনন্দগুলো স্পর্শ করে
না, তাই নিজের মত কিছু অসাধারণ
আনন্দ খুঁজে নেয় সে। আশেপাশের
মানুষগুলো ভাবে, এরকম পাগল মানুষ
আর আছে? অথচ তারা বুঝতেই পারে
না যে এই পাগলামী গুলো করার
পর্যায়ে আসার আগে শক্ত হৃদয়ের
মানুষটা কত চড়াই উতরাই পার হয়ে
এসেছে।
কথাগুলো গোপনই থাক। মানুষগুলো
যেন কোন একদিন ফিসফিসিয়ে
দখিন হাওয়ায় না বলা কথাটুকু
হারিয়ে যেতে দেয়। স্বপ্নের রেশ
যেন কোন একরাতে ফিরে আসে।
মানুষগুলো যেন কাক ডাকা ভোরে
ঘুম ঘুম চোখে হাসি মুখে বলে ওঠে,
"আজ আমি স্বপ্ন দেখেছি। সুন্দর একটা
স্বপ্ন। "
সেদিনটায় সবার স্বপ্ন দেখতে খুব
ইচ্ছে করবে।
খুব।
©somewhere in net ltd.
১|
০৬ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:১৬
তাওহীদ৭১তমাল বলেছেন: সবকিছু থেকে ধাক্কা
খেয়ে ফিরতি ধাক্কা দিতে প্রস্তুত
হয় সে
ঘুম ঘুম চোখে হাসি মুখে বলে ওঠে,
"আজ আমি স্বপ্ন দেখেছি। সুন্দর একটা
স্বপ্ন। "।। ভাল লাগল