নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ব্লগ পাঠক হিসাবে যতট সাচ্ছন্দ বোধ করি, লেখক ব্লগ লেখক হিসাবে ঠিক ততটাই অসাচ্ছন্দ । কিন্তু কিছুটা অস্বস্তি নিয়েই আজ লিখতে বসা । সামুর নিয়মিত পাঠক হিসাবে , Deutsche Welle (DW) আর ইত্তেফাকেরও নিয়মিত পাঠক। ইত্তেফাকের সাইটে "Facebook Recent Activity" , এই নিয়ে লিখতে বসা ।
খবর ১ : এক রাতের জন্য ১ মিলিয়ন ডলার!
প্রকাশকাল : ১৩ ডিসেম্বর, ২০১৪ ইং ১৮:৫৫ মিঃ
খবর ২ : ১০০ পুরুষের সঙ্গে সানি
প্রকাশকাল : ২৩ ডিসেম্বর, ২০১৪ ইং ১৮:২৫ মিঃ
খবর খবরই...এই নিয়ে বেশি কিছু বলার নেই । আর ইত্তেফাকের মত প্রথম সারির জাতীয় দৈনিকে সব রকমের খবর থাকেব , এটাই সাধারন । আজ ২০শে মার্চ, ২০১৫। ১৩ ডিসেম্বর অথবা ২৩ ডিসেম্বর থেকে আজ, ৩ মাসের বেশি সময় । কিন্তু ইত্তেফাকের মত একটি দায়িত্বশীল দৈনিকের "Facebook Recent Activity" তে ৩ মাস পুরানো খবর দেখেত হয়, তাও আবার র্পনস্টারদের প্রচারনা মুলক...পত্রিকার খবর পরিবেশনের দায়িত্ব ও রুচি নিয়ে খানিকটা দ্বিধা হয়। ব্যপারটা আজ মাস ২ থেকে লক্ষ্য করছিলাম । এরমাঝে অনেক খবর "Facebook Recent Activity" তে আসে যায়, কিন্তু এই দুই খবরের মত স্টিকি হয় না । "Facebook Recent Activity" এই বক্সটা অটোমেটেড হতে পারে। পাঠক যে খবর বেশি ক্লিক করবে, সবচেয়ে বেশি ক্লিক করা খবর "Facebook Recent Activity" বক্সে আসবে । ব্যাপার যাই হোক, খবর পরিবেশনের দায়িত্ব কিন্তু ইত্তেফাকের, যেহেতু সাইটা তাদের । আশা করি ইত্তেফাক আরও দায়িত্বশীল হবে ।
২২ শে মার্চ, ২০১৫ রাত ৩:৪০
আমি মাছরাঙ্গা বলেছেন: আপনার সাথে একমত । কিন্তু জোর করে যখন কোন খবরকে হাইলাইট করা হয়, তা নিশ্চই কাম্য নয়। আর জোর করে হাইলাইট করা খরব যখন বির্তকিত, তা কতটুকু দায়িত্বশীলতার পরিচায়ক ।
২| ২১ শে মার্চ, ২০১৫ দুপুর ২:০২
ক্ষতিগ্রস্থ বলেছেন: সংবাদ প্রকাশে অবশ্যই যাচাই-বাচাই থাকা উচিত, দায়িত্বশীলতা থাকা উচিত. দায়িত্বশীলতা ছাড়া মানব জীবনের কোন কর্মকান্ড মেনে নেয়া যায় না. আর পর্নস্টারের খবর জানানো কোন জাতীয় দৈনিক সংবাদপত্রের কাজ না, সেটার জন্য এডাল্ট সাইট বা চটি আছে, যার দরকার সে যাবে. ইত্তেফাক একটা জরাগ্রস্থ, ক্ষয়িষ্ঞু পত্রিকা, এসব খবর দিয়ে খড়কুড়া ধরে ভেসে থাকার শেষ চেষ্টা করছে মাত্র.
২২ শে মার্চ, ২০১৫ রাত ৩:৪৫
আমি মাছরাঙ্গা বলেছেন: ধন্যবাদ আপনার মতামতের জন্য ।
"দায়িত্বশীলতা ছাড়া মানব জীবনের কোন কর্মকান্ড মেনে নেয়া যায় না"
-- ভাল লাগল আপনার চিন্তামাত্রা ।
©somewhere in net ltd.
১| ২১ শে মার্চ, ২০১৫ সকাল ১০:২০
আরণ্যক রাখাল বলেছেন: খবরের কোন বাছাই থাকা উচিৎ নয়| আপনার কাছে যেটা গুরুত্বপূর্ন আমার কাছে সেটা নাও হতে পারে