নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মারুফের ব্লগ

রাতের মারুফ

আমি নিশাচরফেসবুকে-https://www.facebook.com/maruf954

রাতের মারুফ › বিস্তারিত পোস্টঃ

রাতের লেখা অনুগল্প - ১

৩১ শে আগস্ট, ২০১৩ রাত ১২:২৯

বিয়ে কবে হচ্ছে তাই বল অরুপ ?

বিয়ের জন্য তোর এত মাথা খারাপ কেন বল তো নিলু ?

আমি কোন কথা শুনতে চাই না, নিলুর জবাব

অরুপ চুপ

কিরে কথা বলিস না ক্যানো ?

তুইই না বল লি কোন কথা শুনতে চাস না,

দেখ অরুপ বিয়ের কথা বললেই তোর টাল-বাহানা আর ফাজলামি শুরু হয়, আমি কিন্তু বাবার কথায় রাজী হয়ে যাবো, চিনিস না আমাকে ?

চিনি তুই ভাউচার হাসান এর মেয়ে,

নিলু বলে কি বললি?

সরি তুই রশিদ হাসান এর মেয়ে

নিলু আবার অরুপ এর দিকে কড়া চোখে তাকায়

তোকে আমি দুই দিন সময় দিলাম এর মধ্যে কিছু ঠিক না করলে আমি বাবার দেখা ছেলের সাথেই সবকিছু ফাইনাল করব দেখিস, গেলাম

তোকে জোড় করে তুলে নিয়ে বিয়ে করব দেখিস, অরুপ পেছন থেকে বলে ।

দুদিন পরে উদভ্রান্তের মত অরুপ হাসপাতালে ছুটে যায়, ফোনে শুধু এই টুকুই শুনতে পেয়েছিল নিলু এক্সিডেন্ট করেছে ।

ডাক্তারের রিপোর্টে বলা হয়েছে যে নিলু আর কোনদিন হাটতে পারবে না ।

১ বছর পরের কথা,

নিলুর পাশে অরুপের বসে থাকাটা নিলুর বাবা-মা পছন্দ করছেন না আবার কিছু বলতেও পারছেন না কারন এই ছেলেটা আসলেই নিলু একটু কথা বলে এ ছাড়া বাকি সময় ওর মুখে কোন কথা থাকে না ।

সারা দিন শুয়ে থাকি বুজছিস ? ঝিম মেরে গেছি, তবে আর হাটার কষ্ট করতে হবে না এই চিন্তা করে না হাটতে পারার সান্তনা নিচ্ছি ।

চল বাইরে যাই, অরুপ বলে

আরে গাধা এই হুইল চেয়ারে বসে থাকা মেয়ের সাথে বাইরে বের হতে তোর ভাল লাগবে না ।

আমি কোলে করে নিয়ে যাব চল

হুমমমম আম্মু শুনলে তোকে ঝাড়ুপেটা করবে, নিলু বলে

শোন অরুপ সত্যি মেনে নে, আমি তোকে নিয়ে আর কোন চিন্তা-ভাবনা করি না,

অরুপ বলে তুই কিন্তু চিকনি চামেলি হয়ে যাচ্ছিস ।

নিলু বলে আমার দিকে তোর নজর দিতে হবে না তুই নিজের রাস্তা দেখ, আমি বলি কি আমাকে তুই একেবারে ভুলে যা ।

আচ্ছা যাচ্ছি অন্তত শেষ বারের মত ঘুরে আসি চল ,

মেয়েটা ওর কথা শোনে ,দুজন ঘুরতে বের হয় ।



---------------------------------------------------------------------

-আরে তোরা তারাতারি কর তো সব শেষ করতে হবে তো, চলে আসল বলে-

-আরে ওদের আসতে দেরি হবে আমি জানি-

-তোরা দুজন চিল্লাচিল্লি থামা, বাকি সবার কাজের কি অবস্থা দেখ-

- ওই ছাগলা এটা কি লিখলি তুই? অরুব-নিলুর বিয়ে অরুপ বানান ভুল-

- আরে ফুল-টুল সব ঠিক আছে কি না দ্যাখ

- আচ্ছা এইভাবে না জানিয়ে বিয়ে, নিলু কি রাজি হবে ?–

- আরে ওই শালা অরুপ তো, রাজী করাবেই দেখিস-

-----------------------------------------------------------------

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ৩১ শে আগস্ট, ২০১৩ রাত ১২:৪৮

মাসুম আহমদ ১৪ বলেছেন: সুন্দর গপ - ভালা লাগছে -

অরুপ খুব ভালা ছেলে :)

৩১ শে আগস্ট, ২০১৩ সকাল ৮:৩৩

রাতের মারুফ বলেছেন: :)

২| ৩১ শে আগস্ট, ২০১৩ রাত ২:২৫

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: ভালো লাগলো হ্যাপি এন্ডিং!!!!!!!!!

৩১ শে আগস্ট, ২০১৩ সকাল ৮:৩৪

রাতের মারুফ বলেছেন: থ্যাঙ্ক উ

৩| ১২ ই সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৬:৪১

বটের ফল বলেছেন: আপনি এত চমৎকার লেখেন কিভাবে রাতের মারুফ ভাই।

অসাধারন সরলতায় অনেক চমৎকার একটি লেখা।

ভালো থাকবেন অনেক বেশি।



অ.ট. মহাশয়কে অনেক অনেক মিস করছি।

২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৪৫

রাতের মারুফ বলেছেন: বটের ফল ভাই অনেক অনেক ধন্যবাদ ।
মহাশয় খুব তারাতারি আসবে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.