![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজ ঘোর অমানিশা
কেড়ে নিল আশা,
ডুবিয়ে সব হতাশায়।
বুকে বড় ব্যাথা
কেড়ে নিল কথা,
কেঁদে বেড়া্য নিরালায়।
ফেলে দিয়ে লাজ
অতীত করে ভাঁজ,
লেজ গুটিয়ে বেড়ায়।
মিথ্যার যত ফুলঝুরি
হাতে যেন তাঁর চুড়ি,
সত্য বলতে যতো ভয়।
আজ লজ্জার ক্ষয়
আঘাতের দাগ সর্বময়,
চলছে মিথ্যার জয়।
পেতে থাকে হাত
সন্ধ্যা কি প্রভাত,
জাতির আজ অবক্ষয়।
সব করে শেষ
দেয় দোষ স্ব-বিশেষ,
আখের ভাগ্যের দোহায়।
হায় চিন্তার অপঘাত
জাতির অনর্থক বিবাদ,
বিকলাঙ্গতার লজ্জাকর অপবাদ।
©somewhere in net ltd.