![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন স্টুডেন্ট তাই ভালো কিছু করতে চাই।
সরকারের নিজস্ব তহবিল থেকে ১৭৫ কোটি টাকা ব্যয়ে দেশের বন্যাপ্রবণ এলাকায় নতুন করে ১৫৬টি আশ্রয় কেন্দ্র নির্মাণ করা হচ্ছে। ৪৩ জেলার ১৫৪টি উপজেলায় এ আশ্রয় কেন্দ্রগুলো নির্মাণ করা হবে। এ পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে দেশে বন্যার সময় বিধ্বস্ত ও নদী ভাঙ্গন উপদ্রুত এলাকার ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীকে নিরাপদ আশ্রয় নিশ্চিত করা, গবাদিপশু ও মূল্যবান অস্থাবর সম্পদ রক্ষার মাধ্যমে দুর্যোগ ব্যবস্থাপনা তথা ত্রাণ ও পুনর্বাসন কাজে প্রাতিষ্ঠানিক সুবিধা সৃষ্টি, সম্প্রসারণ ও সক্ষমতা বৃদ্ধি পাবে। এছাড়া বন্যা-উত্তর বা সাধারণ মৌসুমে এসব আশ্রয়কেন্দ্র স্কুল, কলেজ, মাদ্রাসা তথা শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে ব্যবহারের মাধ্যমে শিক্ষা সম্প্রসারণে সহায়ক ভুমিকা পালন করবে। প্রতিবছর দেশের কোন না কোন এলাকাতে বন্যা কবলিত হয়ে জান ও মালের ব্যাপক ক্ষয় ক্ষতি সাধিত হয়। এরমধ্যে ১৯৭০, ৮৮, ৯১, ৯৮ সাল এবং ২০০৪ ও ২০০৭ সালের ভয়াবহ বন্যা উল্লেখ করার মতো। এসব এলাকার জান ও মালের নিরাপত্তা নিশ্চিত করতে দেশী বিদেশী সহায়তায় এ পর্যন্ত আড়াই হাজার ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র ও ১৫০টি বন্যা আশ্রয়কেন্দ্র নির্মাণ করা হয়েছে। বন্যা উত্তর এসব আশ্রয়কেন্দ্রের অধিকাংশই শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে ব্যবহার হয়ে আসছে। কিন্তু এসব আশ্রয় কেন্দ্র প্রয়োজনের তুলনায় অপ্রতুল। বর্তমান সরকারের এ মহতি উদ্যোগের ফলে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর কষ্ট কিছুটা হলেও লাঘব হবে।
©somewhere in net ltd.