![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি স্বাধীনচেতা মানুষ রাখঢাক কম ,হাসতে ভালো লাগে হাসাইতে আরো মজা পাই । জীবনের লক্ষ্য আজো অস্পষ্ট ।
আপনি অসুস্থ হলে কে কি ভাবেন??
-- মারুফ হোসেন,শিক্ষার্থী, ঢাবি।
সুস্থতা কিংবা অসুস্থতা মানব জীবনের অবিচ্ছেদ্য দুটি অংশ। স্বতঃসিদ্ধ সত্য হচ্ছে এই যে পৃথিবীতে এমন কোন মানুষ পাওয়া যাবেনা যে জোর গলায় বলতে পারবে " আমি কখনও অসুস্থ হইনি জীবনে " ।যাহোক,সে অসুস্থতা হতে পারে শারিরীক, মানসিক কিংবা আত্মিক।
আপনি অসুস্থ হলে আপনার আশপাশে যারা আছেন কিংবা আপনার সমাজ আপনাকে নিয়ে কি ভাবেন? চলুন একটিবার দেখে আসা যাক....
বাবা-মা : আমার সন্তানকে আল্লাহ তুমি তাড়াতাড়ি সুস্থ করে দাও। এ দুনিয়ায় আমি আর কিচ্ছু চাইনা, শুধু আমার সন্তানের হাসি মুখটা আবার দেখতে চাই,সে হাসি যেন জীবনে আর কখনও না নিভে। হে প্রভু আমার জীবনের বিনিময়ে হলেও তুমি আমার সন্তানকে সুস্থ করে দাও। দুনিয়ার স্বাদ নেয়া আমার হয়ে গেছে, আমার জীবনের বিনিময়ে আমার সন্তানের জীবন ভিক্ষা দাও প্রভু।
বউ : আল্লাহ আমার প্রিয় স্বামীকে তুমি তাড়াতাড়ি সুস্থ করে দাও। ( মনে, মনে) ওর কপালে যদি সুস্থতা না থাকে তো তাড়াতাড়ি ওকে বিদায় করো, অন্য জায়গায় আমার আর একটা ভালো ব্যবস্থা করো। বাকি জীবন যেন বিধবা হয়ে কাটাতে না হয়!
স্বামী : আল্লাহ, বউটাকে অনেক ভালোবাসতাম আমি। এখন না বাঁচলে আমার কি করার আছে? মরবেই যদি তো তাড়াতাড়ি কাজটা হোক। আমার যেন অন্য জায়গায় আর একটা উপায় ( বিয়ে) হয়। ( নিজের দিকে বারবার তাকায়, বুড়া হয়ে যায়নি তো আমি?)
গার্লফ্রেন্ড : এমন এক পোলার সাথে রিলেশন করলাম, হালাই সারা বছর অসুস্থ থাকে। একবারে মরলেও তো বাঁচতাম! ধুচ্ছাই কি সব ভাবছি! ও বেঁচে থাক। মরলেও বা আমার কি? আমি তো ওকে মরতে বলিনি। ধুর,বিয়ে তো করিনি, আর বাড়িতে কেউ জানেও না। যা হয় হবে। ধুর ছাই খারাপ লগছে কেনো রে?
বয়ফ্রেন্ড : আল্লাহ, মেয়েটা সুস্থ হোক। না হলে আর কিচ্ছু করার থাকবেনা আমার। ছকিনা ইদানীং দেখছি স্পেস দিচ্ছে আমাকে, কিছুতে, কিছু হলেই একটু চুপি,চুপি কেঁদে সরে পড়ব। জীবন এমনই!! তবে ও বেঁচে যাক। এমন মেয়ে নিয়ে সংসার করাও কম প্যারা না! কি হয় কে জানে? বিকল্প ভাবার ট্রাই করতে হবে ।
হলের রুমমেট : পোলাপান সারাবছর অসুস্থ থাকে! এই ওর প্লেট আলাদা করে দাও, জ্বরও ইদানীং ছোঁয়াচে আকার ধারন করেছে,আমাদেরও ওর কারনে জ্বর হতে পারে। নিজের বাপের মাথায় তাই একদিন পানি ঢালিনি তার জ্বরে আর তো রুমমেটের মাথায় পানি ঢালা!! আমি পারবনা বলে দিলাম। আমার পরীক্ষা আছে কাল।
পারলে বাড়ি চলে যাক, এটা সেবা পাবার জায়গা না। না হয় মেডিকেলের বেডে গিয়ে মরুক। আর সহ্য হয়না! হালাই সারাদিন কোৎ,কোৎ করবে অসহ্য! অত মানবতা আমার নেই, আমি নিজে কোনদিন অসুস্থ হইনা, কাউকে জ্বালায়ও না। যা পারে করুক, আমি নাই।
যত্তসব অটিস্টিক পোলাপান কোথাথেকে যে হলে এসে জোটে। ভর্তির সময় এদের হেল্থ টেস্ট করা উচিত সেরাবাহিনীর আদলে।
আজব,আজগুবি মনে হলেও এদের সবার মানসিকতা আসলে এমনই। একটু তলিয়ে ভাবলে ব্যপারগুলো আরও যৌক্তিক এবং স্পষ্ট হবে ।
©somewhere in net ltd.
১|
০৬ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:৩৬
আরণ্যক রাখাল বলেছেন: ও আচ্ছা