নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Every logic we put together to get the clear concept

মাশুক খান

যা আছি তা নিয়ে সুখী, ভান নেওয়া অপ্রয়োজনীয়। ভালোলাগে জোৎস্নায় রাস্তায় হাটাহাটি, শীতের সকাল আর বন্ধুদের নিয়ে আড্ডা। নিজের ভুল স্বীকারে আপত্তি নেই কিন্তু অনুতপ্ত নই।

মাশুক খান › বিস্তারিত পোস্টঃ

Weapon Review Browning M2 "Ma Deuce"

১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:০২



অস্ত্র রিভিউ :: Browning M2 “Ma Deuce”
তথ্য সংগ্রহ ও সংরক্ষণে :: মাশুক খান

সংক্ষিপ্ত ইতিহাস :: ইতিহাস ঘাটলে খুব অল্প মেশিনগান খুঁজে পাওয়া যায় যার প্রয়োজনীতা M2 মেশিনগানের মত ছিলো। প্রথম বিশ্বযুদ্ধের সময়ে সবথেকে বেশি প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ ছিলো মেশিনশানের ব্যবহার। সে সময়ে ফরাসি এবং ব্রিটিশদের কাছে শক্তিশালী মেশিনগান থাকলেও আমেরিকানরা ছিলো যথেষ্ঠ দূর্বল। বিশ্বযুদ্ধের শেষ হওয়ার পর ইঞ্জিনিয়ার জন ব্রাউনিং মিলিটারীরের চাহিদা এবং প্রয়োজনীতা মেটাতে M2 মেশিনগানের ডিজাইন করেন। যার ডাক নাম দেওয়া হয় Ma Deuce। ক্যালিবারের কথা বিবেচনা করে একে সংক্ষেপে ফিফটি ক্যাল মেশিন গানও বলা হয়ে থাকে। নিজের তৈরি আগের .30-06 ক্যালিবার ব্যবহৃত M1919 ব্রাউনিং মেশিনগানের ডিজাইনের উপর অনেকটা ভিত্তি করে তার এই মেশিনগান তৈরি হয়। তবে এখানে তিনি পরিবর্তন করেন ক্যালিবারের। M2 মেশিনগানের কার্টিজের আকার M1919 থেকে বড় এবং অধিক শক্তিশালী, যার নাম হয় .50 ক্যালিবার BMG। 50 ক্যালিবার BMG দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে আমাদের কাছে 12.7x99mm NATO ক্যালিবার হিসাবে পরিচিত পেয়ে আসছে। ১৯২৬ সালে জন ব্রাউনিং বেলজিয়ামে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তারপর অন্যরা বাকি গবেষণা চালিয়ে নিতে থাকেন।
১৯২০ সাল থেকে এখন পর্যন্ত M2 মেশিন গান যুদ্ধের যানবাহন ও এয়ারক্র্যাফটে ব্যবহার হচ্ছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে কোরিয়া আফগানিস্তান ও ইরাকের যুদ্ধসহ বিভিন্ন যুদ্ধে এই মেশিনগান ব্যবহার হয়ে আসছে।

