নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাসির জগতে পৃথিবী লজ্জিত আর দুঃখের জগতে আমি লজ্জিত ।

মারুফ ৪০২

আমি স্বাধীনচেতা মানুষ রাখঢাক কম ,হাসতে ভালো লাগে হাসাইতে আরো মজা পাই । জীবনের লক্ষ্য আজো অস্পষ্ট ।

মারুফ ৪০২ › বিস্তারিত পোস্টঃ

শিশু আইলানের বেদনাদায়ক মৃত্যু : কোন অস্বাভাবিক কিংবা বিচ্ছিন্ন ঘটনা নয়।

০৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৪৭

শিশু আইলানের বেদনাদায়ক মৃত্যু : কোন অস্বাভাবিক কিংবা বিচ্ছিন্ন ঘটনা নয়।
--- মারুফ হোসেন,শিক্ষার্থী, ঢাবি।

##এ যুগের ভয়াল শক্তি আমেরিকা ও তার মিত্রদের চরিত্রের সাথে হাল আমলের কিংবা অতীতের বাঙালি স্বর্ণকারের ( জুয়েলারি ব্যবসায়ী) চরিত্রের একটা মিল আছে। এই দুই চরিত্রের সাদৃশ্য এমন, স্বর্ণকার গহনা বানানোর সময় তার জন্মদাত্রী মায়ের গহনা থেকেও চুরি করে কিংবা তাতে খাদ দিতে দ্বিধা করেনা একটুও ঠিক তেমনই আমেরিকা ও তার মিত্ররা অাধিপত্য বিস্তারের প্রশ্নে কোন ধর্মকেই ছাড় দেয়না এমনকি খ্রিস্টানদেরকেও তারা রেহাই দিতে নারাজ।

#আইলান কুর্দি আজকের যে ভূমধ্যসাগরের জলরাশির অতল তলে হারিয়ে আবার তীরে মানবতার আর্তি নিয়ে মরা নিথর দেহে ভেসে উঠল সেই ভূমধ্যসাগরের চারিপাশে ( সিরিয়া,লিবিয়া, ইরাক,মিশর,ফিলিস্তিনে ) বিগত এক দশকে ওরকম লক্ষ, লক্ষ আইলান সমুদ্রে ভেসে উঠেছে,বিল্ডিংয়ের নিচে আজও চাপা পড়ে আছে ওরকম হাজারো আইলানের নিথর অবুঝ নিষ্পাপ দেহ।তখন বিশ্ববিবেক যেরকম চুপ ছিল ঠিক তেমনই আছে আজও।

#সিরিয়া,লিবিয়ার হাজারো খ্রিস্টান আইএসের হাতে প্রাণ দিয়েছেন, অনেকেই হয়েছেন ঘরছাড়া। মার্কিনিরা অন্তত তাদের এই জাত ভাইদের দিকে তাকিয়ে হলেও এই অঞ্চলে স্থিতিশীলতা আনতে পারত, কিন্তু তারা সেটা করেনি পাছে আসাদ কিংবা গাদ্দাফি সরকারের বিজয় হয় এই ভয়ে।

#যারা মিশরে,সিরিয়া কিংবা লিবিয়ায় মার্কিনিদের ইন্ধনে সরকারের পতন ত্বরান্বিত করেছিলেন তারা আজ নিজেদের হাত, পা কামড়াচ্ছেন জোরসে। ক্ষতবিক্ষত করছেন নিজেদেরকে। সবকিছু একবারে খেতে গিয়ে তাদের পেটে কিছুই গেলনা।গাদ্দাফি যেই লিবিয়ার জনতাকে বিয়ের পর একটা বাড়ি উপহার দিত সেই লিবিয়ার জনতা এখন সাগরপাড়ি দিয়ে জীবন বাজি রেখে ইউরোপে পাড়ি জমায়, সাগর বক্ষে মরে,না খেয়ে শুকিয়ে অস্থিচর্মসার হয়।

##এখন ওরাই বুঝছে গাদ্দাফি,বাশারের স্বৈরশাসন ভালো ছিল নাকি বর্তমান পশ্চিমাদের আগ্রাসন ভালো হল তাদের জন্য?? জীবন হল আজন্ম পাপ, বিপন্ন।

$#আইলানরা মধ্যপ্রাচ্যের মাটিতে ওভাবে নৃশংসতার শিকার হয়ে মরার জন্যই জন্মেছে। ওদের মরণ দেখে এখন আর চোখে জল আসেনা, চোখের জল সব শুকিয়ে গেছে। গুয়ানতানামো বে কারাগারে হাজারো নিরীহ ইরাকি, আফগানির উপর মার্কিনিরা তাদের প্রশিক্ষিত কুকুর লেলিয়ে দিয়েছে, কুকুরগুলো ওদের হাত, পা বাঁধা নিথর জীবিত শরীর খাবলে ছিড়ে খেয়েছে, হাজারো সৈন্যের পুরুষাঙ্গ কেটে নিয়েছে ওরা নির্মমভাবে! এসব নৃশংসতার বিচার কে করবে??

##সুতরাং অতিসম্প্রতি যে আইলানদের সম্ভাবনাময় জীবনগুলো বিপন্ন হচ্ছে ব্যপারটি এমন নয়, বহু আগের নির্মমতার ধারাবাহিকতার একটি ছোট্ট এপিছোড এটি যার ভয়াবহতা সামনের দিনগুলোতে আরও প্রকট হবে, বেদনাদায়ক, আরও বঅভৎস হবে সে আশঙ্কা সহজেই অনুমেয়।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:১৫

রানার ব্লগ বলেছেন: আইলানের মত যত অস্বাভাবিক মৃত্যু আছে এর জন্য দায়ীদের অবশ্যই জবাব দিতে হবে।

২| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:৫০

মারুফ ৪০২ বলেছেন: জবাব হয়ত তাদের দিতেই হবে একদিন তবে সেটা যে কোনদিন তা বোধহয় আমাদের কেউ ই জানেননা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.