![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যা আছি তা নিয়ে সুখী, ভান নেওয়া অপ্রয়োজনীয়। ভালোলাগে জোৎস্নায় রাস্তায় হাটাহাটি, শীতের সকাল আর বন্ধুদের নিয়ে আড্ডা। নিজের ভুল স্বীকারে আপত্তি নেই কিন্তু অনুতপ্ত নই।
রিভিউ :: Raytheon / Lockheed Martin FGM-148 Javelin.
তথ্য সংগ্রহ ও সংরক্ষণে :: মাশুক খান
থার্ড জেনারেশন এন্টি ট্যাংক গাইডেড মিসাইল হচ্ছে FGM-148। এই অস্ত্র পূর্বে ব্যবহৃত M47 "ড্রাগন" ম্যান প্রোটেবল মিসাইলের জায়গা দখল করে নেয়। ইউ এস আর্মির ব্যবহৃত এই অস্ত্র ২০০৩ সনে ইরাকে তার শক্তিশালী কর্মদক্ষতা ও আফগানিস্তানের যুদ্ধে ধ্বংস ক্ষমতা দেখিয়ে নিজের সম্মান অর্জন করে নিয়েছে। জেভলিনের জন্ম ১৯৮৩ সনে। এটা তখন "এডভান্স এন্টি ট্যাংক ওয়েপন সিস্টেম - মিডিয়াম " নামে পরিচিত ছিলো। এই প্রজেক্ট ১৯৮৫ সনের মধ্যে আকর্ষণীয় হয়ে দাঁড়ায়। ১৯৯১ সালে পাঁচবার মিসাইল টেষ্ট করার পর ইউ এস আর্মিকে ব্যবহার করতে দেওয়া হয়। তখন এর নাম হয় FGM-148 এবং নিকনেম জেভলিন। ১৯৯৩ সালে জেভলিনের সম্পূর্ণ কাজ শেষ হয় এবং ব্যবহারে সন্তোষজনক ফলাফল পাওয়ার কারনে ৯৪ সনে অফিসিয়ালি ইউ এস আর্মির অস্ত্র হিসাবে ব্যবহার শুরু হয়।
জেভলিন ব্যবহার করতে দুজন ট্রেনিং প্রাপ্ত লোক প্রয়োজন হয়। এর প্রতিটি মিসাইলে ওজন ১১.৮ কিলোগ্রাম আর লাঞ্চার ইউনিটের ওজন ৬.৩৫ কিলোগ্রাম। মিসাইলের দৈর্ঘ্য ৪৩ ইঞ্চি যেখানে লাঞ্চারের দৈর্ঘ্য ৪৪ ইঞ্চি। ১২৭ মিলিমিটারের ব্যাস বিশিষ্ট প্রতিটি মিসাইলের ইফেক্টটিভভ রেঞ্জ ৭৫ থেকে ২৫০০ মিটার। নিরাপত্তার খাতিরে মিনিমান রেঞ্জ ৭৫ মিটার রাখা হয়েছে। মিসাইলের ওয়ারহেডের ওজন ৮.৩৯ কিলোগ্রাম, যা HEAT (High explosive, Anti Tank) টাইপের। জেভলিন ব্যবহারের পূর্বে সিএলইউ এর (কন্ট্রোল লাঞ্চার ইউনিট) মাধ্যমে লক করে দেওয়া হয়। আর মিসাইলের গাইডেন্স সিস্টেম অটোমেটিক তার লক্ষ বস্তুকে আঘাত হানতে পারে। অর্থাৎ আপনি জেভলিন দিয়ে শ্যুট করবেন তারপর ভুলে যাবেন, বাকিটা মিসাইলের দায়ীত্ব। শ্যুট করার পর এবং টার্গেটে আঘাত হানার আগ পর্যন্ত মিসাইলকে নিয়ন্ত্রণ করা যায়। চাইলে টার্গেট পরিবর্তন, নতুন লোকেশন অথবা কার্যকারিতা নষ্ট করে দেওয়ার সিস্টেম রয়েছে।
টেকনিক্যাল স্পেসিফিকেসন ::
Raytheon / Lockheed Martin FGM-148 Javelin ::
Anti-Tank (AT) Missile Launcher.
উৎপাদনকারী দেশ :: আমেরিকা
উৎপাদন সাল :: ১৯৯৬
উৎপাদিত সংখ্যা :: ৪০ হাজার
সার্বিক দৈর্ঘ্য :: ৪৬.৯৭ ইঞ্চি (১১৯৩ মি.মি.)
Weight (Empty) :: ১৮.২০ কিলোগ্রাম (৪০.১২ পাউন্ড)
Carry weight :: ২২.৩ কিলোগ্রাম (৪৯.২ পাউন্ড)
ক্যালিবার :: 127mm
এ্যাকশন :: Imaging Infrared, Impact force solid Fuel Rocket.
ফিড সিস্টেম :: সিঙ্গেল শট, Reusable Launcher
রেট অফ ফায়ার :: ২ রাউন্ড
রিলোড টাইম :: ৩.৫ সেকেন্ড
ইফেক্টটিভ রেঞ্জ :: ২৫০০ মি ( ৮২০২ ফুট; ২৭৩৪ ইয়ার্ড)
সর্বোচ্চ রেঞ্জ :: ৪৭৫০ মি.
মূল্য :: 246,000 ডলার।
১৭ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৪৬
মাশুক খান বলেছেন: একটু
©somewhere in net ltd.
১|
১৬ ই জুন, ২০১৬ রাত ৯:০০
কল্লোল পথিক বলেছেন:
ভয়ংকর অস্ত্র!