![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কুয়াশা ভেদ করে মেঠোপথ ধরে
চলেছে কিষাণ হেঁটে গুণগুণ করে,
কাঁধে তার লাঙ্গল আর বুক ভরা বল
ফসলের স্বপ্ন তারে করেছে পাগল।
দিন নেই রাত নেই শুধু খেটে যায়
হালের বলদ গুলো একা টেনে নেয়,
দিন শেষে সাঁঝে এসে কিষাণীরে কয়
আমি এসেছি ওগো তুমি গেলা কই?
কি সুন্দর ভালবাসা তাদের মাঝে
কিষাণী মুখ লুকায় স্বামীর লাজে,
ফসলের দিন এলে নাহি থাকে ঘুম
কিষান-কিষাণীর ঘরে আজ আনন্দের ধুম।
মৌসুম শেষে এসে স্বপ্ন বাঁধে ঘর
দিন শেষে হিসেব কষে হয় যে নিথর,
তবুও বুকভরা আশা রয়ে যায়
ভালবাসার স্বাধটুকু অধরাই রয়।।
০৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:১৫
মাশরিক রুসাফী বলেছেন: ধন্যবাদ জাহেদ ভাই। আপনার সহযোগিতা কামনা করছি।
©somewhere in net ltd.
১|
০৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:০৬
রুদ্র জাহেদ বলেছেন: ভালো লাগল কবিতা
শুভ ব্লগিং