নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ডিজিটাল বাংলাদেশ গড়ুন

আমি একজন সাধারণ মানুস।তাই বেশী কিছু লিখবো না।

মেসি০০৭০০৭

আমি একজন স্টুডেন্ট তাই ভালো কিছু করতে চাই।

মেসি০০৭০০৭ › বিস্তারিত পোস্টঃ

কাঙ্ক্ষিত ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আজ উন্মুক্ত হচ্ছে প্রত্যাশিত থ্রিজি। ইতিহাসে সবচেয়ে বড় নিলাম আগামীকাল।

০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৫৮

বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় নিলাম অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নিলামে অন্তত ৫ হাজার কোটি টাকার স্পেকট্রাম বরাদ্ধ দেয়া হবে চারটি মোবাইল ফোন অপারেটরকে। তবে অপারেটররা বেশি স্পেকট্রাম নিলে টাকার অংক ৬ হাজার কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে। আর রাষ্ট্রীয় মোবাইল ফোন অপারেটর টেলিটককে ইতিমধ্যে যে স্পেকট্রাম দেয়া হয়েছে তার দাম ভ্যাটসহ প্রায় দুই হাজার কোটি টাকা। টেলিটক এই নিলামে অংশ না নিলেও নিলামে ওঠা দাম তাদের পরিশোধ করতে হবে। এই নিলামের মাধ্যমে উন্মুক্ত হচ্ছে বহু প্রত্যাশিত থ্রিজি সার্ভিস। হোটেল রূপসী বাংলায় অনুষ্ঠিত হবে উন্মুক্ত এই নিলাম। এতে অংশ নেবে গ্রামীণফোন, বাংলালিংক, রবি ও এয়ারটেল। আর টেলিটক বর্তমানে পরীক্ষামূলকভাবে থ্রিজি সেবা দিচ্ছে। গাইডলাইন অনুযায়ী থ্রিজির সঙ্গে ফোরজি ও এলটিই সার্ভিস দিতে পারবে মোবাইল ফোন অপারেটররা। তার জন্য এখনই তাদের স্পেকট্রাম নিতে হবে। এর আগে গত ২৯ আগস্ট জামানত হিসেবে চারটি মোবাইল ফোন অপারেটর ৬২২ কোটি টাকা জমা দিয়েছে। সব মিলিয়ে আগামীকাল ৭ থেকে ৮ হাজার কোটি টাকার নিলাম অনুষ্ঠিত হবে। যা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় নিলাম। বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়িত হোক এটাই আমাদের সবার প্রত্যাশা।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.