নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মারুফের ব্লগ

রাতের মারুফ

আমি নিশাচরফেসবুকে-https://www.facebook.com/maruf954

রাতের মারুফ › বিস্তারিত পোস্টঃ

মহাশয়ের জ্ঞান!!!!!! - ৮

২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৪৯

আমার দশকালের ভাগ্য মহাশয়ের বাড়ীতে দাওয়াত পাইয়াছি,

শুনিয়াছি তাহার অতি পেয়ারের লোকজনই শুধু মাত্র তাহার বাটিতে আমন্ত্রন পাইয়া থাকে, আমি কবে তাহার এত পেয়ারের হইলাম তাহা জানিতে পারি নাই ।

বাড়ীতে আসা অবধি মহাশয়ের গিন্নিকে দেখিতে পাই নাই, তবে শুনিয়াছি তিনি অনেক অতিথিবৎসল যাহা আমার মতন ভোজন রসিকের জন্য অতি সুখবর ।

টেলিভিশনে সংবাদ পড়া হইতেছিল নারীর প্রতি সহিংসতা বন্ধে আমাদের সকলকে

এগিয়ে আসতে হবে, মহাশয় বলিলেন বুঝিয়াছ মনে অনেক কষ্ট লাগে যখন দেখিতে পাই এই দেশে মেয়েদের অনেক সময়ই মুল্য দেয়া হয় না , তাহাদের প্রতি অনেক অবিচার করা হইয়া থাকে, আমার ক্ষমতা থাকিলে তাহাদের জন্য কিছু করিতাম,

হঠাৎ শুনিতে পাইলাম ভিতর থেকে যেন বজ্রপাতের ন্যায় গর্জনের শব্দ হইল তাহার পর দেখিতে পাইলাম পর্বতপ্রমান এক মহিলা দরজায় দাঁড়ানো, বলিতেছেন তবে রে মিনসে, আঁটকুড়ীর ব্যাটা তুই মেয়েদের জন্য কিছু করবি ??? তোরে আজকে খেংড়া পেটা না করিয়া আমার শান্তি নাই,তুই দাড়া,

মহাশয় আমাকে লক্ষ করিয়া বলিলেন দৌড়াও!!!

আমরা দুজনেই দৌড়াইয়া বাচিলাম ।

রাস্তায় আসিয়া মহাশয়কে বলিলাম পুরুষ নির্যাতনের ব্যাপারে সবার আগে পদক্ষেপ নেয়া উচিত কি বলেন ???

মহাশয় বলিলেন রসিকতা করিতেছ ?

আমি মুখে না বলিলাম বটে তথাপি খ্যাক খ্যাক করিয়া হাসিয়া দিলাম,

মহাশয় আমার দিকে চাহিয়া বলিলেন তোমার জীবন বৃথা ।

আমি নতমস্তকে তাহা মানিয়া লইলাম ।



মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.