![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি স্বাধীনচেতা মানুষ রাখঢাক কম ,হাসতে ভালো লাগে হাসাইতে আরো মজা পাই । জীবনের লক্ষ্য আজো অস্পষ্ট ।
কষ্ট পাচ্ছি,
---হোসেন মারুফ।
...
এই আমি আর নেই,
সেই আমি!
বলিষ্ঠ চিন্তাধারা আজ কলুষিত,
আত্মার পবিত্রতাও আজ উবে গেছে।
আফিমের টানে আদর্শ আজ প্রৌঢ়ের মত ধুঁকছে।
...
কি আশ্চর্য্য, এই কি সেই আমি!
..
হেমন্তের প্রাত-বায়ু শিষ দেয় আমায়,
তাচ্ছিল্যের স্মরে কখনও বা রুক্ষতায়।
নোংরা কাকেরা আমায় মুখ ভেংচায়,
এ অবেলায় তুই কেন এ গাছের তলায়?
চোখ-মুখ তখন আড়ষ্ঠ হয়ে আসে লজ্জায়!
...
কি আশ্চর্য্য, এই কি সেই আমি!
..
কষ্ট পাচ্ছি,
সত্যই অনেক, তার চেয়েও অনেক।
আত্মা তুই মরলি, আমাকেও কেন মারলি?
মানুষের হৃষ্ট-পরিচয় মানবিকতায়,
আর অমানুষের লজ্জাহীন লাজুকতায়।
...
কি আশ্চর্য্য, এই কি সেই আমি!
...
সহস্রবার খুঁজেছি নিজকে,
আজও পাইনি তার আসল পরিচয়!
কে আমি?
কেউ জানেনা, আমিও না!
দু'বছর আগেও ছিলেনা অচেনা!
..
আজ....!
..
কি আশ্চর্য্য, এই কি সেই আমি!
©somewhere in net ltd.