নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নির্জনতা

মাসফিকা জাহান

আমি

মাসফিকা জাহান › বিস্তারিত পোস্টঃ

তৃতীয় বিশ্ব

০৯ ই জুলাই, ২০১৫ দুপুর ২:৪৪

এই পৃথিবীতে তৃতীয়বিশ্ব বলে আর একটা পৃথিবী আছে, সেই পৃথিবীর এক খণ্ডিত বাংলার এক মানবযানে আজকাল ভ্রমন করছি। এখানে এই মানবযানকে লোকাল ট্রেন বলে, বাজারের বাগেভরা আলু পটল পেঁয়াজ আর চুনো মাছের মত এই ট্রেনে অপমানিত জীবনের বোঝাভারে মানুষেরা যাতায়াত করে। ব্যাগের মধে্য মরা মাছের আঁশটে গায়ে লাগলে টাটকা পটলের আর কি আর করার থাকে? আমিও সহযাত্রীদের ঘামগন্ধ পুণ্য মানবপ্রেমের দান বলে গ্রহন করি দুচোখ নাক বুজেঁ। ঘেমো মুখ, কোটরে ঢোকা চোখ এবং করোটি শুকিয়ে যাওয়া রোগা রোগা নিত্যযাত্রী সকল, যেন নিয়তি তাড়িত হয়ে শুধু ক্ষুধা মেটানোর তাড়নায় ছেঁড়াকাঁথার মতো মলিন মায়াময় এক জীবন বয়ে বেড়ায় ট্রেনে ও কারখানায় । এখানে মরনোন্মুখ নিত্যযাত্রীরা বড়োজোর একটা ফাঁকা ট্রেন এর স্বপ্ন দেখে; একটা ফাঁকা ট্রেন, জানালা পাশে খটখটে কাঠের একটা বেঞ্চে হাওয়া খেতে খেতে দেহটা জুড়িয়ে বাড়ি ফেরা যাবে।

আমি এই তৃতীয়বিশ্বের অতি দরিদ্র অপমানিত বিষণ্ণ অনিত্য যাত্রী এক , এই পৃথিবীতে এসে আজ ভুলে গেছি আমার প্রিয় বঞ্চনা, প্রিয় কবিতার খাতা। এখানে ভালবাসা পাওয়া না পাওয়ার দুঃখগল্পগাথাঁ একদম মানায় না, এখানে ডিমঝোল মাখা এক থালা ভাতের চেয়ে প্রিয় ভালোবাসা আর কিছুতেই নেই।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৯ ই জুলাই, ২০১৫ দুপুর ২:৫৬

কাবিল বলেছেন:


দলবল বেঁধে যুদ্ধ করার দিন শেষ হতে থাকবে,
শুরু হতে থাকছে জীবনের সাথে যুদ্ধ।
এমনিতেই পাওয়া যায় না আদায় করে নিতে হয়।

২| ০৯ ই জুলাই, ২০১৫ বিকাল ৩:২৬

মাসফিকা জাহান বলেছেন: আমি সবার ভালোবাসা কিংবা করুনা গ্রহন করতে প্রস্তুত, কারন এই বিস্ময়কর মহামান্য পৃথিবীর কাছে আমি এক অসহায় অবোধ শিশু।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.