![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যা আছি তা নিয়ে সুখী, ভান নেওয়া অপ্রয়োজনীয়। ভালোলাগে জোৎস্নায় রাস্তায় হাটাহাটি, শীতের সকাল আর বন্ধুদের নিয়ে আড্ডা। নিজের ভুল স্বীকারে আপত্তি নেই কিন্তু অনুতপ্ত নই।
M134 মিনিগান ::
তথ্য সংগ্রহ ও সংরক্ষণে :: মাশুক খান।
হলিউডের মুভিতে আমরা প্রায়শই মিনিগান ব্যবহার করতে দেখি। কারো হাতে মিনিগান থাকা মানে শত্রুপক্ষের কোন আশা নেই। এই মিনিগান ১৯৬২ সালে আমেরিকায় তৈরী শুরু হয়। ইলেকট্রিক ড্রাইভেন এই রোটারী গান মূলত "জেনারেল ইলেকট্রিক" ডিজাইন করে। M134 মিনিগানের সামগ্রিক দৈর্ঘ্য ৩১.৫ ইঞ্চি (৮০০ মি.মি)। যেখানের ছয়টা ব্যারেল রয়েছে যার প্রতিটির দৈর্ঘ্য ২১.৮৫ ইঞ্চি (৫৫৫ মি.মি.)। খালি অবস্থায় ( বুলেট ছাড়া) এর ওজন ১৫.৯০ কিলোগ্রাম। মিনিগানে 7.62x51mm NATO ক্যালিবারের বুলেট ব্যবহার করা হয় এবং বুলেট ফিড হিসাবে বেল্ট ব্যবহার করা হয় এবং প্রতি বেল্টে ৫০০ থেকে পাঁচ হাজার রাউন্ড বুলেট থাকে। মিনিগান প্রতি মিনিটে ছয় হাজার বুলেট ছুঁড়তে সক্ষম। যদিও বর্তমানে এটা কমিয়ে চার হাজারে নিয়ে আসা হয়েছে। তবে ইউজারের উপরে কিছুটা নির্ভরশীল। মিনিগানের মাজল ভেলোসিটি ৮৫৩ মি./সে. এবং ফায়ারিং রেঞ্জ এক কিলোমিটার।
সংক্ষিপ্ত ইতিহাস :: মূলত ভিয়েতনামের যুদ্ধে মিনিগান ডিজাইন করার প্রয়োজন হয়। Aircraft Gun M61 Volcan এর ছোটভাই বলা যায় M134 মিনিগানকে। যুদ্ধে মিনিগানের ভয়ঙ্কর দক্ষতার পাশাপাশি দীর্ঘ সার্ভিস লাইফ দেখে মিনিগানের ব্যবহার বিশ্বব্যাপী শুরু হয়। কাগজে কলমে মিনিগান ১৯৬২ সালে বললেও এটা আবিষ্কার হয় ১৯৬০ সালে। ১৯৬৬ সালে তৈরী হয় M134 মিনিগানের পরবর্তী সংস্করণ XM134। কিন্তু ভালো সার্ভিস না পাওয়ার কারনে XM134 বিলুপ্ত হতে সময় লাগেনি। বর্তমানে আমেরিকান আর্মি ছাড়াও অষ্ট্রেলিয়া, ব্রাজিল, ফ্রান্স, ইসরায়েল, স্পেন, তুর্কি, পাকিস্তান ও যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের আর্মি মিনিগান ব্যবহার করে। তবে সোভিয়েত ইউনিয়ন এখনো ফোর ব্যারেলের GShG-7.62 ব্যবহার করে যেটা ১৯৭০ সালে আবিষ্কার হয় এবং কার্যক্ষমতা M134 মিনিগানের মতই।
টেকনিক্যাল স্পেসিফিকেসন ::
General Electric M134 minigun ::
Six-Barrel Gatling Gun.
উৎপাদনকারী দেশ :: আমেরিকা
উৎপাদন সাল :: ১৯৬২
সার্বিক দৈর্ঘ্য :: ৩১.৫০ ইঞ্চি (৮০০ মি.মি.)
ব্যারেলের দৈর্ঘ্য :: ২১.৮৫ ইঞ্চি (৫৫৫ মি.মি)
খালি অবস্থায় ওজন :: ১৫.৯০ কিলোগ্রাম (৩৬.০৫ পাউন্ড)
ক্যালিবার :: 7.62x51mm NATO
এ্যাকশন :: Electrically Driven; Belt-Fed
ফিড :: পাঁচশো থেকে পাঁচ হাজার রাউন্ড লিংক বেল্ট
রেট অফ ফায়ার :: চার হাজার থেকে ছয় হাজার রাউন্ড।
রেঞ্জ :: ১০০০ মি ( ৩২৮০ ফুট; ১০৯৩ ইয়ার্ড)
দাম :: 3900 ডলার।
©somewhere in net ltd.