নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মারুফের ব্লগ

রাতের মারুফ

আমি নিশাচরফেসবুকে-https://www.facebook.com/maruf954

রাতের মারুফ › বিস্তারিত পোস্টঃ

অতীত (অনুগল্প)

০৮ ই জুন, ২০১৩ রাত ১১:৩৯

আমার সাথে কম্পিটিশিন দিতে জুরি ছিল না তোর, তুই ভাল ছাত্র আমি খারাপ ছাত্র তাতে কি?? আমি কি তোকে কিছু বলেছি কখনও?? তাহলে ক্যানো তুই আমাকে সবার সামনে অপমান করবি ? আমি অঙ্কে চার পেয়েছিলাম তাতে তোর কি?? স্কুলের গন্ডি পার হবার পরেও তোর থেকে আমার শান্তি ছিল না, আমি কি করতাম বল তো ? তোর থেকে তো নিস্তার পাবার ও জো ছিল না, তোর সাথে আমার দেখা হবেই । তুই জানতি না প্রতিবার সবার সামনে যখন তুই আমাকে অপমান করতি আমি ভিতরে ভিতরে অনেকবার মরে যেতাম, তবে তোর সাথে কিন্তু ভালভাবেই কথা বলতাম, সুন্দরভাবে অপমান করার জন্য তোকে আমার আইকন মনে করতাম । তুইই তো আমাকে শক্ত হতে শিখিয়েছিলি,যার ফলে আজকের এই আমি ।



আচ্ছা তোর কথা আজ ক্যানো মনে করছি বল তো? জানিস আজকে তোর জন্মদিন ? সেটাও আমার মনে আছে, তবে তুই আজ অতীত । তোর কি সেদিনের কথা মনে থাকবে ???







তুই সেদিন রাস্তা দিয়ে হ্য়তবা বাসায় যাচ্ছিলি আর কেউ একজন ছিল তোর পিছনে একটা কাল গাড়িতে,

সেই কাল গাড়িটার এক ধাক্কায় তুই অতীত হয়ে গেলি............।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৯ ই জুন, ২০১৩ রাত ১২:২৮

চানাচুর বলেছেন: :(

০৯ ই জুন, ২০১৩ রাত ১২:৩৪

রাতের মারুফ বলেছেন: :(

২| ০৯ ই জুন, ২০১৩ রাত ১২:৫৩

মাসুম আহমদ ১৪ বলেছেন: গপের শেষের দিকটা দুঃখের, অনেক দুঃখের!

০৯ ই জুন, ২০১৩ রাত ১:১৭

রাতের মারুফ বলেছেন: আমারও তাই মনে হয় ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.