নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সময়ের প্রয়োজনে সময় ভূলে যাই!!!

কিবোর্ড নস্ট তাই লিথতে পারি না।

আসাদুজ্জামান আসাদ

আমি তো শুনেছিলাম ফুটবল বুঝলে মানুষ ব্রাজিল সাপোর্ট করে!

আসাদুজ্জামান আসাদ › বিস্তারিত পোস্টঃ

AMও PM এর রহস্য কি ?

২৯ শে আগস্ট, ২০১০ বিকাল ৫:৩২

AMও PM এর রহস্য কি ?

সময় আমাদের অতি পরিচিত একটি নাম। বর্তমান সময়ে হাত ঘড়ি , মোবাইল , দেয়াল ঘড়ি ও কম্পিউটার টাইম ডিস্পেলেতে সময় ভেদে আমরা AM ও PMদেখতে পাই। এই দুটি আমাদের কি বুঝায়?





AM ও PM এর রহস্য কি জানতে ভিতরে আসুন..........................







AM এর পুরো ই;রেজি হলো Ante meridiem ।AM অর্থ পূর্বে বা আগে আর meridiem অর্থ মধ্যাহ্ন বা দ্রাঘিমা বুঝায়। এক্ষেত্রে Ante meridiem দ্বারা মধ্য কোন বিষয় কে বুঝানো হয়। অর্থাৎ Ante meridiem দ্বারা মধ্যাহ্ন দুপুর ১২ টার পূর্ব থেকে মধ্যরাত বা ১২ টা হতে সময়কে বুঝায়।







PM এর পুরো ই;রেজি হলো post meridiem ।PM অর্থ পরে আর post meridiem অর্থ মধ্যাহ্ন বা দ্রাঘিমা বুঝায়। এক্ষেত্রে meridiem দ্বারা মধ্য কোন বিষয় কে বুঝানো হয়। অর্থাৎ post meridiem দ্বারা মধ্যাহ্ন দুপুর ১২ টার পর থেকে মধ্যরাত বা ১২ টা পর্যন্ত সময়কে বুঝায়।

মন্তব্য ৩৫ টি রেটিং +১২/-১

মন্তব্য (৩৫) মন্তব্য লিখুন

১| ২৯ শে আগস্ট, ২০১০ বিকাল ৫:৩৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

আমার ভূগোল জ্ঞান খারাপ। আপনি অনেক জানেন।

২৯ শে আগস্ট, ২০১০ বিকাল ৫:৪৫

আসাদুজ্জামান আসাদ বলেছেন: আরে আপনি অনেক বুঝছেন।

২| ২৯ শে আগস্ট, ২০১০ বিকাল ৫:৩৯

শেখ আমিনুল ইসলাম বলেছেন: মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

আমার ভূগোল জ্ঞান খারাপ। আপনি অনেক জানেন।

২৯ শে আগস্ট, ২০১০ বিকাল ৫:৪৬

আসাদুজ্জামান আসাদ বলেছেন: আরে আপনিতো আরো অনেক বুঝছেন।

৩| ২৯ শে আগস্ট, ২০১০ বিকাল ৫:৪১

অনির্বান বলেছেন: আমাদের ইয়ার আলী স্যার যদি এ বিষয়টা জানতে, আমাদেরকে আর শপাং শপাং করে মারতেন না।

২৯ শে আগস্ট, ২০১০ বিকাল ৫:৪৭

আসাদুজ্জামান আসাদ বলেছেন: তা কি দিয়ে মারতেন।

৪| ২৯ শে আগস্ট, ২০১০ বিকাল ৫:৪২

বৈকুন্ঠ বলেছেন: বিশাল গিয়ানোগর্ভ পুস্ট। যুগ চিন্ন দাবানো হৈল

আপনে অর্থনিতির ছাত্র হৈয়া এই ব্যাপারে এত গভীর গিয়ান পাইলেন কৈ?

২৯ শে আগস্ট, ২০১০ বিকাল ৫:৪৮

আসাদুজ্জামান আসাদ বলেছেন: বিষয়টি আলোচনার মাধ্যমে ।

৫| ২৯ শে আগস্ট, ২০১০ বিকাল ৫:৪৯

ভোরের পাখি-২০৫০ বলেছেন: আপনে অর্থনিতি ২য় বর্ষর ছাত্র হৈয়া এই ব্যাপারে এত গভীর গিয়ান পাইলেন কৈ?

২৯ শে আগস্ট, ২০১০ বিকাল ৫:৫০

আসাদুজ্জামান আসাদ বলেছেন: পূবে দেয়া আছে।

৬| ২৯ শে আগস্ট, ২০১০ বিকাল ৫:৫০

খোশনবীশ বলেছেন: আপনার জানা ও জানানোকে স্বাগত জানাই।
আচ্ছা কন দেখি, AD ও BC তে কী বুঝায় আর এদুটার অর্থ কী?