ডিজাইন :: .50 ক্যালিবার রাউন্ড যেটা বিভিন্ন ধরনের শক্তিশালী স্নাইপার রাইফেলে ব্যবহার করা হয়ে সেটি মূলত এই M2 থেকেই উৎপত্তি, যা উইনচেষ্টার কোম্পানি তৈরি করেছিলো। প্রথম বিশ্বযুদ্ধে ব্যবহৃত জার্মান সেনাদের 13mm এন্টি ট্যাংক রাইফেলের বুলেট এবং পূর্বে M1917 ব্রাউনিং মেশিনগানে ব্যবহৃত .30 ক্যালিবারের উপর ভিত্তি করে M2 মেশিনগানের জন্য .50 ক্যালিবার বুলেট তৈরি করা হয়। তবে সমস্যা তৈরি হয় উত্তপ্ত হওয়া নিয়ে। দেখা গিয়েছিলো টানা কিছুক্ষণ গুলি করলে ব্যারেল অত্যাধিক গরম হয়ে যায়, ফলে ব্যারেল গলতে শুরু করে। ব্যারেল ঠান্ডা রাখার জন্য ব্যবহার করা হয় ওয়াটার কুলিং ম্যাথোড, ওয়াটার ব্যাগ যা ছিলো অসুবিধাজনক। কারন বিমানে এই পদ্ধতি ব্যবহার সহজ হলেও গ্রাউন্ডে সুবিধাজনক না। ব্যবহার করা হয় এয়ার কুলিং ম্যাথোড কিন্তু এখানেও অসুবিধা দেখা দেয়। ৭৫ রাউন্ড টানা গুলি করলে দেখা দেয় ব্যারেলে ফ্রাকচার। তখন M2 এর ব্যারেলে আপগ্রেড করা হয় এবং নতুন রুপ হিসাবে আসে M2HB (heavy Barrel) যা সমস্যা অনেকাংশে কমিয়ে দেয় এবং ব্যবস্থা করে দেয় অধিক সময় ব্যবহারের সুবিধা। ব্যারেল গরম হওয়ার বাকি সমস্যাটুকু দূর করা হয় উত্তপ্ত ব্যারেল পরিবর্তনের মাধ্যমে। যুদ্ধ অবস্থায় ব্যারেল চেঞ্জ করার অপশন দেওয়া হয় M2HB মেশিনগানে। এই পদ্ধতিকে বলা হয় QCB বা কুইক ব্যারেলে চেঞ্জ।
M2 মেশিনগানের মাজল ভেলোসিটি ২৯২০ ফুট/পাউন্ড। যার সর্বোচ্চ রেঞ্জ ৭.৪ কিলোমিটার এবং ইফেক্টিভ রেঞ্জ প্রায় দুই কিলোমিটার। এই মেশিনগান মিনিটে পাঁচশো রাউন্ড গুলি করতে পারে। বিমানে ব্যবহৃত M2 মিনিটে ৮০০ থেকে ১২০০ রাউন্ড পর্যন্ত গুলি করতে পারে। রেকর্ডে আছে M2 মেশিনগানের একটা বুলেটের আঘাতে একটা হেলিকপ্টার ধ্বংস হয়েছে। এবার কল্পনা করুন কয়েক হাজার রাউন্ডের বুলেটের বেল্ট সাথে .50 ক্যালিবারের বিধ্বংসী ক্ষমতা। বর্তমানে শতশত যুদ্ধের জাহাজ বিমানে এই মেশিনগান নির্ভরতার সাথে ব্যবহার করা হচ্ছে।

টেকনিক্যাল স্পেসিফিকেসন ::
অস্ত্রের মডেল :: Browning M2
ক্যাটাগরি :: Multi-role Heavy Machine Gun (HMG)
উৎপাদনকারী দেশ :: আমেরিকা
উৎপাদনকারী :: Saco Defense Industries
উৎপাদন সাল :: ১৯২১
উৎপাদিত সংখ্যা :: ৩০ লাখ
সার্বিক দৈর্ঘ্য :: ৬১.৪২ ইঞ্চি (১৫৬০ মি.মি.)
ব্যারেল দৈর্ঘ্য :: ৪৫ ইঞ্চি (১১৪৩ মি.মি.)
ওজন (ট্রিপড ছাড়া) :: ৩৮.১৫ কিলোগ্রাম (৮৪.১১ পাউন্ড)
ওজন (ট্রিপড সহ) :: ৫৮ কিলোগ্রাম (১২৭.৮৭ পাউন্ড)
কার্টিজ :: .50 BMG
ক্যালিবার :: 12.7x99 mm
মাজল ভেলোসিটি :: ২৯১০ মি. (৮৮৭ ফুট/সে.)
এ্যাকশন :: অটোমেটিক শর্ট রিকল অপারেটেড, এয়ার কুলড
ফিড সিস্টেম :: মেটালিক বুলেট বেল্ট।
রেট অফ ফায়ার পার মিনিট :: ৮০০-১২০০ রাউন্ড (বিমান), ৫০০ রাউন্ড গ্রাউন্ড।
ইফেক্টটিভ রেঞ্জ :: ১৯৯৬ মিটার
ম্যাক্সিমাম রেঞ্জ :: ৭৪০০ মিটার
মূল্য :: ২৮০০০ ডলার।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:২৪

চাঁদগাজী বলেছেন:


বানানোর জন্য আপনার দক্ষতা কাজে লাগানো যাবে? আমি কয়েকটা বানায়ে রাখতে চাই।

২৭ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:২২

মাশুক খান বলেছেন: খাইছে!! কি বলেন ভাউ :o

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.