নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ডিজিটাল বাংলাদেশ গড়ুন

আমি একজন সাধারণ মানুস।তাই বেশী কিছু লিখবো না।

মেসি০০৭০০৭

আমি একজন স্টুডেন্ট তাই ভালো কিছু করতে চাই।

মেসি০০৭০০৭ › বিস্তারিত পোস্টঃ

দেশের বন্যাপ্রবণ এলাকার জন্য নতুন করে ১৫৬টি আশ্রয় কেন্দ্র নির্মাণের সিদ্ধান্ত। বন্যায় বিধ্বস্ত ও নদী ভাঙ্গন উপদ্রুত এলাকার ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীকে নিরাপদ আশ্রয় নিশ্চিত করতে সরকারের মহতি উদ্যোগ।

০২ রা সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:০৩

সরকারের নিজস্ব তহবিল থেকে ১৭৫ কোটি টাকা ব্যয়ে দেশের বন্যাপ্রবণ এলাকায় নতুন করে ১৫৬টি আশ্রয় কেন্দ্র নির্মাণ করা হচ্ছে। ৪৩ জেলার ১৫৪টি উপজেলায় এ আশ্রয় কেন্দ্রগুলো নির্মাণ করা হবে। এ পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে দেশে বন্যার সময় বিধ্বস্ত ও নদী ভাঙ্গন উপদ্রুত এলাকার ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীকে নিরাপদ আশ্রয় নিশ্চিত করা, গবাদিপশু ও মূল্যবান অস্থাবর সম্পদ রক্ষার মাধ্যমে দুর্যোগ ব্যবস্থাপনা তথা ত্রাণ ও পুনর্বাসন কাজে প্রাতিষ্ঠানিক সুবিধা সৃষ্টি, সম্প্রসারণ ও সক্ষমতা বৃদ্ধি পাবে। এছাড়া বন্যা-উত্তর বা সাধারণ মৌসুমে এসব আশ্রয়কেন্দ্র স্কুল, কলেজ, মাদ্রাসা তথা শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে ব্যবহারের মাধ্যমে শিক্ষা সম্প্রসারণে সহায়ক ভুমিকা পালন করবে। প্রতিবছর দেশের কোন না কোন এলাকাতে বন্যা কবলিত হয়ে জান ও মালের ব্যাপক ক্ষয় ক্ষতি সাধিত হয়। এরমধ্যে ১৯৭০, ৮৮, ৯১, ৯৮ সাল এবং ২০০৪ ও ২০০৭ সালের ভয়াবহ বন্যা উল্লেখ করার মতো। এসব এলাকার জান ও মালের নিরাপত্তা নিশ্চিত করতে দেশী বিদেশী সহায়তায় এ পর্যন্ত আড়াই হাজার ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র ও ১৫০টি বন্যা আশ্রয়কেন্দ্র নির্মাণ করা হয়েছে। বন্যা উত্তর এসব আশ্রয়কেন্দ্রের অধিকাংশই শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে ব্যবহার হয়ে আসছে। কিন্তু এসব আশ্রয় কেন্দ্র প্রয়োজনের তুলনায় অপ্রতুল। বর্তমান সরকারের এ মহতি উদ্যোগের ফলে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর কষ্ট কিছুটা হলেও লাঘব হবে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.