![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দীঘির পারে পাহাড় ধারে ছোট্ট কুঁড়ে ঘর,
প্রকৃতিরই মিলম মেলায় অপরূপ সুন্দর,
আমার ছোট্ট কুঁড়ে ঘর।
প্রখর রোদের এই উত্তপে দেয় যে মোদের ছায়া,
শেষ বিকেলের আলোক ছটায় জাগায় মনে মায়া।
এ যেন মায়া ভরা প্রেমে গড়া শান্ত সুখের নীড়,
আমার ছোট্ট কুঁড়ে ঘর।
উঠান জুড়ে বসে সেথা শীতল হাওয়ার মেলা,
দীঘির জলে হাওয়ার তালে করে যে জল খেলা।
এ যেন মন কাড়া এক সবুজ ঘেরা পরম প্রিয় ঘর,
আমার ছোট্ট কুঁড়ে ঘর।
ঝড়ের দিনে টিনের চালে বাদল তুলে সুর,
দীঘির জলে টাপুরটুপুর শব্দ করে বাজে যে নূপুর।
এ যেন বাদলা হাওয়ার উপভোগ্য প্রেম সানাইয়ের সুর,
আমার লাগে সুমধুর।
স্বপ্ন সাজে প্রেমের ভাঁজে আমার বোনা ঘর,
ভালোবাসার রঙিন ছোঁয়ায় সাজানো সংসার।
এ আমার ছোট্ট কুঁড়ে ঘর।।
২০ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:৩৩
মাশরিক রুসাফী বলেছেন: আপনাকেও ধন্যবাদ, জাহেদ ভাই
©somewhere in net ltd.
১|
১৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:৩৯
রুদ্র জাহেদ বলেছেন: সুন্দর কবিতা।ভালো লাগা রইল