![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি স্বাধীনচেতা মানুষ রাখঢাক কম ,হাসতে ভালো লাগে হাসাইতে আরো মজা পাই । জীবনের লক্ষ্য আজো অস্পষ্ট ।
আমাদের মুদ্রাদোষ....
মারুফ হোসেন,শিক্ষার্থী,ঢাবি।
...
মাঝেমাঝে আমার খুব হাসি পায়, শিক্ষিতের বাতুলতা আর জাত নামক অজাতে ওঠার চেষ্টা দেখে। ইন্টারমিডিয়েট লাইফের একটা স্মৃতি আজও খুব মনে পড়ে আমার। এমনিতেই একটু গালকাটা টাইপের মানুষ আমি, যা বুঝি ঠিক তাই সরাসরি বলে দেই কোন রাখঢাক নেই। সে সময়ে একজন শিক্ষক ছিলেন ঐ কলেজে আমাদেরকে অর্থনীতির পাঠ দিতেন। মানুষটা ক্লাসে ঢুকেই চোখ মুছতে,মুছতে কিছু আজাইড়া লেকচার দিতেন ক্লাস শুরুর প্রথম দশ-পনের মিনিট । এবং প্রত্যেকদিনই তার ঐ একই লেকচার, প্রত্যেকদিনের এই প্রথম দশ মিনিট লেকচারের সারবস্তু ঠিক এমন ছিলো...
"আসলে আল্লাহ, খোদা বলে কিছু নেই, সবই প্রকৃতি নিয়ন্ত্রণ করে, আর আল্লাহ থাকলেও তার অনেক ভুল আছে, তোমরা ব্যপারগুলো নিয়ে গভীরভাবে ভাববে সময় পেলে। আমার এসবে বিশ্বাস নেই মোটেও, মানবতাই আমার ধর্ম,আল্লাহ যদি এতই পারে তো এটা কেন এমন হয়,, ওটা কেন এমন হয় ইত্যাদি...। "
আমাদের মত অর্ধ-কোমলমতি নিয়মিত ছাত্র-ছাত্রীরা স্যারের এহেন আজাইড়া মন্তব্যে তখন খুব বিব্রতবোধ করত। এভাবে অতিষ্ট হয়ে একদিন স্যারকে ক্লাসে দাঁড়িয়ে বললাম "স্যার রিকার্ডোর খাজনা তত্ত্ব বোঝার জন্য কিংবা ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি কি সেটা জানার জন্য আল্লাহর অস্তিত্ব নিয়ে ঘাটাঘাটি না করলেও তো চলে, ক্লাসের বিষয়বস্তুর সাথে আপনার আলোচনা অপ্রাসঙ্গিক নয় কি? "
...
..
স্যার এবার আহাম্মক বেজার হলেন, বললেন না তোমাদের জানা উচিত তাই এসব বলি আর কি..
..
আমি তারপর আর একদিন বলেছিলাম, "স্যার আপনার মানবতা আছে কি না আমার সন্দেহ, যদিও আপনি প্রায়ই বলে থাকেন আপনার ধর্ম মানবতা। "
..কেন?
আমরা যে অনেকেই আপনার মন্তব্যে কষ্ট পায় আর সেটা আপনি বোঝেনও বটে তারপরও প্রত্যেকদিন সেই একই কাজ করেন, মানে আমাদেরকে কষ্ট দেন, আপনার ভিতরে সামান্য মানবতা থাকলে আপনি এমনটি কিভাবে করতে পারেন?? "
..
যাহোক স্যারের সাথে তর্কের ফলাফল হল এই যে, টেস্টে তার পার্টে আমি বি গ্রেড পেয়েছিলাম, ফাইনালে এ+।
এবার আসি, হাল-আমলে পাঁচ বছর ধরে যাদের ক্লাস করলাম বা করছি তাদের মুদ্রাদোষে....
ট্রানজিশনাল সোসাইটি কি সেটা বোঝার জন্য ইসলাম যে ইউনিভার্সাল কিছু না সেটা বোঝানোর চেষ্টা হবে সবার আগে। হিউম্যান রাইটস ওয়াচ বুঝতে হলে ধর্ম ব্যপারটা ফালতু টাইপ কিছু একটা সেটা স্বীকার করতে হবে, মার্কসিজম রসে ভরা মানবতার বিশাল জয়গান গায় সেটা বুঝতে ধর্মকে আচ্ছামত বাঁশ দিতে হবে তারপর এসব বোঝা যাবে.... !!
এতো গেল ধর্মহীনদের মুদ্রাদোষ, যারা চরম ধর্মভীরু তাদের মুদ্রাদোষটা কি রকম...
.. প্লেটোর আইডিয়াল স্টেট কিংবা ফিলোসোফার কিংয়ের ধারনা ধর্ম থেকে এসেছে, রাষ্ট্রের সমাজতাত্ত্বিক সব ধারনা ধর্ম থেকে এসেছে, ইত্যাদি, পশ্চিমারা যা কিছু এনেছে তার সবই ধর্মে আগেই বলা ছিল,এসব নতুন কোন ধারনা নয়....
..
অবশেষে আমার ছাত্রজীবনের পড়ন্তবিকেলে ইহাই বুঝিলাম, "মুদ্রাদোষ ছাড়া মানুষ নামক কোন প্রাণীর অস্তিত্ব পৃথিবীতে পাওয়া অসম্ভব। " নিরপেক্ষতা কারো রক্তে নেই.....
©somewhere in net ltd.