২৯ শে আগস্ট, ২০১০ বিকাল ৫:৫৩

আসাদুজ্জামান আসাদ বলেছেন: AD তে Dade advance

BC তে বিস্কুট কোম্পানি

৭| ২৯ শে আগস্ট, ২০১০ বিকাল ৫:৫০

সিটিজি৪বিডি বলেছেন: অর্থনীতি ছাত্র হইয়াও বিজ্ঞান নিয়া গভেষনা করিতেছেন শুনিয়া ভাল লাগিতেসে।

২৯ শে আগস্ট, ২০১০ বিকাল ৫:৫৪

আসাদুজ্জামান আসাদ বলেছেন: খুশি হইলাম।

৮| ২৯ শে আগস্ট, ২০১০ বিকাল ৫:৫১

কাউসার রুশো বলেছেন: জানা আছে।

২৯ শে আগস্ট, ২০১০ বিকাল ৫:৫৫

আসাদুজ্জামান আসাদ বলেছেন: জানান নি কেন ?

৯| ২৯ শে আগস্ট, ২০১০ বিকাল ৫:৫৩

bangal manus বলেছেন: জ্ঞেনের ভান্ডার এখানে।

২৯ শে আগস্ট, ২০১০ বিকাল ৫:৫৫

আসাদুজ্জামান আসাদ বলেছেন: লাগবো নাকি ?

১০| ২৯ শে আগস্ট, ২০১০ বিকাল ৫:৫৮

একলোটন বলেছেন: বুঝি নাই

২৯ শে আগস্ট, ২০১০ সন্ধ্যা ৬:১১

আসাদুজ্জামান আসাদ বলেছেন: কি বুঝেন নাই এডাইতো বুঝি নাই?

১১| ২৯ শে আগস্ট, ২০১০ বিকাল ৫:৫৮

একলোটন বলেছেন: ইলাবরেট প্লিজ

১২| ২৯ শে আগস্ট, ২০১০ সন্ধ্যা ৬:০০

খোশনবীশ বলেছেন: AD ও BC ঠিকই জানেন বুঝা গেল। তাহলে PM মানে যে ‌'প্রাইম মিনিস্টার' সেটা জানেন না কেন?

২৯ শে আগস্ট, ২০১০ সন্ধ্যা ৬:১৩

আসাদুজ্জামান আসাদ বলেছেন: PM মানে যে পাকিস্তানি মিলিটারি তাতো যানেন নিম্চয়।

১৩| ২৯ শে আগস্ট, ২০১০ সন্ধ্যা ৬:২০

খোশনবীশ বলেছেন: PM মানে পাকিস্তানি মিলিটারি কোন সময়ই ছিল না।

০১ লা সেপ্টেম্বর, ২০১০ দুপুর ১২:৫৪

আসাদুজ্জামান আসাদ বলেছেন: তাইলে কি নিজামী, মুজাহিদরাও ছিলনা?

১৪| ২৯ শে আগস্ট, ২০১০ সন্ধ্যা ৭:৫৭

রেড ওয়াইন বলেছেন: বাল পুস্টে মাইনাস। ক্লাস টু এর বাচ্চাও জানে এম/পিম এর মানে।

৩০ শে আগস্ট, ২০১০ বিকাল ৪:৪৪

আসাদুজ্জামান আসাদ বলেছেন: ভাই আমি জানতাম না যে কিছু জানার জন্য ক্লাসের ব্যবধান করতে হয়। যা আপনাদের মত কিছু লোকের কাছে শিখতে হলো।




মাইনাস দেয়ার জন্য অস;খ্য ধন্যবাদ।

১৫| ৩০ শে আগস্ট, ২০১০ রাত ২:৫২

বাউন্ডুলে রুবেল বলেছেন: ভাল লিখছ ব্রাদার...

৩০ শে আগস্ট, ২০১০ বিকাল ৪:৪৫

আসাদুজ্জামান আসাদ বলেছেন: ধন্যবাদ।

১৬| ৩০ শে আগস্ট, ২০১০ দুপুর ২:২৫

robot_eee বলেছেন: ভাইজান ক্লাশ টু-তে পড়েন ???

৩১ শে আগস্ট, ২০১০ বিকাল ৩:৪০

আসাদুজ্জামান আসাদ বলেছেন: কেন আমিতো আপনার সহপাটি।

১৭| ০১ লা সেপ্টেম্বর, ২০১০ সকাল ৯:৩৬

তৌফিকুর রহমান রাসেল বলেছেন: কামে লাগছে...

০১ লা সেপ্টেম্বর, ২০১০ দুপুর ১২:৫৩

আসাদুজ্জামান আসাদ বলেছেন: কাম হইলেই কাম, না হইলে আকাম

১৮| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১০ রাত ১১:৩৫

মুভি পাগল বলেছেন: হুম

১৯| ১৫ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ১১:৫৮

কুচ্ছিত হাঁসের ছানা বলেছেন: আহহারে, চউখে পানি আইসা পড়লো পোস্ট পইড়া।

এএম আর পিএম মানে যে দুপুর বারটার আগে আর পরে, এই কোন বলদে না জানে?

বাল্পুস্ট।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.