![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গ্রামের একটা প্রবাদ আছে,"মরাকে মারো কেন? নড়েচড়ে না।" এবারের বাজেট বোধহয় মধ্যবিত্ত পরিবারের যেসব সন্তান বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ে তাদের জন্য সেরকম বার্তা নিয়ে এলো। পরিসংখ্যান এর জটিলতায় না গিয়ে বরং কয়েকটি উদাহরণে যায়, রংপুরের ছেলে সাকিল (ছদ্মনাম), ধানমন্ডী থাকে। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ২য় বর্ষের ছাত্র,বাবা কৃষিকাজ করে। এই পিতা তার সন্তানের বিশ্ববিদ্যালয়ের খরচ দেন নিজের কৃষিজমি বিক্রির টাকা থেকে। বিশ্ববিদ্যালয়ের ৪বছরের খরচ হোবার কথা ৬লক্ষ টাকা। কিন্তু ২০১৫-২০১৬ অর্থবছরের বাজেট এই পিতার খরচ বাড়িয়ে দিয়েছে প্রায় ১লক্ষ টাকা। এবার তবে দেখে নেয় এই পিতার মোট খরচ কত? ছেলের থাকা খাওয়া বাবদ প্রতি মাসে খরচ ৭ হাজার হিসাবে ৪ বছরের খরচ ৪লক্ষ টাকা। মোট যা দাড়ায় টা হল ১০লক্ষ টাকা। আমার আর এক বন্ধু বাড়ি নড়াইল জেলা। কঠোর পরিশ্রম করার পরও যখন সরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ হল না তখন অনেকটা বাধ্য হয়ে Southeast University department of Textile Engineering ভর্তি হয়। পরিবারের সে বড় ছেলে। অনেক কষ্টে বিশ্ববিদ্যালয়ে ফি বহন করে তার পরিবার নিজের খরচ নিজে যোগাড় করে সে। কিন্তু নতুন করে তার ও তার পরিবারের জন্য দুঃসংবাদ হল তার বিশ্ববিদ্যালয়ে ফি উপর যোগ হল ১০% ভ্যাট। এই গল্প গুলার খুঁজে পাবেন প্রায় সব মধ্যবিত্ত পরিবার এর বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীদের কাছে।
এখন প্রশ্ন একটাই, শিক্ষা কি কোন পণ্য? যা কিনতে ভ্যাট দিতে হবে ১০%!!
©somewhere in net ltd.