![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন স্টুডেন্ট তাই ভালো কিছু করতে চাই।
বদলে যাচ্ছে দেশের যোগাযোগ ব্যবস্থা। প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে শহর পর্যায়ের যোগাযোগ ব্যবস্থায় এসেছে ব্যাপক পরিবর্তন। হয়েছে নতুন নতুন রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট ও সেতু। এতে সহজ হয়ে আসছে গণমানুষের যাতায়াত এবং পণ্য পরিবহন ব্যবস্থা। কমেছে সময়ের অপচয়। আর্থিক দিক থেকে লাভবান হচ্ছে কৃষক থেকে শুরু করে সাধারণ মানুষ। স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর এবং সড়ক ও জনপথ অধিদফতর বিভিন্ন প্রকল্পের মাধ্যমে যোগাযোগ উন্নয়নের কাজ বাস্তবায়ন করছে। যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের অংশ হিসেবে সাড়ে চার বছরে ১ লাখ ৮৯২ কিলোমিটার সড়ক নির্মাণ, পুনর্র্নির্মাণ ও পুনর্বাসন করা হয়েছে। এছাড়া একই সময়ে সারা দেশে ৪১টি সেতু, ৬০৪টি কালভার্ট নির্মাণ, পুনর্র্নির্মাণ ও পুনর্বাসন করা হয়। দেশের যোগাযোগ অবকাঠামোর এ উন্নয়নে সমাজের সব স্তরের মানুষ এর সুফল ভোগ করছে। যোগাযোগ ব্যবস্থার এ উন্নয়ন দেশের অর্থনীতি উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করার পাশাপাশি শিক্ষা, সামাজিক ব্যবস্থায়ও আমূল পরিবর্তন আসবে বলেই আশা করা যায়।
©somewhere in net ltd.