![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি স্বাধীনচেতা মানুষ রাখঢাক কম ,হাসতে ভালো লাগে হাসাইতে আরো মজা পাই । জীবনের লক্ষ্য আজো অস্পষ্ট ।
কেমন আছি...
---হোসেন মারুফ।
ওগো অভিমানী,
ঈদ এলেই মনে পড়ে,
তোমার ঐ লাজুক বদনখানি।
তাতে কি মায়া নাকি অভিমান?
আজও বুঝিনি আমি।
তুমি কি কভু খুলবেনা ঐ ঘোমটা?
কভু কি গলবেনা ঐ রুক্ষ হৃদয়
মোমটা?
এ গহীন-স্বপ্ন রংতুলির আঁচড় তবে
কি মিথ্যা?
কে জানে, আর কেইবা বোঝে,
এ যেন স্বেচ্ছা আত্মহত্যা!
চুপ আমি নিমিষেই চুপ,
যে স্বপ্নের ঊর্ণাজাল বুনেছি সব
কি তবে ভণ্ডুল?
আজ চুপসে গেছি,হারিয়ে গেছি
নিজের মধ্যে।
দোহাই তোমার,
আমায় জাগিয়ে তোলার দায়ও
যে তোমার।
কবে নিবে তুমি এ দায়?
সম্ভাবনার সব দুয়ার যেন আজ
বন্ধ!!
অসহায়, ঈদানন্দ বন্যার মাঝে
আমি যে অসহায়।
তবু ঈদের খুশি যেন তোমার হয়না
ম্লান।
তাতেই তৃপ্তি,
এ হৃদয়ের তাতেই যেন
চিরশান্তি।
সুদূরতমা তোমায় স্মরণে,
এ গহীনে আজও আসেনি একটুও
ক্লান্তি।
আমরণ এ যে আমার কাম্য,
বেদনার অশ্রুধারা গোলুক,
বিজয় হোক কষ্টের।
©somewhere in net ltd.